খেলাধুলা
53. বিশ্বকাপ ফুটবল ২০১৮ কবে অনুষ্ঠিত হয়?
- ক. ১০ জুলাই-১০ আগস্ট ২০১৮
- খ. ১১ জুন-১১জুলাই ২০১৮
- গ. ১৪ জুন-১৫ জুলাই ২০১৮
- ঘ. ১০ জুন-১০ জুলাই ২০১৮
উত্তরঃ ১৪ জুন-১৫ জুলাই ২০১৮
56. বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর উদ্বোধনী ম্যাচ কবে অনুষ্ঠিত হয়?
- ক. ১০ জুন ২০১৮
- খ. ১২ জুন ২০১৮
- গ. ১৪ জুন ২০১৮
- ঘ. ১৫ জুন ২০১৮
উত্তরঃ ১৪ জুন ২০১৮
57. বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর ফাইনাল ম্যাচ কবে অনুষ্ঠিত হয়?
- ক. ১০ জুলাই ২০১৮
- খ. ১৫ জুলাই ২০১৮
- গ. ১২ জুলাই ২০১৮
- ঘ. ১৪ জুলাই ২০১৮
উত্তরঃ ১৫ জুলাই ২০১৮
58. বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর উদ্বোবধী ও ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?
- ক. সেন্ট্রাল স্টেডিয়াম (ইয়েকাতেরিনবার্গ)
- খ. কালিনিগ্রাদ স্টেডিয়াম (কালিনিগ্রাদ)
- গ. জেনিথ এরিনা (সেন্ট পিটার্সবার্গ)
- ঘ. লুঝিনিকি স্টেডিয়াম (মস্কো)
উত্তরঃ লুঝিনিকি স্টেডিয়াম (মস্কো)
60. ২০১৫ সালের ইউএস ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?
- ক. রজার ফেদেরার
- খ. রাফায়েল নাদাল
- গ. নোভাক জকোভিচ
- ঘ. অ্যান্ডি মারে
উত্তরঃ নোভাক জকোভিচ
61. টি২০ বিশ্বকাপ ২০১৬ কখন অনুষ্ঠিত হয়?
- ক. ১৬ ফেব্রুয়ারি-১০ মার্চ ২০১৬
- খ. ১১ মার্চ-৩ এপ্রিল ২০১৬
- গ. ১৫ মার্চ-৮ এপ্রিল ২০১৬
- ঘ. ১০ মার্চ-৫ এপ্রিল ২০১৬
উত্তরঃ ১১ মার্চ-৩ এপ্রিল ২০১৬
62. ২০১৫ সালের ইউএস ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে?
- ক. মারিয়া শারাপোভা
- খ. সেরেনা উইলিয়ামস
- গ. ফ্লাভিয়া পেনেত্তা
- ঘ. ক্যারোলিন ওজিনিয়াকি
উত্তরঃ ফ্লাভিয়া পেনেত্তা
63. ওয়ানডে ক্রিকেটে 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' আউট হওয়া প্রথম ব্যাক্তি কে?
- ক. হাসান তিল্কারত্নে
- খ. ডেনিস লিলি
- গ. রমিজ রাজা
- ঘ. কপিল দেব
উত্তরঃ রমিজ রাজা
64. টি২০ বিশ্বকাপ ২০১৬ কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. বাংলাদেশ
- খ. অস্ট্রেলিয়া
- গ. দক্ষিণ আফ্রিকা
- ঘ. ভারত
উত্তরঃ ভারত
66. এ পর্যন্ত (২০১৫) কতজন ওয়ানডে ক্রিকেটে 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' আউট হয়েছেন?
- ক. ৪ জন
- খ. ৬ জন
- গ. ৮ জন
- ঘ. ৫ জন
উত্তরঃ ৬ জন
68. ২০১৬ সালের ১১তম আইসিসি অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- ক. ভারত
- খ. ওয়েস্ট ইন্ডিজ
- গ. বাংলাদেশ
- ঘ. দক্ষিন আফ্রিকা
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ
69. ২০১৬ সালের ১১তম আইসিসি অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হন কে?
- ক. সরফরাজ খান (ভারত)
- খ. গিডরন পোপ (ওয়েস্ট ইন্ডিজ)
- গ. উমির মাসুদ (পাকিস্তান)
- ঘ. মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)
উত্তরঃ মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)
70. টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেন কে?
- ক. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
- খ. মিসবাহ-উল-হক (পাকিস্তান)
- গ. ভিভ রিচার্ড (ওয়েস্ট ইন্ডিজ)
- ঘ. ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)
উত্তরঃ ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)
71. ২০১৬ সালের অস্ট্রেলিয়ান অপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে?
- ক. রজার ফেদেরার
- খ. রাফায়েল নাদাল
- গ. নোভাক জকোভিচ
- ঘ. স্তানিলাস ভাভরিঙ্কা
উত্তরঃ নোভাক জকোভিচ
72. ২০১৬ সালের অস্ট্রেলিয়ান অপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে?
- ক. পেত্রা কেভিতোভা
- খ. সেরেনা উইলিয়ামস
- গ. মারিয়া শারাপোভা
- ঘ. অ্যাঞ্জেলিকা কারবার
উত্তরঃ অ্যাঞ্জেলিকা কারবার
73. বিশ্বের প্রথম শহর হিসেবে গ্রীষ্ম ও শীতকালীন অলিম্পিকের আয়োজক--
- ক. টোকিও (জাপান)
- খ. বেইজিং (চীন)
- গ. মস্কো, (রাশিয়া)
- ঘ. লন্ডন (যুক্তরাজ্য)
উত্তরঃ বেইজিং (চীন)
74. টেস্ট ইতিহাসে 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান কে?
- ক. রমিজ রাজা
- খ. স্যার লেন হাটন
- গ. ডেনিস লিলি
- ঘ. মহিন্দর অমরনাথ
উত্তরঃ স্যার লেন হাটন
75. ২০২২ সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. টোকিও (জাপান)
- খ. বেইজিং (চীন)
- গ. এথেন্স (গ্রিস)
- ঘ. লন্ডন (যুক্তরাজ্য)
উত্তরঃ বেইজিং (চীন)