সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক
126. ‘সেন্ট হেলেনা’ দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?
- ক. প্রশান্ত মহাসাগরে
- খ. ভারত মহাসাগরে
- গ. আটলান্টি মহাসাগরে
- ঘ. ভূমধ্যসাগরে
127. লোকসংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি?
- ক. ভুটান
- খ. সিঙ্গাপুর
- গ. ভ্যাটিকান সিটি
- ঘ. নাউরু
128. বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
- ক. আমাজান
- খ. নীলনদ
- গ. মিসিসিপি
- ঘ. হোয়াংহো
129. বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?
- ক. সাহারা
- খ. থর
- গ. কালাহারি
- ঘ. গোবি
130. ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়?
- ক. ১৫ আগষ্ট ১৯৪৭
- খ. ২৬ জানুয়ারি ১৯৫০
- গ. ২৫ জানুয়ারি ১৯৪৯
- ঘ. ২৬ জানুয়ারি ১৯৫১
131. পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি ‘পিগমি’রা কোন দেশের অধিবাসী?
- ক. কঙ্গো
- খ. লামাবিয়া
- গ. ইথিওপিয়া
- ঘ. হাইতি
132. বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে?
- ক. চন্দ্রিমা কুমারাতুঙ্গা
- খ. ইসাবেলা পেরন
- গ. অং সান সুচি
- ঘ. কোরাজন একুইনো
133. ‘লীগ অব নেশনস’ প্রতিষ্ঠা হয় কবে?
- ক. ১৯২০ সালে
- খ. ১৯১৭ সালে
- গ. ১৯৪৫ সালে
- ঘ. ১৯১১ সালে
134. জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)এর সদর দপ্তর কোথায়?
- ক. বান্দুং
- খ. জেদ্দা
- গ. ভিয়েনা
- ঘ. সদর দপ্তর নেই
- ক. মে মাসের দ্বিতীয় রবিবার
- খ. জুম মাসের তৃতীয় রবিবার
- গ. ৯ আগস্ট
- ঘ. অক্টোবর মাসের প্রথম রবিবার
137. দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের গ.সা.গু. ৪ হলে ল.সা.গু. কত?
- ক. ১২০
- খ. ১৫০
- গ. ১৮০
- ঘ. ২৪০
138. কঃখ = ৪ঃ৫, খঃগ = ২ঃ৩। ক এর নিকট ৮০০ টাকা থাকলে গ এর টাকার পরিমাণ কত?
- ক. ১০০০ টাকা
- খ. ১২০০ টাকা
- গ. ১৫০০ টাকা
- ঘ. ২০০০ টাকা
139. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৮ ও ২৪ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৪ ও ১০ হবে?
- ক. ৪০
- খ. ৫৮
- গ. ৭২
- ঘ. ৮০
140. কতজন ছাত্রকে ১২৫টি আম ও ১৪৫টি লিচু সমান ভাগে ভাগ করে দেয়া যাবে?
- ক. ৫ জন
- খ. ১০ জন
- গ. ১৫ জন
- ঘ. ২৫ জন
141. ২০/২১ এর মধ্যে ২০/৬৩ কতবার আছে?
- ক. ৩ বার
- খ. ৫ বার
- গ. ৬ বার
- ঘ. ৯ বার
143. দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক-চতুর্থাংশ সমান ১৩। বৃহত্তম সংখ্যাটি কত?
- ক. ২৫
- খ. ২৬
- গ. ৫২
- ঘ. ৭৭
- ক. ২৫ জন
- খ. ৭৫ জন
- গ. ১৭৫ জন
- ঘ. ২০০ জন
145. তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
- ক. ১০
- খ. ১৫
- গ. ২০
- ঘ. ২৪
146. কোনো সম্পত্তির ০.৮৭৫ অংশের মূল্য ৯২১২ টাকা হলে ০.৭৫ অংশের মূল্য কত?
- ক. ৭৮৯৬ টাকা
- খ. ৭৯৯৬ টাকা
- গ. ৮৯৬৯ টাকা
- ঘ. ৮৯৯৬ টাকা
148. রহিমের আয় করিমের আয় অপেক্ষা ২৫% বেশি। করিমের আয় রহিমের আয় অপেক্ষা শতকরা কত কম?
- ক. ২০%
- খ. ২৫%
- গ. ৩০%
- ঘ. ৩৫%
149. বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪ ৩/৪% হওয়ায় এক ব্যক্তির ৪০ টাকা আয় কমে গেল। তার মূলধন কত?
- ক. ১৬০০ টাকা
- খ. ১৬০০০ টাকা
- গ. ১৬০০০০ টাকা
- ঘ. ১৬০০০০০ টাকা
150. বার্ষিক ১০% হার সুদে কত বছরে ৫০০০ টাকার চক্রবৃদ্ধি মূলধন ৬৬৫৫ টাকা হবে?
- ক. ১ বছর
- খ. ২ বছর
- গ. ২ ১/২ বছর
- ঘ. ৩ বছর