৪১তম বিসিএস প্রিলি
101. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৪৫ সালে
- খ. ১৯৪৯ সালে
- গ. ১৯৪৮ সালে
- ঘ. ১৯৫১ সালে
102. জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?
- ক. অ্যানেগরেট ক্রাম্প
- খ. লিনা হেডরিচ
- গ. অ্যাঞ্জেলা মারকেল
- ঘ. পেট্রা কেলি
103. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম -
- ক. আইসোপ্লিথ
- খ. আইসোহাইট
- গ. আইসোহ্যালাইন
- ঘ. আইসোথার্ম
104. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?
- ক. ময়নামতি
- খ. পুন্ডবর্ধন
- গ. পাহাড়পুর
- ঘ. আইসোথার্ম
105. নিচের কোনটি সত্য নয়?
- ক. ইরাবতী মায়ানমারের একটি নদী
- খ. গোবী মরুভূমি ভারতে অবস্থিত
- গ. থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত
- ঘ. সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত
106. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?
- ক. জানুয়ারি
- খ. ফেব্রুয়ারি
- গ. ডিসেম্বর
- ঘ. মে
- ক. রূপান্তরিত শিলা
- খ. আগ্নেয় শিলা
- গ. পাললিক শিলা
- ঘ. মিশ্র শিলা
- ক. সিরাস
- খ. নিম্বাস
- গ. কিউম্যালাস
- ঘ. স্ট্রেটাস
- ক. United Disaster Management Center
- খ. Union Disaster Management Committee
- গ. Union Disaster Management Center
- ঘ. None of them
110. ‘বেঙ্গল ফ্যান’ - ভূমিরূপটি কোথায় অবস্থিত?
- ক. মধুপুর গড়ে
- খ. বঙ্গোপসাগরে
- গ. হাওর অঞ্চলে
- ঘ. টারশিয়ারি পাহাড়ে
111. ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো :
- ক. আপদ ঝুঁকি হ্রাস
- খ. জলবায়ু পরিবর্তন হ্রাস
- গ. জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
- ঘ. সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা
112. ‘বঙ্গবন্ধু দ্বীপ’ কোথায় অবস্থিত?
- ক. মেঘনা মোহনায়
- খ. সুন্দরবনের দক্ষিণে
- গ. পদ্মা এবং যমুনার সংযোগস্থলে
- ঘ. টেকনাফের দক্ষিণে
114. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম -
- ক. ভেগা
- খ. প্রক্সিমা সেন্টাউরি
- গ. আলফা সেন্টািউরি A
- ঘ. আলফা সেন্টািউরি B
115. ১০০ ওয়াট এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা বললে কত শক্তি ব্যয় হয়?
- ক. ১০০ জুল
- খ. ৬০ জুল
- গ. ৭৬০০০ জুল
- ঘ. ৩৬০০০০ জুল
116. ইলেক্ট্রনিক বাল্ব এর ফিলামেন্ট যার দ্বারা তৈরী -
- ক. আয়রন
- খ. কার্বন
- গ. ট্যাংস্টেন
- ঘ. লেড
117. গ্রাফিন (graphene) কার বহুরূপী?
- ক. কার্বন
- খ. কার্বন ও অক্সিজেন
- গ. কার্বন ও হাইড্রোজেন
- ঘ. কার্বন ও নাইট্রোজেন
118. আইস্টাইন নোবেল পুরস্কার পান -
- ক. আপেক্ষিক তত্ত্বের উপর
- খ. মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য
- গ. কৃষ্ণগহ্বর আবিষ্কারের জন্য
- ঘ. আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
119. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
- ক. ৭ দিন
- খ. ৩০ দিন
- গ. ১৮০ দিন
- ঘ. উপরের কোনটিই নয়
120. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
- ক. COD > BOD
- খ. COD < BOD
- গ. COD = BOD
- ঘ. উপরের কোনটিই নয়
121. পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল -
- ক. ১৯৯০
- খ. ১৯৯৫
- গ. ১৯৯৭
- ঘ. ২০০০
122. ওজোন স্তর বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত?
- ক. স্ট্রাটোমন্ডল
- খ. ট্রপোমন্ডল
- গ. মেসোমন্ডল
- ঘ. তাপমন্ডল
123. কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
- ক. ক্লোরোপিক্রিন
- খ. মিথেন
- গ. নাইট্রোজেন
- ঘ. ইথেন
124. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
- ক. পুকুরের পানিতে
- খ. লেকের পানিতে
- গ. নদীর পানিতে
- ঘ. সাগরের পানিতে
125. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী -
- ক. ভেইন
- খ. আর্টারি
- গ. ক্যাপিলারি
- ঘ. নার্ভ