আন্তর্জাতিক বিষয়াবলি

626. Drone কী?

  • ক. যাত্রীবাহী দ্রুতগামী বিমান
  • খ. যাত্রীবিহীন বিমান
  • গ. চালকসহ বিমান
  • ঘ. চালকবিহীন বিমান

উত্তরঃ চালকবিহীন বিমান

বিস্তারিত

627. ভারতের রাষ্ট্রপতির নাম কি?

  • ক. নরেন্দ্র মোদি
  • খ. এ পি জে আব্দুল কালাম
  • গ. মমতা ব্যানার্জী
  • ঘ. রামনাথ কোবিন্দ

উত্তরঃ রামনাথ কোবিন্দ

বিস্তারিত

628. রেড ইন্ডিয়ান কাদের বলা হয়?

  • ক. ইন্ডিয়ান আদি অধিবাসীগণ
  • খ. ইন্দোনেশিয়ার আদি অধিবাসীগণ
  • গ. আমেরিকায় আগত ভারতবাসীগণ
  • ঘ. আমেরিকার আদি অধিবাসীগণ

উত্তরঃ আমেরিকার আদি অধিবাসীগণ

বিস্তারিত

630. রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলের অধিবাসী?

  • ক. কোচিন
  • খ. শান
  • গ. নর্থ রাখাইন স্টেট
  • ঘ. রেঙ্গুন

উত্তরঃ নর্থ রাখাইন স্টেট

বিস্তারিত

631. আফ্রিকার কোন দেশে বাংলাকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে?

  • ক. মিশর
  • খ. লাইবেরিয়া
  • গ. সিয়েরা লিওন
  • ঘ. আইভরিকোস্ট

উত্তরঃ সিয়েরা লিওন

বিস্তারিত

632. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন ২০১৬ এর -

  • ক. সেপ্টেম্বর
  • খ. অক্টোবর
  • গ. নভেম্বর
  • ঘ. ডিসেম্বর

উত্তরঃ নভেম্বর

বিস্তারিত

633. ভারতের উপরাষ্ট্রপতি -

  • ক. আবুল কালাম
  • খ. হামিদ আনসারী
  • গ. ফারুক আব্দুল্লাহ
  • ঘ. জাকির হোসেন

উত্তরঃ হামিদ আনসারী

বিস্তারিত

634. কুয়েতের রাজধানী -

  • ক. আবুধাবী
  • খ. কুয়েত
  • গ. দুবাই
  • ঘ. রিয়াদ

উত্তরঃ কুয়েত

বিস্তারিত

635. ILO এর সদর দপ্তর -

  • ক. প্যারিস
  • খ. জেনেভা
  • গ. লন্ডন
  • ঘ. রোম

উত্তরঃ জেনেভা

বিস্তারিত

636. মালয়েশিয়ার মুদ্রার নাম -

  • ক. বাথ
  • খ. রিংগিত
  • গ. ইয়েন
  • ঘ. দিনার

উত্তরঃ রিংগিত

বিস্তারিত

637. শ্রীলংকার প্রেসিডেন্ট -

  • ক. প্রেমাদাসা
  • খ. মাহিন্দ রাজাপাকসে
  • গ. সিরিসেনা
  • ঘ. বন্দরনায়েক

উত্তরঃ সিরিসেনা

বিস্তারিত

638. T-20 বিশ্বকাপ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় -

  • ক. শ্রীলংকায়
  • খ. ভারতে
  • গ. বাংলাদেশে
  • ঘ. অস্ট্রেলিয়াতে

উত্তরঃ ভারতে

বিস্তারিত

639. ২০১৬ সালে এশিয়া কাপ বিজয়ী দেশ কোনটি?

  • ক. বাংলাদেশ
  • খ. পাকিস্তান
  • গ. ভারত
  • ঘ. শ্র্রীলংকা

উত্তরঃ ভারত

বিস্তারিত

640. বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি?

  • ক. মালদ্বীপ
  • খ. পাপুয়া নিউগিনি
  • গ. ভ্যাটিকান সিটি
  • ঘ. কুয়েত

উত্তরঃ ভ্যাটিকান সিটি

বিস্তারিত

641. ইউরোপীয় ইউনিয়নের সদর সফতর কোথায়?

  • ক. লন্ডন
  • খ. ব্রাসেলস
  • গ. বন
  • ঘ. প্যারিস

উত্তরঃ ব্রাসেলস

বিস্তারিত

642. জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে?

  • ক. নীল ও লাল
  • খ. নীল ও সাদা
  • গ. লাল ও সাদা
  • ঘ. সবুজ ও সাদা

উত্তরঃ নীল ও সাদা

বিস্তারিত

643. আমেরিকাকে ‘স্ট্যাচু অব লিবাটি’ কে দেয়?

  • ক. অস্ট্রেলিয়া
  • খ. ফ্রান্স
  • গ. জাপান
  • ঘ. নিউজিল্যান্ড

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

644. আমেরিকাকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ কে দেয়?

  • ক. অস্ট্রেলিয়া
  • খ. ফ্রান্স
  • গ. জাপান
  • ঘ. নিউজিল্যান্ড

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

647. বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

  • ক. ডেনমার্ক
  • খ. নিউজিল্যান্ড
  • গ. সুইডেন
  • ঘ. সিঙ্গাপুর

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

648. আরব বসন্তের সূচনা কোথায় হয়?

  • ক. মিশর
  • খ. তিউনিশিয়া
  • গ. ইরান
  • ঘ. সিরিয়া

উত্তরঃ তিউনিশিয়া

বিস্তারিত

649. সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?

  • ক. চীন
  • খ. কানাডা
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. রাশিয়া

উত্তরঃ রাশিয়া

বিস্তারিত

650. নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন?

  • ক. ধীরেন্দ্র
  • খ. জ্ঞানেন্দ্র
  • গ. বীরেন্দ্র
  • ঘ. মহেন্দ্র

উত্তরঃ জ্ঞানেন্দ্র

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects