৪১তম বিসিএস প্রিলি
151. ৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল –
- ক.
২১ বর্গ সে.মি.
- খ.
২৩ বর্গ সে.মি.
- গ.
২৫ বর্গ সে.মি.
- ঘ.
২৭ বর্গ সে.মি.
152. “তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন - সাহেবের কথা। ”
- ক. আইয়ুব খান
- খ. ইয়াহিয়া খান
- গ. ভুট্টো
- ঘ. কিসিঞ্জার
153. a + b = 7 এবং ab = 12 হলে 1/(a)2 + 1/(b)2 এর মান কত?
- ক. 3/25
- খ. 25/144
- গ. 31/144
- ঘ. 11/49
154. বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
- ক. ৯৪০ টাকা
- খ. ৯৬০ টাকা
- গ. ৯৬৮ টাকা
- ঘ. ৯৮০ টাকা
155. ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যাটি হওয়ার সম্ভাবনা -
- ক. ১/২২
- খ. ১/৬৪
- গ. ১/৬০
- ঘ. ২/৬৫
156. ৫০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট, ৬ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
- ক. ১৫ মিনিট
- খ. ২০ মিনিট
- গ. ২৫ মিনিট
- ঘ. ৩০ মিনিট
157. স্ক্রু ও ঘড়ির কাটার ঘূর্ণন গতির দিক -
- ক. একই দিকে
- খ. উল্টো দিকে
- গ. উলম্ব রেখায়
- ঘ. সমান্তরাল
- ক. ০.৫% বেড়েছে
- খ. ০.২৫% কমেছে
- গ. ০.২৫% বেড়েছে
- ঘ. ০.৫% কমেছে
161. কোন বানানটি শুদ্ধ?
- ক. Incyclopedia
- খ. Encyclopedia
- গ. Encielopedia
- ঘ. Encyclopedea
162. ঘড়ি : কাঁটা :: থার্মোমিটার : ?
- ক. ফারেনহাইট
- খ. তাপমাত্রা
- গ. চিকিৎসা
- ঘ. পারদ
163. ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
- ক. ৩১
- খ. ৩২
- গ. ৩৩
- ঘ. ৩৪
- ক. পূর্ব
- খ. পশ্চিম
- গ. উত্তর
- ঘ. দক্ষিণ
165. নিচের কোন অক্ষরগুলো পুর্নবিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
- ক. রা এ হো অ
- খ. র বা ধী প নি
- গ. দ্র তা রি দা
- ঘ. সা ব ব অ ধ্যা
167. যদি মাসের ২য় দিন সোমবার হয়, তবে মাসের ১৮ তম দিন কি বার হবে?
- ক. রবিবার
- খ. সোমবার
- গ. মঙ্গলবার
- ঘ. বুধবার
168. কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
- ক. সামাজিক মূল্যবোধ
- খ. ইতিবাচক মূল্যবোধ
- গ. গণতান্ত্রিক মূল্যবোধ
- ঘ. নৈতিক মূল্যবোধ
169. কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন?
- ক. হ্যানন্ড উইলসন
- খ. এডওয়ার্ড ওসবর্ন ইউলসন
- গ. জন স্টুয়ার্ট মিল
- ঘ. ইমানুয়েল কান্ট
170. সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো -
- ক. সুশাসন
- খ. রাষ্ট্র
- গ. নৈতিকতা
- ঘ. সমাজ
171. “সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল।” এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
- ক. জাতিসংঘ
- খ. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
- গ. বিশ্বব্যাংক
- ঘ. এশিয়া উন্নয়ন ব্যাংক
172. Political Ideals গ্রন্থের লেখক কে?
- ক. মেকিয়াভেলি
- খ. রাসেল
- গ. প্লেটো
- ঘ. এরিস্টটল
173. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
- ক. অনুচ্ছেদ ১৩
- খ. অনুচ্ছেদ ১৮
- গ. অনুচ্ছেদ ২০
- ঘ. অনুচ্ছেদ ২৫
174. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো -
- ক. বিভিন্নতা
- খ. পরিবর্তনশীলতা
- গ. আপেক্ষিকতা
- ঘ. উপরের সবগুলোই
175. প্লেটো সদগুণ বলতে বুঝিয়েছেন -
- ক. প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
- খ. আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
- গ. সুখ, ভালোত্ব ও প্রেম
- ঘ. প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, সুখ ও ন্যায়