৩৭তম বিসিএস প্রিলি
101. সম্প্রতি ভারত Google - কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?
- ক. Google Earth
- খ. Street View
- গ. Road Image
- ঘ. Google Map
103. নিম্নের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
- ক. নাইট্রাস অক্সাইড
- খ. কার্বন ডাই-অক্সাইড
- গ. অক্সিজেন
- ঘ. মিথেন
- ক. IPCC
- খ. COP-21
- গ. Green Peace
- ঘ. Sierra Club
105. World Development Report - নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা ?
- ক. UNDP
- খ. World Bank
- গ. IMF
- ঘ. BRICS
- ক. IFC
- খ. IBRD
- গ. MIGA
- ঘ. ICSID
107. সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
- ক. ইটালী
- খ. ইংল্যান্ড
- গ. ফ্রান্স
- ঘ. রাশিয়া
- ক. জাপান, জার্মানী, ফ্রান্স, বৃটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
- খ. ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন
- গ. যুক্তরাষ্ট্র, জার্মানী, বৃটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া
- ঘ. উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসরায়েল, চীন
- ক. ২২ নটিক্যাল মাইল
- খ. ৪৪ নটিক্যাল মাইল
- গ. ২০০ নটিক্যাল মাইল
- ঘ. ৩৭০ নটিক্যাল মাইল
110. ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয় -
- ক. ২ এপ্রিল, ২০১৫
- খ. ১৪ জুলাই, ২০১৫
- গ. ২৪ সেপ্টেম্বর, ২০১৪
- ঘ. ১০ ডিসেম্বর, ২০১৩
111. ‘গ্রিন পিস’ যাত্রা শুরু করে -
- ক. ১৯৪৫
- খ. ২০১১
- গ. ২০১৩
- ঘ. ১৯৭১
- ক. একটি গ্রন্থের নাম
- খ. একটি পানীয়
- গ. বর্ণবাদ বিরোধী আন্দোলন
- ঘ. একটি NGO
113. মাথাপিছু গ্রীন হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি?
- ক. রাশিয়া
- খ. যুক্তরাষ্ট্র
- গ. ইরান
- ঘ. জার্মানী
114. কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?
- ক. NATO
- খ. SALT
- গ. NPT
- ঘ. CTBT
115. BRICS -এর সদর দপ্তর কোথায়?
- ক. সাংহাই
- খ. মস্কেো
- গ. প্রিটোরিয়া
- ঘ. নয়াদিল্লি
- ক. ১৯৬৯
- খ. ১৯৭১
- গ. ১৯৭৫
- ঘ. ১৯৭৮
117. বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নীচু ভূমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশী?
- ক. হবিগঞ্জ
- খ. গোপালগঞ্জ
- গ. কিশোরগঞ্জ
- ঘ. মুন্সীগঞ্জ
118. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
- ক. মেঘনা
- খ. যমুনা
- গ. পদ্মা
- ঘ. কর্ণফুলী
119. বাংলাদেশের কোন অঞ্চলে বেশি খরা প্রবণ?
- ক. উত্তর-পূর্ব অঞ্চল
- খ. উত্তর-পশ্চিম অঞ্চল
- গ. দক্ষিণ-পশ্চিম অঞ্চল
- ঘ. দক্ষিণ-পূর্ব অঞ্চল
- ক. বরেন্দ্র অঞ্চল
- খ. মধুপুর গড় অঞ্চল
- গ. উপকূলীয় অঞ্চল
- ঘ. চলন বিল অঞ্চল
121. বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়?
- ক. সিলেট
- খ. টেকনাফ
- গ. কক্সবাজার
- ঘ. সন্দ্বীপ
122. নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?
- ক. অক্ষরেখা
- খ. দ্রাঘিমারেখা
- গ. উচ্চতা
- ঘ. সমুদ্রস্রোত
123. নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
- ক. সড়ক দুর্ঘটনা
- খ. তামাক ও মাদকদ্রব্য গ্রহণ
- গ. বায়ু দূষণ
- ঘ. ক্যান্সার
124. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
- ক. নতুন দিল্লী
- খ. কলম্বো
- গ. ঢাকা
- ঘ. কাঠমুন্ডু
125. কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?
- ক. উদ্ধার পর্যায়ে
- খ. প্রভাব পর্যায়ে
- গ. সতর্কতা পর্যায়ে
- ঘ. পুনর্বাসন পর্যায়ে