আন্তর্জাতিক বিষয়াবলি
551. কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে?
- ক. জার্মানি
- খ. ব্রিটেন
- গ. ফ্রান্স
- ঘ. স্পেন
উত্তরঃ ব্রিটেন
552. নিচের কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই?
- ক. ব্রিটেন
- খ. নিউজিল্যান্ড
- গ. স্পেন
- ঘ. সবগুলোই
উত্তরঃ ব্রিটেন
553. OIC এর প্রথম মহাসচিবের নাম কি?
- ক. টেংকু আব্দুল কাদের
- খ. টেংকু আবদুল রহমান
- গ. টেংকু আব্দর রহিম
- ঘ. মাহাথির মোহাম্মদ
উত্তরঃ টেংকু আবদুল রহমান
555. মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে?
- ক. ভারত
- খ. দঃ আফ্রিকা
- গ. ইংল্যান্ড
- ঘ. নেপাল
উত্তরঃ দঃ আফ্রিকা
556. ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে?
- ক. ইংল্যান্ড
- খ. অস্ট্রেলিয়া
- গ. নিউজিল্যান্ড
- ঘ. ভারত
উত্তরঃ ইংল্যান্ড
557. কোপা আমেরিকা ২০১৬ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কোন দল?
- ক. আমেরিকা
- খ. আর্জেন্টিনা
- গ. চিলি
- ঘ. ব্রাজিল
উত্তরঃ চিলি
559. সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
- ক. আবুল আহসান
- খ. মনমোহন সিং
- গ. শওকত আজিজ
- ঘ. চেনকিয়ার দোর্জি
উত্তরঃ আবুল আহসান
560. গবেষণায় একুশে পদক ২০১৬ কে পেয়েছেন?
- ক. ড. সাঈদ হায়দার
- খ. ড. জামিলুর রেজা চৌধুরী
- গ. তোয়াব খান
- ঘ. ড.এ বি এম আবদুল্লাহ
উত্তরঃ ড.এ বি এম আবদুল্লাহ
562. সার্ক (SAARC) সচিবালয় কোন শহরে অবস্থিত?
- ক. ঢাকা
- খ. ইসলামাবাদ
- গ. নয়াদিল্লী
- ঘ. কাঠমান্ডু
উত্তরঃ কাঠমান্ডু
563. জাতিসংঘের আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কোন দিনটির স্বীকৃতি দেয়
- ক. ১ জানুয়ারি
- খ. ১১ জাুনয়ারি
- গ. ৮ মার্চ
- ঘ. ৫ অক্টোবর
উত্তরঃ ৮ মার্চ
564. লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে?
- ক. আফ্রিকা
- খ. ইউরোপ
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. কোনটি নয়
উত্তরঃ আফ্রিকা
565. বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
- ক. ওয়াশিংটন
- খ. নিউইয়র্ক
- গ. ফিলিপাইন
- ঘ. রোম
উত্তরঃ ওয়াশিংটন
566. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. সানফ্রানসিসকো
- খ. ফ্লোরিডা
- গ. ডালাস
- ঘ. নিউইয়র্ক
উত্তরঃ নিউইয়র্ক
567. ‘শান্তি নিকেতন’ কী?
- ক. একটি বিশ্ববিদ্যালয়
- খ. শান্তিচুক্তি সম্পাদনের স্থান
- গ. অবকাশ যাপন কেন্দ্র
- ঘ. বৃদ্ধাশ্রম
উত্তরঃ একটি বিশ্ববিদ্যালয়
569. বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী হলো -
- ক. থিম্পু
- খ. কাঠমুন্ডু
- গ. ভ্যাটিকান সিটি
- ঘ. কলম্বো
উত্তরঃ কাঠমুন্ডু
570. ওস্তাদ আল্লা রাখা ছিলেন -
- ক. কণ্ঠশিল্পী
- খ. সেতার শিল্পী
- গ. তবলা শিল্পী
- ঘ. সরোদ শিল্পী
উত্তরঃ তবলা শিল্পী
571. বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থার নাম কি?
- ক. বাংলাদেশ বিমান
- খ. অ্যারো বেঙ্গল এয়ারলাইন্স
- গ. এয়ার বাংলা
- ঘ. জিএমজি
উত্তরঃ অ্যারো বেঙ্গল এয়ারলাইন্স
- ক. ফ্যাক্সের প্রেরকযন্ত্রের অতি আধুনিক সংস্করণ
- খ. যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা
- গ. ইতালির একটি বার্তা সংস্থা
- ঘ. মার্কিন প্রেসিডেন্ট ব্যবহৃত একটি অতি গোপন সংকেত
উত্তরঃ যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা
574. বসনিয়া হার্জোগোভিনাকে বিভক্তকারী নদীটির নাম -
- ক. দ্রিনা
- খ. দ্রাভা
- গ. তিয়া
- ঘ. দানিউব
উত্তরঃ দ্রিনা
575. জাতিসংঘ ঘোষিত ‘শান্তি দিবস’ পালিত হয় -
- ক. ১ জানুয়ারি
- খ. ২৮ অক্টোবর
- গ. ৫ জুন
- ঘ. ২১ সেপ্টেম্বর
উত্তরঃ ২১ সেপ্টেম্বর