৩৭তম বিসিএস প্রিলি
76. যে জেলায় হাজংদের বসবাস নেই -
- ক. শেরপুর
- খ. ময়মনসিংহ
- গ. সিলেট
- ঘ. নেত্রকোনা
77. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা -
- ক. ৪.৪ জন
- খ. ৫.০ জন
- গ. ৫.৪ জন
- ঘ. ৫.৫ জন
78. যে বিভাগে স্বাক্ষরতার হার সর্বাধিক -
- ক. ঢাকা বিভাগ
- খ. রাজশাহী বিভাগ
- গ. বরিশাল বিভাগ
- ঘ. খুলনা বিভাগ
79. ২০১৫-১৬ অর্থ বছরে অর্জিত বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার -
- ক. ৬.৮৫%
- খ. ৬.৯৭%
- গ. ৭.০০%
- ঘ. ৭.০৫%
80. বাংলাদেশের তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানি হয়েছে -
- ক. ফিনল্যান্ডে
- খ. ডেনমার্কে
- গ. নরওয়েতে
- ঘ. সুইডেনে
81. বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর -
- ক. পেট্রাপোল
- খ. কৃষ্ণনগড়
- গ. ডাউকি
- ঘ. মোহাদিপুর
82. বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা -
- ক. ৬টি
- খ. ৮টি
- গ. ১০টি
- ঘ. ১২টি
83. বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে -
- ক. চীন
- খ. ভারত
- গ. যুক্তরাজ্য
- ঘ. থাইল্যান্ড
84. বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে -
- ক. ব্র্যাক ব্যাংক
- খ. ডাচ-বাংলা ব্যাংক
- গ. এবি ব্যাংক
- ঘ. সোনালী ব্যাংক
85. ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন -
- ক. বানিজ্য মন্ত্রণালয়
- খ. অর্থ মন্ত্রণালয়
- গ. পরিকল্পনা মন্ত্রণালয়
- ঘ. শিল্প মন্ত্রণালয়
86. বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে -
- ক. ব্র্যাক ব্যাংক
- খ. ডাচ-বাংলা ব্যাংক
- গ. এবি ব্যাংক
- ঘ. সোনালী ব্যাংক
87. বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
- ক. প্রথম
- খ. দ্বিতীয়
- গ. সপ্তম
- ঘ. অষ্টম
- ক. লক্ষ্মীপুর জেলায়
- খ. মেহেরপুর জেলায়
- গ. ঝালকাঠী
- ঘ. রাঙ্গামাটি জেলায়
89. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?
- ক. আলমগীর কবির
- খ. খান আতাউর রহমান
- গ. হুমায়ুন আহমেদ
- ঘ. সুভাষ দত্ত
90. জাতীয় সংসদে ‘কাউন্টিং’ ভোট কি?
- ক. সংসদ নেতার ভোট
- খ. হুইপের ভোট
- গ. স্পীকারের ভোট
- ঘ. রাষ্ট্রপতির ভোট
- ক. National Information Legal Guide
- খ. National Institute of Local Government
- গ. National Identity Licence Guide
- ঘ. National Industrial League Group
92. বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা -
- ক. ২৬
- খ. ২৭
- গ. ২৮
- ঘ. ৩১
93. সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে -
- ক. ১৩০
- খ. ১৩১
- গ. ১৩৭
- ঘ. ১৪০
94. অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়?
- ক. ২ ভাগে
- খ. ৪ ভাগে
- গ. ৫ ভাগে
- ঘ. ৮ ভাগে
95. বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব -
- ক. বীর প্রতীক
- খ. বীরশ্রেষ্ঠ
- গ. বীর উত্তম
- ঘ. বীর বিক্রম
96. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
- ক. ইন্দোনেশিয়া
- খ. মালয়েশিয়া
- গ. মালদ্বীপ
- ঘ. পাকিস্তান
97. ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় -
- ক. ১৯৯৭ সালে
- খ. ১৯৯৯ সালে
- গ. ২০০১ সালে
- ঘ. ২০০০ সালে
98. ‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?
- ক. ভারত ও নেপাল
- খ. পাকিস্তান ও চীন
- গ. ভুটান ও ভারত
- ঘ. বাংলাদেশ ও ভারত
99. সলোমন-দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
- ক. ভারত মহাসাগর
- খ. প্রশান্ত মহাসাগর
- গ. আটলান্টিক মহাসাগর
- ঘ. আর্কটিক মহাসাগর
100. চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কী?
- ক. তুর্কমেন
- খ. উইঘর
- গ. তাজিক
- ঘ. কাজাখ