আন্তর্জাতিক বিষয়াবলি

751. ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন কে?

  • ক. হাসেম রদ্রিগুয়েজ
  • খ. টমাস মুলার
  • গ. লিওনেল মেসি
  • ঘ. নেইমার

উত্তরঃ লিওনেল মেসি

বিস্তারিত

752. ২০১৪ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে?

  • ক. জ্যঁ তিহল
  • খ. মালালা ইউসুফজাঈ
  • গ. ড. ইউনুস
  • ঘ. বারাক ওবামা

উত্তরঃ মালালা ইউসুফজাঈ

বিস্তারিত

753. ৮৬ তম অস্কার পুরস্কার - ২০১৪ এর সেরা চলচ্চিত্র কোনটি?

  • ক. টুয়েন্টি ফিট ফ্রম স্টাবডম
  • খ. হিলিয়াম
  • গ. টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ
  • ঘ. গ্রাভিটি

উত্তরঃ টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ

বিস্তারিত

754. পাণিনি কে ছিলেন?

  • ক. ভাষাবিদ
  • খ. ঋগ্বেদবিদ
  • গ. বৈয়াকণবিদ
  • ঘ. আখ্যানবিদ

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

755. ভুট্টা উৎপাদন ও রপ্তানীতে বিশ্বে কোন দেশ প্রথম?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. চীন
  • গ. কানাডা
  • ঘ. সুইডেন

উত্তরঃ কানাডা

বিস্তারিত

756. কোন দেশে ল্যুভর মিউজিয়াম অবস্থিত?

  • ক. যুক্তরাজ্য
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. রাশিয়া
  • ঘ. ফ্রান্স

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

757. মালয়েশিয়ার মুদ্রার নাম কী?

  • ক. রিংগিট
  • খ. বাথ
  • গ. পেসো
  • ঘ. ইয়েন

উত্তরঃ রিংগিট

বিস্তারিত

758. জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ?

  • ক. ভারত
  • খ. চীন
  • গ. বাংলাদেশ
  • ঘ. রাশিয়া

উত্তরঃ চীন

বিস্তারিত

759. ইউয়ান কোন দেশের মুদ্রা?

  • ক. মায়ানমার
  • খ. ভিয়েতনাম
  • গ. থাইল্যান্ড
  • ঘ. চীন

উত্তরঃ চীন

বিস্তারিত

760. ২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?

  • ক. অলিভার হার্ট
  • খ. জ্যাঁ তিরোল
  • গ. রবার্ট জে শিলার
  • ঘ. উইলিয়াম ডি নর্ডহাস ও পল মাইকেল রোমার

উত্তরঃ উইলিয়াম ডি নর্ডহাস ও পল মাইকেল রোমার

বিস্তারিত

761. ২০১৮ সালে ফিফা বিশ্বকাপে “গোল্ডেন বল” লাভকারী লুকা মডরিচ কোন দেশের নাগরিক?

  • ক. ফ্রান্স
  • খ. জার্মানি
  • গ. ব্রাজিল
  • ঘ. ক্রোয়েশিয়া

উত্তরঃ ক্রোয়েশিয়া

বিস্তারিত

762. ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয়?

  • ক. নেদারল্যান্ড ও যুক্তরাজ্য
  • খ. নিউজিল্যান্ড ও ডেনমার্ক
  • গ. ডেনমার্ক ও যুক্তরাজ্য
  • ঘ. সুইডেন ও বেলজিয়াম

উত্তরঃ ডেনমার্ক ও যুক্তরাজ্য

বিস্তারিত

763. বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয়?

  • ক. ৫ অক্টোবর
  • খ. ২৯ জানুয়ারি
  • গ. ২ এপ্রিল
  • ঘ. ৯ জুলাই

উত্তরঃ ২ এপ্রিল

বিস্তারিত

764. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সময়কাল নিম্নের কোনটি?

  • ক. ২০১০-২০২৫
  • খ. ২০২০-২০৩০
  • গ. ২০১৬-২০৩০
  • ঘ. ২০১৬-২০৩৫

উত্তরঃ ২০১৬-২০৩০

বিস্তারিত

765. বৃটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ?

  • ক. সুদান
  • খ. ইয়েমেন
  • গ. মোজাম্বিক
  • ঘ. সিয়েরালিওন

উত্তরঃ মোজাম্বিক

বিস্তারিত

766. বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

  • ক. সৌদি আরব
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. ইরাক
  • ঘ. রাশিয়া

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

767. জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম শহর কোনটি?

  • ক. বেইজিং
  • খ. নিউইয়র্ক
  • গ. ইস্তাম্বুল
  • ঘ. টোকিও

উত্তরঃ টোকিও

বিস্তারিত

768. মাদার তেরেসার জম্মস্থান কোথায়?

  • ক. জার্মানি
  • খ. ইংল্যান্ড
  • গ. আলবেনিয়া
  • ঘ. ভারত

উত্তরঃ আলবেনিয়া

বিস্তারিত

769. কলকাতার নানা শ্রেণির মুখের ভাষা নিয়ে রচিত গ্রন্থ হচ্ছে -

  • ক. কথোপকথন
  • খ. পথ্যপ্রদান
  • গ. ভ্রান্তিবিলাস
  • ঘ. হিতোপদেশ

উত্তরঃ কথোপকথন

বিস্তারিত

770. 'The Audacity fo Hope' বইটি কার লেখা?

  • ক. বারাক ওবামা
  • খ. জর্জ ওয়াশিংটন
  • গ. হেনরী কিসিঞ্জার
  • ঘ. বিল ক্লিনটন

উত্তরঃ বারাক ওবামা

বিস্তারিত

771. ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?

  • ক. আমেরিকা
  • খ. ভারত
  • গ. কাতার
  • ঘ. জাপান

উত্তরঃ কাতার

বিস্তারিত

772. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯২০
  • খ. ১৯২৫
  • গ. ১৯৪৫
  • ঘ. ১৯১৯

উত্তরঃ ১৯৪৫

বিস্তারিত

773. 'The God of Small Things' বইটি কে লিখেছেন?

  • ক. অরুন্ধতী রায়
  • খ. সুচিত্রা ভট্রাচার্য্য
  • গ. মহাশ্বেতা দেবী
  • ঘ. অনিতা দেশাই

উত্তরঃ অরুন্ধতী রায়

বিস্তারিত

774. কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়?

  • ক. গ্রিস
  • খ. যুক্তরাজ্য
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. ভারত

উত্তরঃ গ্রিস

বিস্তারিত

775. মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?

  • ক. প্রশান্ত
  • খ. উত্তর
  • গ. আটলান্টিক
  • ঘ. ভারত

উত্তরঃ ভারত

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects