বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার উপসহকারী প্রকৌশলী প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা
51. বাংলাদেশে সরাসরি সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ -
- ক. যুক্তরাষ্ট্র
- খ. জাপান
- গ. চীন
- ঘ. কানাডা
52. জাতীয় সংসদ ভবন কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত?
- ক. ১৮০ একর
- খ. ২১৫ একর
- গ. ২০১ একর
- ঘ. ২১৯ একর
53. মোনলিসা ছবিটির শিল্পী হলেন -
- ক. টিশিয়ান
- খ. র্যাফায়েল
- গ. মাইকেল এঞ্জোলো
- ঘ. লিওনার্দো দ্যা-ভিঞ্চি
54. ওয়ারী-বটেশ্বরের সভ্যতা কত প্রাচীন?
- ক. ২৫০০ বছর
- খ. ১০০০ বছর
- গ. ৩০০০ বছর
- ঘ. ১৫০০ বছর
55. কোন বাঙালি নেতার নামের আগে নেতাজী বলা হয়?
- ক. চিত্ররঞ্জন দাস
- খ. এ, কে ফজলুল হক
- গ. মণি সিংহ
- ঘ. সুভাসচন্দ্র বসু
56. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ কত সাল পর্যন্ত?
- ক. ১৯৫৫ সাল
- খ. ১৯৫২ সাল
- গ. ১৯৬৬ সাল
- ঘ. ১৯৬৯ সাল
57. ‘আলোকিত মানুষ চাই’ এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান?
- ক. বিকেএসপি
- খ. বিশ্বসাহিত্য কেন্দ্র
- গ. জাতীয় গ্রন্থ কেন্দ্র
- ঘ. জাতীয় পাবলিক লাইব্রেরি
58. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন -
- ক. পুলিশ
- খ. ইস্টবেঙ্গল রেজিমেন্ট
- গ. ই. পি. আর
- ঘ. আনসার ভিডিপি
59. মুক্তিযুদ্ধে প্রথম শ্রত্রুমুক্ত জেলা হলো -
- ক. কুমিল্লা
- খ. পঞ্চগড়
- গ. যশোর
- ঘ. টাঙ্গাইল
60. মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে -
- ক. রবিবার
- খ. সোমবার
- গ. মঙ্গলবার
- ঘ. বুধবার
61. মোশে দায়ান কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
- ক. শ্রীলংকা
- খ. উত্তর কোরিয়া
- গ. চীন
- ঘ. ইসরাইল
62. “রাজা মারে না “ এই উক্তিটি কোন দেশের সংবিধানে উল্লেখ আছে?
- ক. জাপান
- খ. নেপাল
- গ. থাইল্যান্ড
- ঘ. গ্রেট ব্রিটেন
63. ইউরোপীয় ইউনিয়নভু্ক্ত দেশের সংখ্যা কত?
- ক. ২৭টি
- খ. ২৫টি
- গ. ১৩টি
- ঘ. ২১টি
64. ‘রিংগিত’ কোন দেশের মুদ্রার নাম?
- ক. মালয়েশিয়া
- খ. তুরস্ক
- গ. ইন্দোনেশিয়া
- ঘ. সিরিয়া
65. ইনডেমনিটি অধ্যাদেশে বাতিল করা হয় কত সালে?
- ক. ১৯৯৬ সালে
- খ. ১৯৯৫ সালে
- গ. ১৯৯১ সালে
- ঘ. ১৯৯৮ সালে
66. ব্যাকরণের মূল উদ্দেশ্য হলো -
- ক. ভাষাবোধ সৃষ্টি করা
- খ. ভাষার ইতিহাস বর্ণনা করা
- গ. ভাষাকে জানা ও বুঝা
- ঘ. ভাষার মাধুর্য তুলে ধরা
68. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
- ক. কবিতার পঙক্তিতে
- খ. গানের কলিতে
- গ. গল্পের বর্ণনায়
- ঘ. নাটকের সংলাপে
- ক. মরীচিকা
- খ. মরীচীকা
- গ. মরিচীকা
- ঘ. মরিচিকা
70. ‘মনসামঙ্গল’ কাব্যের একজন প্রধান রচয়িতা হলেন -
- ক. দ্বিজ মাধব
- খ. রামদাস আদক
- গ. ময়ূর ভট্ট
- ঘ. বিজয় গুপ্ত
71. ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যের নায়িকার নাম -
- ক. মধুমালা
- খ. রুপাই
- গ. সাজু
- ঘ. দুলী
72. ‘ষ্ণ’ সংযুক্ত ব্যঞ্জন বর্ণটি কীভাবে গঠিত হয়েছে?
- ক. ষ + ঞ
- খ. ষ্ + ঞ
- গ. ষ + ণ
- ঘ. ষ্ + ম
73. ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. অক্ষয় কুমার দত্ত
- গ. বুদ্ধদেব বসু
- ঘ. প্রথম চৌধুরী
74. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
- ক. আধুনিক যুগ
- খ. মধ্যযুগ
- গ. মধ্য বর্তমান যুগ
- ঘ. প্রাচীন যুগ
- ক. প্রাদি
- খ. তৎপুরুষ
- গ. কর্মধারয়
- ঘ. ব্যতিহার বহুব্রীহি