পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা
76. “সুলতানার স্বপ্ন” কার রচনা?
- ক. জসীমউদদীন
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. বেগম সুফিয়া কামাল
- ঘ. বেগম রোকেয়া
77. বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?
- ক. পাবনা
- খ. বগুড়া
- গ. কুষ্টিয়া
- ঘ. রাজশাহী
78. বাংলাদেশে কোথায় প্রথম প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
- ক. কৈলাসঢিলা
- খ. ফেঞ্চুগঞ্জ
- গ. হরিপুর
- ঘ. বাখরাবাদ
79. বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি?
- ক. সাঙ্গু
- খ. মাতামুহুরী
- গ. নাফ
- ঘ. কর্ণফুলী
80. সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে?
- ক. মনু
- খ. ব্রহ্মপুত্র
- গ. করতোয়া
- ঘ. সুরমা
81. ম্যানগ্রোভ কি?
- ক. কেওড়া বন
- খ. উপকূলীয় বন
- গ. শালবন
- ঘ. চিরহরিৎ বন
82. বরেন্দ্র যাদুঘর কোন জেলায়?
- ক. নওগাঁ
- খ. রাজশাহী
- গ. নাটোর
- ঘ. জয়পুরহাট
83. স্বর্ণ উৎপাদনের বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি?
- ক. চীন
- খ. শ্রীলংকা
- গ. ব্রাজিল
- ঘ. দক্ষিণ আফ্রিকা
84. ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. ভারত
- খ. ইংল্যান্ড
- গ. শ্রীলংকা
- ঘ. অস্ট্রেলিয়া
85. হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসাবে পরিচিত?
- ক. ক্যালডীয় সভ্যতা
- খ. অ্যাসিরীয় সভ্যতা
- গ. সিন্ধু সভ্যতা
- ঘ. ইনকা সভ্যতা
86. কনফুসিয়াল কে?
- ক. দার্শনিক
- খ. চিকিৎসক
- গ. রাষ্ট্রনায়ক
- ঘ. বৈজ্ঞানিক
87. তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত?
- ক. মিশর
- খ. তিউনিসিয়া
- গ. সিরিয়া
- ঘ. তুরস্ক
88. শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন?
- ক. ফারসি
- খ. আরবি
- গ. ফরাসি
- ঘ. তুর্কি
89. পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে?
- ক. ইংরেজি
- খ. স্প্যানিশ
- গ. ম্যান্ডারিন
- ঘ. আরবি
90. টমাস আলভা এডিসন আবিষ্কার করেন -
- ক. বৈদ্যুতিক বাতি
- খ. ফনোগ্রাফ
- গ. সিনেমা প্রজেক্টর
- ঘ. উপরের সবকটি
- ক. ১৭৮৯
- খ. ১৯৭১
- গ. ১৭৯৫
- ঘ. ১৮০০
92. আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে -
- ক. মালাক্কা প্রণালী
- খ. ফ্লোরিডা প্রণালী
- গ. জিব্রাল্টার প্রণালী
- ঘ. লোহিত সাগর
93. গ্রিনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?
- ক. জাপান
- খ. জার্মানি
- গ. যুক্তরাজ্য
- ঘ. রাশিয়া