আন্তর্জাতিক বিষয়াবলি
576. ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল’ নামটি কোন যুদ্ধের সাথে জড়িত?
- ক. ওয়াটার লু’র যুদ্ধ
- খ. আমেরিকার গৃহযুদ্ধ
- গ. ফরাসি বিপ্লব
- ঘ. ক্রিমিয়ার যুদ্ধ
উত্তরঃ ক্রিমিয়ার যুদ্ধ
581. আকিয়াব ও আকাবা সমুদ্রবন্দর দুটি -
- ক. মিয়ানমার, ইরান
- খ. ইরান, মিয়ানমার
- গ. মিয়ানমার, জর্ডান
- ঘ. জর্ডান, মিয়ানমার
উত্তরঃ মিয়ানমার, জর্ডান
582. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন -
- ক. ১ মাসের জন্য
- খ. ১ বছরের জন্য
- গ. ২ মাসের জন্য
- ঘ. ২ বছরের জন্য
উত্তরঃ ১ মাসের জন্য
583. 'If there is no opposition, there is no democracy' উক্তিটি করেছিলেন -
- ক. আইভর জেনিংস
- খ. অধ্যাপক লাস্কি
- গ. জন লক
- ঘ. আব্রাহাম লিংকন
উত্তরঃ আইভর জেনিংস
584. ইউরোপের একটি দেশের অভিবাসীদের দিনেমার বলা হয়। দেশটির নাম কি?
- ক. স্পেন
- খ. নেদারল্যান্ড
- গ. পর্তুগাল
- ঘ. ডেনমার্ক
উত্তরঃ ডেনমার্ক
585. ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
- ক. আর্থার বেলফোর
- খ. থিওডোর হার্জেল
- গ. মোনাটেম বেগিন
- ঘ. ব্যারন এডমন্ড বথচাইন্ড
উত্তরঃ থিওডোর হার্জেল
586. ‘ব্ল্যাক ফরেস্ট’ কোন দেশে অবস্থিত?
- ক. জার্মানিতে
- খ. যুক্তরাষ্ট্রে
- গ. ইংল্যান্ডে
- ঘ. আমেরিকায়
উত্তরঃ জার্মানিতে
587. বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট -
- ক. হুয়ান সোমাভিয়া
- খ. ডোমিনিক স্ত্রসকান
- গ. প্যাসকাল লেমি
- ঘ. জিম ইয়ং কিম
উত্তরঃ জিম ইয়ং কিম
589. রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা?
- ক. কানাডা
- খ. ফ্রান্স
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ যুক্তরাজ্য
- ক. ভারত মহাসাগরে
- খ. আরব সাগরে
- গ. বঙ্গোপসাগরে
- ঘ. পারস্য সাগরে
উত্তরঃ ভারত মহাসাগরে
- ক. ১৬ অক্টোবর
- খ. ১৬ নভেম্বর
- গ. ১৭ অক্টোবর
- ঘ. ১৭ নভেম্বর
উত্তরঃ ১৬ অক্টোবর
592. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. রোমে
- খ. প্যারিসে
- গ. হেগে
- ঘ. জেনেভায়
উত্তরঃ জেনেভায়
594. বিশ্ব ডাক দিবস কোন তারিখে পালন করা হয়?
- ক. ৮ সেপ্টেম্বর
- খ. ৯ অক্টোবর
- গ. ১১ অক্টোবর
- ঘ. ১০ ডিসেম্বর
উত্তরঃ ৯ অক্টোবর
596. NWD এর পূর্ণরূপ কি?
- ক. নিউজ ওয়াইড ডায়ালিং
- খ. ন্যাশনাল ওয়াইড ডায়ালিং
- গ. নেশন ওয়াইড ডায়ালিং
- ঘ. নিউ ওয়াইড ডায়ালিং
উত্তরঃ নেশন ওয়াইড ডায়ালিং
597. ‘লেডি উইল দি ল্যাম্প’ কার উপাধি?
- ক. সারেজিনি নাইডু
- খ. ফ্লোরেন্স নাইটিংগেল
- গ. মাদার তেরেসা
- ঘ. মারগারেট থেচার
উত্তরঃ ফ্লোরেন্স নাইটিংগেল
599. এশিয়ার নোবেল নামে খ্যাত -
- ক. পদ্মভূষণ
- খ. ম্যাগসেসে
- গ. আগাখার পুরস্কার
- ঘ. পুলিতজার
উত্তরঃ ম্যাগসেসে
600. BIMSTEC এর বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি?
- ক. বাংলাদেশ
- খ. মিয়ানমার
- গ. থাইল্যান্ড
- ঘ. নেপাল
উত্তরঃ নেপাল