৩৭তম বিসিএস প্রিলি
151. EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরী ব্যবহার হতো?
- ক. RAM
- খ. ROM
- গ. Mercury Delay lines
- ঘ. Registors
152. ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৯০ সালে
- খ. ১৯৮৮ সালে
- গ. ১৯৯৪ সালে
- ঘ. ১৯৯৮ সালে
153. ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP -এর পূর্ণরূপ কি?
- ক. Simple Message Transmission Protocol
- খ. Strategic Mail Transfer Protocol
- গ. Strategic Mail Transmission Protocol
- ঘ. Simple Mail Transfer Protocol
154. TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
- ক. প্রোগ্রাম
- খ. প্রোটোকল
- গ. প্রোগ্রামিং
- ঘ. ফ্লোচার্ট
155. Puch এবং Pop নীচের কার সাথে সম্পর্কিত?
- ক. Queue
- খ. Stack
- গ. Union
- ঘ. Array
156. ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি-
- ক. তামার তার
- খ. অপটিক্যাল ফাইবার
- গ. তারহীন সংযোগ
- ঘ. উপরের সবকটি
157. কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হবে, বৈঠা ব্যবহার করতে হবে -
- ক. পিছনে
- খ. সামনে
- গ. ডান পাশ্র্বে
- ঘ. বাম পাশ্র্বে
158. Telephone: Cable :: Radio:?
- ক. Microphone
- খ. Wireless
- গ. Electricity
- ঘ. Wire
159. কোন বানানটি শুদ্ধ?
- ক. Achievment
- খ. Acheiment
- গ. Achievement
- ঘ. Acheivement
160. একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশী কষ্ট হবে?
- ক. টেনে নেয়া ব্যক্তির
- খ. ঠেলে নেয়া ব্যক্তির
- গ. দুজনের সমান কষ্ট হবে
- ঘ. কোনটিই নয়
- ক. সুবিদিত
- খ. সুগঠিত
- গ. সুবিনীত
- ঘ. বিধিত
162. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?
- ক. দায়িত্বশীলতা
- খ. নৈতিকতা
- গ. দক্ষতা
- ঘ. সরলতা
163. আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?
- ক. সত্য ও ন্যায়
- খ. স্বার্থকতা
- গ. শঠতা
- ঘ. অসহিষ্ণুতা
164. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
- ক. রাজনীতি
- খ. বুদ্ধিজীবী সম্প্রদায়
- গ. সংবাদ মাধ্যম
- ঘ. যুবশক্তি
165. সরকারী সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?
- ক. বিশ্বস্ততা
- খ. সৃজনশীলতা
- গ. নিরপেক্ষতা
- ঘ. জবাবদিহিতা
166. UNDP সুশাসন নিশ্চিতকরণের কয়টি উপাদান উল্লেখ করেছে?
- ক. ৬টি
- খ. ৭টি
- গ. ৮টি
- ঘ. ৯টি
167. কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?
- ক. পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
- খ. আইনের শাসন
- গ. সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা
- ঘ. অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ
168. সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?
- ক. যথাসময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
- খ. দাপ্তরিক কাজে কোন অবৈধ সুবিধা গ্রহণ না করা
- গ. নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
- ঘ. ঊধ্র্বতন কর্তৃপক্ষের যেকোনো নির্দেশ প্রতিপালন করা
169. নৈতিক শক্তির প্রধান উপাদান কি?
- ক. সততা ও নিষ্ঠা
- খ. কর্তব্যপরায়ণতা
- গ. মায়া ও মমতা
- ঘ. উদারতা
- ক. এরিস্টটল
- খ. জন স্টুয়ার্ট মিল
- গ. ম্যাককরনী
- ঘ. মেকিয়াভেলী
171. জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো-
- ক. সুশাসন
- খ. আইনের শাসন
- গ. রাজনীতি
- ঘ. মানবাধিকার
- ক. 2 < x < 3
- খ. - 3 < x < - 2
- গ. x < 2
- ঘ. x < 3