আন্তর্জাতিক বিষয়াবলি
676. ১৭৮৩ সালে প্যারিস চুক্তি স্বাক্ষর হয়েছিল কোন দুটি দেশের মধ্যে -
- ক. ফ্রান্স ও জার্মানি
- খ. ফ্রান্স ও যুক্তরাজ্য
- গ. জার্মানি ও যুক্তরাজ্য
- ঘ. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
উত্তরঃ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
677. পারমাণবিক বোমার জনক ওপেন হ্যাইমার এর জম্মস্থান -
- ক. যুক্তরাষ্ট্র
- খ. রাশিয়া
- গ. যুক্তরাজ্য
- ঘ. জার্মানি
উত্তরঃ যুক্তরাষ্ট্র
678. সমাজকর্ম ‘মূল্যবোধ নিরপেক্ষ’ বা Value Free নয় কেন?
- ক. স্বীকৃত পেশাবলে
- খ. অস্বীকৃত পেশাবলে
- গ. লাভজনক পেশাবলে
- ঘ. সামাজিক পেশাবলে
উত্তরঃ স্বীকৃত পেশাবলে
680. সম্প্রতি ব্রিটেনের সাধারণ নির্বাচনে কোন দল জয়ী হয়?
- ক. লেবার পার্টি
- খ. ডেমোক্রেটিক ইউনিয়ন
- গ. স্কটিশ এলায়েন্স
- ঘ. কনজারভেটিভ পার্টি
উত্তরঃ কনজারভেটিভ পার্টি
681. বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান ‘তক্ষশীলা’ কোথায় অবস্থিত?
- ক. পাকিস্তান
- খ. নেপাল
- গ. শ্রীলংকা
- ঘ. ভারত
উত্তরঃ পাকিস্তান
683. কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র্রর নারীরা ভোটাধিকার লাভ করে?
- ক. ১৮২০ সালে
- খ. ১৮২১ সালে
- গ. ১৯২০ সালে
- ঘ. ১৯২১ সালে
উত্তরঃ ১৯২০ সালে
684. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
- ক. ৮ মার্চ
- খ. ৫ জুন
- গ. ১০ ডিসেম্বর
- ঘ. ৮ সেপ্টেম্বর
উত্তরঃ ৮ মার্চ
685. জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) এর সদর দপ্তর কোথায়?
- ক. ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
- খ. প্যারিস, ফ্রান্স
- গ. ভিয়েনা, অস্ট্রিয়া
- ঘ. ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
উত্তরঃ ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
686. ২২ তম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে কোন দেশে?
- ক. জার্মানি
- খ. আর্জেন্টিনা
- গ. মেক্সিকো
- ঘ. কাতার
উত্তরঃ কাতার
687. এয়ারফোর্স ওয়ান কি?
- ক. ব্রিটেনের প্রধানমন্ত্রীর বিমান
- খ. রাশিয়ার রাষ্ট্রপতির বিমান
- গ. আমেরিকার রাষ্ট্রপতির বিমান
- ঘ. স্পেনের রানির বিমান
উত্তরঃ আমেরিকার রাষ্ট্রপতির বিমান
691. ২০১৭ সালে ICC Champion ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. ভারত
- খ. ইংল্যান্ড
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ ইংল্যান্ড
692. বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
- ক. রাশিয়া
- খ. লন্ডন
- গ. ব্রাজিল
- ঘ. বেলজিয়াম
উত্তরঃ বেলজিয়াম
694. কোন দেশের গৃহযন্ধের কারণে ইউরোপ জুড়ে অধিবাসী সংকট?
- ক. ইরাক
- খ. ইরান
- গ. সিরিয়া
- ঘ. তুরস্ক
উত্তরঃ সিরিয়া
695. প্রাচীন গ্রিসের অন্ধ মহাকবির নাম কি?
- ক. হোমার
- খ. দান্তে
- গ. সফোগক্লিস
- ঘ. দ্যাভিঞ্চি
উত্তরঃ হোমার
696. হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট -
- ক. থমাস জেফারসন
- খ. জর্জ ওয়াশিংটন
- গ. জন এডামস
- ঘ. জন মনরো
উত্তরঃ জন এডামস
697. মোনলিসা ছবিটির শিল্পী হলেন -
- ক. টিশিয়ান
- খ. র্যাফায়েল
- গ. মাইকেল এঞ্জোলো
- ঘ. লিওনার্দো দ্যা-ভিঞ্চি
উত্তরঃ লিওনার্দো দ্যা-ভিঞ্চি
698. মোশে দায়ান কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
- ক. শ্রীলংকা
- খ. উত্তর কোরিয়া
- গ. চীন
- ঘ. ইসরাইল
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
699. “রাজা মারে না “ এই উক্তিটি কোন দেশের সংবিধানে উল্লেখ আছে?
- ক. জাপান
- খ. নেপাল
- গ. থাইল্যান্ড
- ঘ. গ্রেট ব্রিটেন
উত্তরঃ গ্রেট ব্রিটেন
700. ইউরোপীয় ইউনিয়নভু্ক্ত দেশের সংখ্যা কত?
- ক. ২৭টি
- খ. ২৫টি
- গ. ১৩টি
- ঘ. ২১টি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন