৩৭তম বিসিএস প্রিলি
126. নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?
- ক. ভূমিকম্প
- খ. সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)
- গ. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
- ঘ. খরা বা বন্যা
127. আকাশে রংধনু সৃষ্টির কারণ -
- ক. ধুলিকণা
- খ. বায়ুস্তর
- গ. বৃষ্টির কণা
- ঘ. অতিবেগুনী রশ্মি
128. ঈষ্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে?
- ক. মদ্য শিল্পে (wine industry)
- খ. রুটি শিল্পে (Bakery)
- গ. সাইট্রিক এসিড উৎপাদন
- ঘ. এক কোষীয় প্রোটিন (Single-cell-protein) তৈরিতে
129. চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের -
- ক. দশ ভাগের একভাগ
- খ. ছয় ভাগের একভাগ
- গ. তিন ভাগের একভাগ
- ঘ. চার ভাগের একভাগ
130. মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষা স্তরের (First line of defence) অন্তর্ভুক্ত নয় কোনটি?
- ক. লাইসোজাইম (LYSOZYME)
- খ. গ্যাসট্রিক জুস (GASTRIC JUICE)
- গ. সিলিয়া (CILIA)
- ঘ. লিস্ফোসাইট (LYMPHOCYTES)
131. নিচের কোনটি ভাইরাসের (VIRUS) জন্য সত্য নয়?
- ক. ডি.এন.এ বা আর.এন.এ থাকে
- খ. শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করে
- গ. স্ফটিক দানায় রূপান্তরিত (CRYSTALIZATION)
- ঘ. রাইবোজাম (Ribosome) থাকে
132. তাপ ইঞ্জিনের কাজ -
- ক. যান্ত্রিক শক্তিকে তাপশক্তিকে রূপান্তর
- খ. তাপ শক্তিকে যান্ত্রিক রূপান্তর
- গ. বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
- ঘ. তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর
133. শূণ্য মাধ্যমে শব্দের বেগ কত?
- ক. ২৮০ m/s
- খ. ০
- গ. ৩৩২ m/s
- ঘ. ১১২০ m/s
134. দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবালের অন্তর্ভুক্তি, কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে?
- ক. হাইপো-থাইরয়ডিজম (HYPOTHYROIDISM)
- খ. রাতকানা
- গ. এনিমিয়া
- ঘ. কোয়াশিয়রকর (KWASHIORKOR)
135. গ্রীন হাউস কী?
- ক. কাঁচের তৈরী ঘর
- খ. সবুজ আলোর আলোকিত ঘর
- গ. সবুজ ভবনের নাম
- ঘ. সবুজ গাছপালা
- ক. হাইড্রোজেন
- খ. অক্সিজেন
- গ. ক্লোরিন
- ঘ. ব্রোমিন
137. নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?
- ক. ফিশন
- খ. মেসন
- গ. ফিউশন
- ঘ. ফিউশন ও মেস
138. ধরিত্রি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. আফ্রিকার জোহানেসবার্গে
- খ. ব্রাজিলের রিওডিজেনিরোতে
- গ. ইটালির রোমে
- ঘ. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
139. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশী?
- ক. মেরু অঞ্চলে
- খ. বিষুব অঞ্চলে
- গ. পাহাড়ের ওপর
- ঘ. পৃথিবীর কেন্দ্রে
140. প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে?
- ক. ৪০-৫০ ভাগ
- খ. ৬০-৭০ ভাগ
- গ. ৮০-৯০ ভাগ
- ঘ. ৩০-২৫ ভাগ
141. চা পাতায় কোন ভিটামিন থাকে?
- ক. ভিটামিন ‘ই’
- খ. ভিটামিন ‘কে’
- গ. ভিটামিন বি কমপ্লেক্স
- ঘ. ভিটামিন ‘এ’
142. কম্পিউটার সি.পি.ইউ (CPU)-এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
- ক. এ.এল.ইউ (ALU)
- খ. কন্ট্রোল ইউনিট (Control unit)
- গ. রেজিস্ট্রার সেট (Register set)
- ঘ. কোনটি নয়
144. কোনটি অপারেটিং সিস্টেম নয় -
- ক. C
- খ. DOS
- গ. CP/M
- ঘ. XENIX
145. ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব
- ক. নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার
- খ. একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার
- গ. ব্যবহারকারীর চাহিদা অনুযাায়ী কম্পিউটিং সেবা দেয়া
- ঘ. উপরের কোনটিই নয়
- ক. ১২৮
- খ. ৩২
- গ. ১২
- ঘ. ৬
147. নীচের কোনটি ইনপুট ডিভাইস?
- ক. OMR
- খ. COM
- গ. Plotter
- ঘ. Monitor
148. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্ষিষ্ট করা যায়?
- ক. ২৫৬টি
- খ. ৪০৯৬টি
- গ. ৬৫৫৩৬টি
- ঘ. ৪২৯৪৯৬৭২৯৬টি
149. এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক?
- ক. এটির নির্মাতা গুগল
- খ. এটি লিনাক্স কার্নেল নির্ভর (Linux)
- গ. এটি প্রধানত টাচ স্কিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি
- ঘ. উপরের সবগুলো সঠিক
150. আই, ও, এস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
- ক. অ্যাপেল
- খ. গুগল
- গ. মাইক্রোসফট
- ঘ. আই,বিিএম