প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের স্টোরম্যান
52. x2 + 7x + 12 = 0 সমীকরণটির উৎপাদক -
- ক. (x+3) (x+4)
- খ. (x+3) (x-4)
- গ. (x-3) (x+4)
- ঘ. (x-3) (x-4)
- ক. ৫ মিটার
- খ. ১০ মিটার
- গ. ১৫০ মিটার
- ঘ. ১০০ মিটার
54. কান্তজীউ মন্দির কোন জেলায় অবস্থিত?
- ক. রাঙামাটি
- খ. দিনাজপুর
- গ. জয়পুরহাট
- ঘ. কুমিল্লা
55. জন্ডিসে কোন অঙ্গটি আক্রান্ত হয়?
- ক. যকৃত
- খ. ফুসফুস
- গ. হৃৎপিণ্ড
- ঘ. চোখ
56. বাংলাদেশের কোন শহরটিকে প্রথম ‘সাইবার সিটি’ বলা হয়?
- ক. সিলেট
- খ. ঢাকা
- গ. চট্রগ্রাম
- ঘ. রাজশাহী
- ক. যুক্তরাজ্য
- খ. চীন
- গ. সুইজারল্যান্ড
- ঘ. জাপান
58. বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি?
- ক. ১৪ ডিসেম্বর
- খ. ১৬ ডিসেম্বর
- গ. ২১ ডিসেম্বর
- ঘ. ২৩ ডিসেম্বর
59. সাবমেরিন ক্যাবল ব্যবহারের কারণ -
- ক. নৌচলাচলের বিপদ সংকেত
- খ. জাহাজ চলাচলের সুবিধা
- গ. ইন্টারনেট সংযোগ
- ঘ. কোনোটিই নয়
60. মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত?
- ক. মেহেরপুর
- খ. কুষ্টিয়া
- গ. চুয়াডাঙ্গা
- ঘ. ঢাকা
61. বাংলাদেশ সর্বপ্রথম কোন দলের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়লাভ করে?
- ক. শ্রীলংকা
- খ. জিম্বাবুয়ে
- গ. ওয়েস্ট ইন্ডিজ
- ঘ. অস্ট্রেলিয়অ
62. মসজিদের শহর বলা হয় কোনটিকে?
- ক. রিয়াদ
- খ. জাকার্তা
- গ. ঢাকা
- ঘ. ইস্তানবুল
63. অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনসারে বাংলাদেশের মাথা পিছু আয় কত মার্কিন ডলার?
- ক. ১৩২০
- খ. ১৩৪৪
- গ. ১৪৬৬
- ঘ. ১৫৮০
64. BEPZA অর্থ কি?
- ক. Bangladesh Export Processing Zone Authority
- খ. Bangladesh Export Processing Zone Area
- গ. Bangladesh Export Procuring Zone Area
- ঘ. Bangladesh Export Procuring Zone Authority
65. আলবেনিয়ার রাজধানীর নাম কি?
- ক. ভিয়েনা
- খ. তিরানা
- গ. স্টকহোম
- ঘ. জুরিখ
66. বেলজিয়ামের মুদ্রার নাম কি?
- ক. ডলার
- খ. পাউন্ড
- গ. ইউরো
- ঘ. ফ্রা
67. ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি?
- ক. আমাজান
- খ. টেমস
- গ. রাইন
- ঘ. ভলগা
68. নাইজেরিয়ার মুদ্রার নাম কি?
- ক. নাইরান
- খ. নাইরি
- গ. নাইর
- ঘ. নাইরা
There are no comments yet.