প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা মুক্তিযোদ্ধা কোটা

52. বাক্য সংকোচন কী?

  • ক. ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি
  • খ. অসম্পূর্ণ বাক্য
  • গ. ক্ষুদ্রতম বাক্য
  • ঘ. একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা

53. 125 এর 125% কত?

  • ক. 13.25
  • খ. 131.25
  • গ. 150
  • ঘ. 156.25

54. কোন বানানটি শুদ্ধ?

  • ক. অসমীচীন
  • খ. অসমিচিন
  • গ. অসমীচিন
  • ঘ. অসমিচীন

56. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল-

  • ক. জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
  • খ. জাতিপুঞ্জ সৃষ্টি করা
  • গ. অটোম্যানের জায়গা দখল করা
  • ঘ. ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন

57. মনমাঝি-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • ক. মনের মাঝি
  • খ. মন রূপ মাঝি
  • গ. মন মাঝির ন্যায়
  • ঘ. মন ও মাঝি

58. কোন বানানটি শুদ্ধ?

  • ক. মুমুর্ষূ
  • খ. মূমূর্ষ
  • গ. মূমূর্ষু
  • ঘ. মুমূর্ষু

59. Find the correct sentence :

  • ক. Over a billion people uses Microsoft Windows Operating Systems.
  • খ. Over a billion people use Microsoft Windows Operating Systems.
  • গ. Over a billion peoples use Microsoft Windows Operating Systems.
  • ঘ. Over a billion people using Microsoft Windows Operating Systems.

60. “ অ্যাবাকাস” কী?

  • ক. হাঁস-মুরগীর ভাইরাস জনিত একটি রোগ
  • খ. এক প্রকার সুমিষ্ট ফল
  • গ. এক প্রকার গণনা যন্ত্র
  • ঘ. ল্যাটিন আমেরিকার একটি ক্ষুদ্র দেশ

63. বাংলা ভাষার মধ্যযুগ-

  • ক. 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ
  • খ. 600 থেকে 1200 খ্রিস্টাব্দ
  • গ. 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ
  • ঘ. 800 থেকে 1000 খ্রিস্টাব্দ

64. কম্পিউটারে কোনটি নেই?

  • ক. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
  • খ. নির্ভুল কাজ করার ক্ষমতা
  • গ. স্মৃতি
  • ঘ. বুদ্ধি

65. 0.9623 - 31 = কত?

  • ক. -30.0377
  • খ. -29.0377
  • গ. -32.8246
  • ঘ. -31.0377

66. Choose the word correctly spelt.

  • ক. Soverignty
  • খ. Sovereignty
  • গ. Sovereiginity
  • ঘ. Soverinty

71. ‘কলসটি কানায় কানায় পূর্ণ’ - কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে সপ্তমী
  • খ. স্থানাধিকরণে সপ্তমী
  • গ. ভাবাধিকরণে সপ্তমী
  • ঘ. কালাধিকরণে সপ্তমী

72. He writes a letter. In this sentence, ' write' is a -

  • ক. Transitive verb
  • খ. Intransitive verb
  • গ. Principle verb
  • ঘ. Auxiliary verb

73. In order to access the world wide web you need -

  • ক. An Internet connection, an Internet service provider & Browser
  • খ. Internet Explorer
  • গ. Modem & Browser
  • ঘ. Nothing

75. শশব্যস্ত কোন সমাস?

  • ক. কর্মধারয়
  • খ. তৎপুরুষ
  • গ. বহুব্রীহি
  • ঘ. অব্যয়ীভাব


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics