৪১তম বিসিএস প্রিলি
126. প্রোটিন তৈরি হয় -
- ক. ফ্রাটি অ্যাসিড দিয়ে
- খ. নিউক্লিক অ্যাসিড দিয়ে
- গ. অ্যামিনো অ্যাসিড দিয়ে
- ঘ. উপরের কোনটিই নয়?
127. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
- ক. গ্লিসারিন
- খ. ফিটকিরি
- গ. সোডিয়াম ক্লোরাইড
- ঘ. ক্যালসিয়াম কার্বোনেট
128. যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 1 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম -
- ক. AND গেইট
- খ. OR গেইট
- গ. NAND গেইট
- ঘ. উপরের কোনটিই নয়
129. নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?
- ক. Wifi
- খ. Bluetooth
- গ. Wimax
- ঘ. Cellular network
130. নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?
- ক. ১১১
- খ. ১০১
- গ. ০১১
- ঘ. ০০১
131. RFID বলতে বুঝায় -
- ক. Random Frequency Identification
- খ. Random Frequency Information
- গ. Radio Frequency Information
- ঘ. Radio Frequency Identification
132. Apache এক ধরনের -
- ক. Database Management System (DBMS)
- খ. Web Server
- গ. Web Browser
- ঘ. Protocol
133. ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি?
- ক. অবকাঠামোগত
- খ. প্লাটফর্মভিত্তিক
- গ. সফটওয়্যার
- ঘ. উপরের সবগুলো
134. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
- ক. বাস টপোলজি
- খ. রিং টপোলজি
- গ. স্টার টপোলজি
- ঘ. ট্রি টপোলজি
135. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে -
- ক. compiler
- খ. loader
- গ. operating system
- ঘ. bootsrap
136. নিচের কোনটি anti virus সফটওয়্যার নয়?
- ক. Oracle
- খ. McAfee
- গ. Norton
- ঘ. Kaspersky
137. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে -
- ক. Machine language
- খ. C
- গ. java
- ঘ. Python
138. API মানে -
- ক. Advanced Processing Information
- খ. Application Processing Information
- গ. Application Programming Interface
- ঘ. Application Processing Interface
139. মাইক্রোসফট IIS হচ্ছে একটি -
- ক. ইমেইল সার্ভার
- খ. ওয়েব সার্ভার
- গ. ডাটাবেইস সার্ভার
- ঘ. ফাইল সার্ভার
140. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
- ক. ১০ - ৩০ মিটার
- খ. ১০ - ৫০ মিটার
- গ. ১০ - ১০০ মিটার
- ঘ. ১০ - ৩০০ মিটার
141. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম -
- ক. Array
- খ. Linked List
- গ. Stack
- ঘ. Queue
142. ABC এর
- ক. ১১০
- খ. ১০০
- গ. ৯০
- ঘ. ৮০
143. ৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকার কমিটি গঠন করা যাবে?
- ক. ১০
- খ. ১৫
- গ. ২৫
- ঘ. ৩০
144. x + 11/3 + 22/3 = 0 হলে x3 + 6 এর মান কত?
- ক. 4x
- খ. 6x
- গ. 4
- ঘ. 8
145. 5x + 8.5x + 16.5x = 1 হলে, x এর মান কত?
- ক. -3
- খ. -2
- গ. -1
- ঘ. -1/2
146. ০.১২ + ০.০০১২ + ০.০০০০১২ + ..........ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল -
- ক. ৪/৩৩
- খ. ৪/৯৯
- গ. ১১২/৯৯
- ঘ. ১৪/৯৯
147. |x - 2| <3 হলে, m এবং n এর কোন মানের জন্য m<3x + 5
- ক. m = 1, n = 10
- খ. m = 2, n = 20
- গ. m = 3, n = 30
- ঘ. m = 4, n = 40
149. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
- ক. ৫%
- খ. ১০%
- গ. ২০%
- ঘ. ২৫%
150. চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়লে চিনি বাবদ খরচ একই থাকবে?
- ক. ৮%
- খ. ৮ ১/৩%
- গ. ১০%
- ঘ. ১১ ১/৯%