৪১তম বিসিএস প্রিলি
76. ঊনসত্তরের গন-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
- ক. ভুমিপুত্র
- খ. মাটির জাহাজ
- গ. কাঁটাতারে প্রজাপতি
- ঘ. চিলেকোঠার সেপাই
77. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
- ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শেষ প্রশ্ন’
- খ. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’
- গ. কাজী নজরুল ইসলামের ‘কুহেলিকা’
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’
78. জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
- ক. গঙ্গা
- খ. পুতুলনাচের ইতিকথা
- গ. হাঁসুলী বাঁকের উপকথা
- ঘ. গৃহদাহ
79. বাংলা সাহিত্যে ‘কালকূট’ নামে পরিচিত কোন লেখক?
- ক. সমরেশ মজুমদার
- খ. শওকত ওসমান
- গ. সমরেশ বসু
- ঘ. আলাউদ্দিন আল আজাদ
80. 'Pip' is the protagonist in Charles Dickens' Novel -
- ক. A christmas Carol
- খ. A tale of Two Cities
- গ. Oliver Twist
- ঘ. Great Expectations
81. 'Lady Chatterley's Lover' was written by the author of -
- ক. Lord Jim
- খ. The Rainbow
- গ. Ulysses
- ঘ. A passage to India
82. ’বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’ - এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে?
- ক. বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও
- খ. বাবা ছেলেকে বললেন যে, তোমার দীর্ঘায়ু হোক
- গ. বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’
- ঘ. বাবা ছেলেকে বললেন যে, আমি তোমার দীর্ঘায়ু কামনা করি
84. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরুষ্কার দেয়া হয়?
- ক. ক্যামেরুন এবং ইথিওপিয়া
- খ. পেরু এবং ভেনেজুয়েলা
- গ. ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
- ঘ. মালি এবং সেনেগাল
85. বিট্রিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?
- ক. ১৯১২ সালে
- খ. ১৯১৩ সালে
- গ. ১৯১৪ সালে
- ঘ. ১৯১৫ সালে
86. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
- ক. ১৯৪৪ সালে
- খ. ১৯৪৫ সালে
- গ. ১৯৪৮ সালে
- ঘ. ১৯৪৯ সালে
87. জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে 'padrmic' ঘোষণা করেছে?
- ক. ECOSOC
- খ. FAO
- গ. WHO
- ঘ. HRC
- ক. ২৫০০
- খ. ১৯৯১
- গ. ১৯৫০
- ঘ. ১৮৯০
89. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
- ক. সুইডেন
- খ. মার্কিন যুক্তরাষ্ট্র
- গ. যুক্তরাজ্য
- ঘ. জার্মানি
90. সামরিক ভাষার ‘WMD' অর্থ কি?
- ক. Weapons of Mass Destruction
- খ. Worldwide Mass Dewtniction
- গ. Weapons of Missile Defence
- ঘ. Weapons for Massive Destruction
91. ২০২০ সালে প্রকাশিত ‘আইনের শাসন’ সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
- ক. ডেনমার্ক
- খ. নরওয়ে
- গ. জার্মানি
- ঘ. সিঙ্গাপুর
92. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
- ক. দক্ষিণ আমেরিকা
- খ. আফ্রিকা
- গ. মধ্যপ্রাচ্য
- ঘ. ইউরোপ
93. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
- ক. কিউবা
- খ. ভিয়েতনাম
- গ. উজবেকিস্তান
- ঘ. সোমালিয়া
94. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
- ক. রাশিয়া
- খ. ডেনমার্ক
- গ. সুইডেন
- ঘ. ইংল্যান্ড
95. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
- ক. জিব্রাল্টার প্রণালী
- খ. বসফরাস প্রণালী
- গ. বাবেল মান্দের প্রণালী
- ঘ. বেরিং প্রণালী
96. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
- ক. WTO
- খ. MIGA
- গ. World Bank
- ঘ. UNCTAD
97. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
- ক. নাইজেরিয়া
- খ. গাম্বিয়া
- গ. বাংলাদেশ
- ঘ. আলজেরিয়া
98. কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
- ক. রুয়ান্ডা
- খ. সিয়েরালিয়ন
- গ. সুদান
- ঘ. লাইবেরিয়া
- ক. রুজভেল্ট
- খ. স্টালিন
- গ. চার্চিল
- ঘ. দ্যা গল
100. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
- ক. সৌদি আরব
- খ. মালয়েশিয়া
- গ. পাকিস্তান
- ঘ. তুরস্ক