আন্তর্জাতিক বিষয়াবলি
602. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে?
- ক. ১০ নং অনুচ্ছেদ
- খ. ২১(১) অনুচ্ছেদ
- গ. ২৭ অনুচ্ছেদ
- ঘ. ২৮(২) অনুচ্ছেদ
উত্তরঃ ২৮(২) অনুচ্ছেদ
603. ২০১৭ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেনে কে?
- ক. Rainer Weiss, Barry C, Barsish and Jacques and Kip S. Thor
- খ. Fraser Stoddart and jacques Dubochet
- গ. Jacques Dubochet, Joachim Frank and Richard Henderson
- ঘ. Joachim Frank Duncan Haldane and Ben Feringa
উত্তরঃ Jacques Dubochet, Joachim Frank and Richard Henderson
605. তেনজিং ও হিলারী কবে এভারেস্ট এর চূড়ায় পা রাখেন?
- ক. ১৯৫৩ সালের ২৯ মে
- খ. ১৯৫৩ সালের ১৯ এপ্রিল
- গ. ১৯৫৪ সালের ২৯ ডিসেম্বর
- ঘ. ১৯৫৪ সালের ২২ ডিসেম্বর
উত্তরঃ ১৯৫৩ সালের ২৯ মে
606. বর্তমানে পৃথিবীর সর্বকনিষ্ঠ রাষ্ট্রনায়ক কে?
- ক. ডোনাল্ড ট্রাম্প
- খ. সেবাস্তিয়ান কুর্জ
- গ. ইমানুয়েল ম্যাক্রো
- ঘ. কিম জং উন
উত্তরঃ সেবাস্তিয়ান কুর্জ
607. ‘শারম আল শেখ’ কি?
- ক. মিশরের প্রেসিডেন্ট ভবন
- খ. আরব আমিরাতের প্রেসিডেন্ট প্রাসাদ
- গ. মিশরের অবকাশ কেন্দ্র
- ঘ. ভূমধ্যসাগরে অবস্থিত অবকাশ কেন্দ্র
উত্তরঃ মিশরের অবকাশ কেন্দ্র
608. লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে -
- ক. ইউরোপ ও আফ্রিকা
- খ. এশিয়া ও ইউরোপ
- গ. এশিয়া ও অস্ট্রেলিয়া
- ঘ. আফ্রিকা ও এশিয়া
উত্তরঃ আফ্রিকা ও এশিয়া
610. নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মুল কনভেনশন স্বাক্ষরিত হয় কোন সালে?
- ক. ১৯৭৬ সালে
- খ. ১৮৭৯ সালে
- গ. ১৯৭৯ সালে
- ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ ১৯৭৯ সালে
611. জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কত তারিখ থেকে দায়িত্ব পালন করছেন?
- ক. ১ জানুয়ারি ২০১৭
- খ. ১০ জানুয়ারি ২০১৭
- গ. ২৩ জানুয়ারি ২০১৭
- ঘ. ২৬ জানুয়ারি ২০১৭
উত্তরঃ ১ জানুয়ারি ২০১৭
612. কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রো কত তারিখ মারা যান?
- ক. ২৫ নভেম্বর ২০১৬
- খ. ২৬ ডিসেম্বর ২০১৬
- গ. ২৯ নভেম্বর ২০১৬
- ঘ. ৩০ ডিসেম্বর ২০১৬
উত্তরঃ ২৫ নভেম্বর ২০১৬
613. জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি হলো -
- ক. ইংরেজি ও চীনা
- খ. ইংরেজি ও রুশ
- গ. ইংরেজি ও স্প্যানিশ
- ঘ. ইংরেজি ও ফরাসি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
614. জুলিয়াস সীজার কেন বিখ্যাত?
- ক. রোমান সম্রাট হিসেবে
- খ. বর্ণবাদ বিরোধী হিসেবে
- গ. ব্রিটেনের রাজা হিসেবে
- ঘ. আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে
উত্তরঃ রোমান সম্রাট হিসেবে
615. রেড ইন্ডিয়ান কারা?
- ক. ইন্ডিয়ান আদি অধিবাসী
- খ. আমেরিকায় আগত ভারতবাসী
- গ. আমেরিকার আদি অধিবাসী
- ঘ. সব কটি
উত্তরঃ আমেরিকার আদি অধিবাসী
617. ‘র্যাডক্লিফ লাইন’ কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা?
- ক. জার্মানি-ফ্রান্স
- খ. ভারত-পাকিস্তান
- গ. ভারত-চীন
- ঘ. উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
উত্তরঃ ভারত-পাকিস্তান
619. কোন দেশ ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশের অন্তর্ভুক্ত?
- ক. কাজাখস্তান
- খ. লেবানন
- গ. তুরস্ক
- ঘ. গ্রিস
উত্তরঃ তুরস্ক