প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণায়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল কম্পিউটার সিভিল ও ইলেকট্রনিক্স টিটিসি
76. ‘চিকনগুনিয়া’ কিসের মাধ্যমে ছড়ায়?
- ক. এডিস মশার মাধ্যমে
- খ. পানির মাধ্যমে
- গ. বানরের মাধ্যমে
- ঘ. বাতাসের মাধ্যমে
77. দুই সংখ্যার গ. সা. গু. ও ল. সা. গু. যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ৩৬ হলে অপরটি কত?
- ক. ১০
- খ. ১৫
- গ. ২০
- ঘ. ৩০
79. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
- ক. ১০টি
- খ. ১১টি
- গ. ০৯টি
- ঘ. ০৬টি
80. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে?
- ক. সৈয়দ শামসুল হক
- খ. আব্দুল্লাহ-আল-মামুন
- গ. ইমদাদুল হক মিলন
- ঘ. মুনতাসির মামুন
81. বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের -
- ক. সমান
- খ. দ্বিগুণ
- গ. অর্ধেক
- ঘ. তিনগুণ
82. A poem of fourteen lines is called -
- ক. elegy
- খ. sonnet
- গ. ode
- ঘ. epic
83. ILO সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. লন্ডনে
- খ. জেনেভায়
- গ. রাশিয়ায়
- ঘ. যুক্তরাষ্ট্রে
84. ‘রতন’ চরিত্রটি কোন ছোটগল্পের অন্তগর্ত?
- ক. দুঃখিনী
- খ. কুমুুদিনী
- গ. নষ্টনীড়
- ঘ. পোস্টমাস্টার
85. শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় কোন দেশ হতে?
- ক. সুইডেন
- খ. ফ্রান্স
- গ. ব্রিটেন
- ঘ. নরওয়ে
86. এক কিলোমিটার সমান কত মাইল?
- ক. ০.৯১ মাইল
- খ. ১.৫০ মাইল
- গ. ০.৬৫ মাইল
- ঘ. ০.৬২১ মাইল
87. 'If you read, you will learn'. - This sentence is a - sentence.
- ক. simple
- খ. compound
- গ. complex
- ঘ. negative
88. ‘শ্রীকান্ত’ উপন্যাস এর রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. ধীরেণ বসু
- গ. যোগীন্দ্রনাথ দত্ত
- ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
90. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি?
- ক. চামড়া ও চমড়া জাত পণ্য
- খ. চা
- গ. পাট
- ঘ. তৈরি পোশাক
91. এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর সদর দপ্তর কোন শহরে?
- ক. ঢাকা
- খ. ব্যাংকক
- গ. ম্যানিলা
- ঘ. নয়াদিল্লি
92. 2x + y = 8 এবং 3x - 2y = 5 হলে, x ও y এর মান কত?
- ক. (2,3)
- খ. (2,5)
- গ. (1,2)
- ঘ. (3,2)
94. বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে কোন অঞ্চল বোঝায়?
- ক. দিনাজপুর
- খ. রাজশাহী
- গ. পাবনা
- ঘ. বরিশাল