৩৭তম বিসিএস প্রিলি
176. একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং 6-তম পদটি 52 হলে 15-তম পদটি
- ক. 140
- খ. 142
- গ. 148
- ঘ. 150
178. 17 সে.মি., 15 সে.মি. 8 সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে-
- ক. সমবাহু
- খ. সমদ্বিবাহু
- গ. সমকোণী
- ঘ. স্থুলকোণী
- ক. মোটা হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে
- খ. চিকন হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে
- গ. দুটিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
- ঘ. কোনটি নয়
188. কোন নৌকাকে বেশী গতিতে চালাতে হবে, বৈঠা ব্যবহার করতে হবে-
- ক. পিছনে
- খ. সামনে
- গ. ডান পার্শে্ব
- ঘ. বাম পার্শে্ব
189. Telephone : Cable :: Radio :?
- ক. Microphone
- খ. Wireless
- গ. Electricity
- ঘ. Wire
190. ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোরব কি বার ছিল?
- ক. বুধবার
- খ. বৃহস্পতিবার
- গ. শুক্রবার
- ঘ. শনিবার
191. কোন বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে -
- ক. ১০%
- খ. ২০%
- গ. ৩৬%
- ঘ. ৪০%
192. Find out the correct synonym of 'TENUOUS'-
- ক. Vital
- খ. Thin
- গ. Careful
- ঘ. Dangerous
193. If LOYAL is coded as 'LOWAJ' then PRONE is coded as-
- ক. QRPNF
- খ. NRMND
- গ. ORNMG
- ঘ. NRMNC
194. একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশী কষ্ট হবে?
- ক. টেনে নেয়া ব্যক্তির
- খ. ঠেলা নেয়া ব্যক্তির
- গ. দুজনের সমান কষ্ট হবে
- ঘ. কোনটি নয়
195. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থখাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?
- ক. দায়িত্বশীলতা
- খ. নৈতিকতা
- গ. দক্ষতা
- ঘ. সরলতা
196. আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?
- ক. সত্য ও ন্যায়
- খ. স্বার্থতকা
- গ. শঠতা
- ঘ. অসহিষ্ণুতা
197. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
- ক. Buddhist Mystic Songs
- খ. চর্যাগীতিকা
- গ. চর্যাগীতিকোষ
- ঘ. হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
198. He worked with all sincerity. The underlined phrase is -
- ক. A noun phrase
- খ. An adjective phrase
- গ. A permanent solution
- ঘ. A serious idea
199. Cassandra is a night owl, so she dosen't usually get up until about :
- ক. 11 a.m
- খ. 11 p.m
- গ. 7 a.m
- ঘ. 7 p.m
200. IMF-এর সদর দপ্তর অবস্থিত -
- ক. ওয়াশিংটন ডিসি
- খ. নিউইয়র্ক
- গ. জেনেভা
- ঘ. রোম