খেলাধুলা
76. ওয়ানডে ক্রিকেটে 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' আউট হওয়া ভারতীয় ক্রিকেটার কে?
- ক. কপিল দেব
- খ. মোহাম্মদ আজাহার উদ্দীন
- গ. রবিন সিং
- ঘ. মহিন্দর অমরনাথ
উত্তরঃ মহিন্দর অমরনাথ
77. এক টেস্টে সর্বাধিক ক্যাচ (৮টি) ধরার অধিকারী কে?
- ক. স্টিভেন স্মীথ (অস্ট্রেলিয়া)
- খ. মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা)
- গ. আজিঙ্কা রাহানে (ভারত)
- ঘ. এ বি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
উত্তরঃ আজিঙ্কা রাহানে (ভারত)
78. ২০১৪-১৫ মৌসুমে UEFA বর্ষসেরা খেলোয়াড় কে?
- ক. নেইমার
- খ. লুইস সুয়ারেজ
- গ. লিউনেল মেসি
- ঘ. ক্রিশ্চিয়ানো রোনালদো
উত্তরঃ লিউনেল মেসি
79. ২০১৪-১৫ মৌসুমে বর্ষসেরা গোলের গোলদাতা কে?
- ক. Eden Hazard
- খ. Robert Lewandowski
- গ. Cristiano Ronaldo
- ঘ. Leonel Messi
উত্তরঃ Leonel Messi
80. বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ ২০১৫ এর শীর্ষ স্বর্ণপদক জয়ী দেশ কোনটি?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. চীন
- গ. কেনিয়া
- ঘ. জ্যামাইকা
উত্তরঃ কেনিয়া
81. বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ ২০১৫ এর দ্রুত মানব কে?
- ক. জাস্টিন গ্যাটালিন
- খ. উসাইন বোল্ট
- গ. টাইসন গে
- ঘ. আসাফা পাওয়েল
উত্তরঃ উসাইন বোল্ট
82. বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ ২০১৫ এর দ্রুত মানবী কে?
- ক. Dafne Schippers
- খ. Shelly-Ann Fraser-Pryce
- গ. Natasha Morrison
- ঘ. Veronica Campbell-Brown
উত্তরঃ Shelly-Ann Fraser-Pryce
83. বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ ২০১৫ এর ম্যারাথনে স্বর্ণপদক জয়ী কে?
- ক. Yemane Tsegay
- খ. Munyo Solomon Mutai
- গ. Ghirmay Ghebreslassie
- ঘ. Ruggero Pertile
উত্তরঃ Ghirmay Ghebreslassie
84. ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে 'ট্রিপল-ট্রিপল' জয় করেন কোন অ্যাথলেট?
- ক. জাস্টিন গ্যাটালিন
- খ. উসাইন বোল্ট
- গ. টাইসন গে
- ঘ. আসাফা পাওয়েল
উত্তরঃ উসাইন বোল্ট
85. ২০১৪-১৫ মৌসুমে ইউরোপীয় ক্লাব অ্যাসোসিয়েশন কর্তৃক মনোনীত বর্ষসেরা ক্লাব কোনটি?
- ক. রিয়াল মাদ্রিদ (স্পেন)
- খ. বায়ার্ন মিউনিখ (জার্মানি)
- গ. বার্সিলোনা (স্পেন)
- ঘ. আর্সেনাল (ইংল্যান্ড)
উত্তরঃ বার্সিলোনা (স্পেন)
86. বর্তমানে (২০১৬) FIFA'র প্রেসিডেন্ট কে?
- ক. মিশেল প্লাতিনি
- খ. ডিয়াগো ম্যারাডোনা
- গ. জিয়ান্নি ইনফান্তিনো
- ঘ. ইয়োহান ক্রুইফ
উত্তরঃ জিয়ান্নি ইনফান্তিনো
87. ১৩তম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- ক. শ্রীলংকা
- খ. পাকিস্তান
- গ. বাংলাদেশ
- ঘ. ভারত
উত্তরঃ ভারত
88. ১৩তম এশিয়া কাপ ক্রিকেটে রানার্স আপ হয় কোন দেশ?
- ক. শ্রীলংকা
- খ. পাকিস্তান
- গ. বাংলাদেশ
- ঘ. ভারত
উত্তরঃ বাংলাদেশ
89. ১৩তম এশিয়া কাপ ক্রিকেটে 'ম্যান অব দ্য টুর্নামেন্ট' হন কে?
- ক. সাব্বির রহমান (বাংলাদেশ)
- খ. শহীদ খান আফ্রিদি (পাকিস্তান)
- গ. বিরাট কোহলি (ভারত)
- ঘ. লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা)
উত্তরঃ সাব্বির রহমান (বাংলাদেশ)
90. টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- তিন ধরনের ক্রিকেটেই সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশী কে?
- ক. সাকিব আল হাসান
- খ. মেহেরাব হোসেন অপি
- গ. মুশফিকুর রহিম
- ঘ. তামিম ইকবাল খান
উত্তরঃ তামিম ইকবাল খান
91. টি২০ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান কে?
- ক. সাকিব আল হাসান
- খ. মুশফিকুর রহিম
- গ. মাহমুদউল্লাহ রিয়াদ
- ঘ. তামিম ইকবাল খান
উত্তরঃ তামিম ইকবাল খান
92. টি২০ বিশ্বকাপ ২০১৬ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- ক. দক্ষিণ আফ্রিকা
- খ. অস্ট্রেলিয়া
- গ. ইংল্যান্ড
- ঘ. ওয়েষ্ট ইন্ডিজ
উত্তরঃ ওয়েষ্ট ইন্ডিজ
93. টি২০ বিশ্বকাপ ২০১৬ রানার্স আপ হয় কোন দেশ?
- ক. ভারত
- খ. অস্ট্রেলিয়া
- গ. ইংল্যান্ড
- ঘ. দক্ষিন আফ্রিকা
উত্তরঃ ইংল্যান্ড
94. টি২০ বিশ্বকাপ ২০১৬ এর ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে?
- ক. বিরাট কোহলি (ভারত)
- খ. ক্রিস গেইল (ওয়েষ্ট ইন্ডিজ)
- গ. শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)
- ঘ. জো রুট (ইংল্যান্ড)
উত্তরঃ বিরাট কোহলি (ভারত)
95. ইএসপিএন ক্রিকইনফোর ব্যবহারকারীদের ভোটে ২০১৬ সালে বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হন কে?
- ক. জাসপ্রিত বুমরা (ভারত)
- খ. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
- গ. কুইটন ডি কক (দক্ষিন আফ্রিকা)
- ঘ. জস হ্যাজালেউড (অস্ট্রেলিয়া)
উত্তরঃ মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
96. আন্তর্জাতিক টি-টোয়ান্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে শততম ম্যাচ খেলে কোন দল?
- ক. ইংল্যান্ড
- খ. অস্ট্রেলিয়া
- গ. ভারত
- ঘ. পাকিস্তান
উত্তরঃ পাকিস্তান
97. টোটাল ফুটবলের জনক ইয়োহান ক্রুইফ কবে মৃত্যুবরণ করেন?
- ক. ২০ মার্চ ২০১৬
- খ. ১৮ মার্চ ২০১৬
- গ. ২৪ মার্চ ২০১৬
- ঘ. ৩০ মার্চ ২০১৬
উত্তরঃ ২৪ মার্চ ২০১৬
98. ২০১৬ সালের ফরাসি ওপেনের পুরুষ এককের চ্যাম্পিয়ন কে?
- ক. রাফায়েল নাদাল
- খ. অ্যান্ডি মারে
- গ. রজার ফেদেরার
- ঘ. নোভাক জোকোভিচ
উত্তরঃ নোভাক জোকোভিচ
99. ২০১৬ সালের ফরাসি ওপেনের মহিলা এককের চ্যাম্পিয়ন কে?
- ক. মারিয়া শারাপোভা
- খ. সেরেনা উইলিয়ামস
- গ. গারবিন মুগুরুজা
- ঘ. মার্টিনা হিঙ্গিস
উত্তরঃ গারবিন মুগুরুজা