প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণায়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল কম্পিউটার সিভিল ও ইলেকট্রনিক্স টিটিসি
- ক. The old man was died yesterday.
- খ. The old man had died yesterday.
- গ. The old man has died yesterday.
- ঘ. The old man died yesterday.
2. বিদ্যুৎ শক্তির হিসাব নিকাশে ব্যবহৃত একক -
- ক. অ্যাম্পিয়ার
- খ. ভোল্ট
- গ. কিলোওয়াট ঘণ্টা
- ঘ. ওয়াট
3. ১, ৩, ৫, ৭ অনুক্রমটির ১২ তম পদ কোনটি?
- ক. ১৫
- খ. ২৩
- গ. ২৫
- ঘ. ৩০
5. ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের একজনের নাম উল্লেখ করুন।
- ক. ইকবাল
- খ. আসাদ
- গ. সালাম
- ঘ. নুরহোসেন
6. What is the past participle form of 'put'?
- ক. putted
- খ. putter
- গ. had putter
- ঘ. put
7. ‘সাঁঝের মায়া’ কবিতাটির রচয়িতা কে?
- ক. নূরজাহান বেগম
- খ. শামসুন্নাহার মাহমুদ
- গ. সুফিয়া কামাল
- ঘ. সেলিনা হোসেন
8. ২৬১ টি আম তিন ভাইয়ের মধ্যে ১/৩ঃ১/৫ঃ১/৯ অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে?
- ক. ৪৫
- খ. ৮১
- গ. ৯০
- ঘ. ১৩৫
10. কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি?
- ক. অলীক স্বপ্ন
- খ. চৈত্রমাসের দিনগুলো
- গ. অবসাদ
- ঘ. প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
12. What kind of noun is 'cattle'?
- ক. proper
- খ. Common
- গ. Material
- ঘ. Collective
13. Which one is an interrogative sentence?
- ক. He reads a book
- খ. Does he read a book?
- গ. He has read a book.
- ঘ. He will read a book
14. ‘সূর্য দীঘলবাড়ী’ চলচ্চিত্রের পরিচালক কে?
- ক. শেখ নিয়ামত আলী
- খ. জহির রায়হান
- গ. সুভাষ দত্ত
- ঘ. খান আতা
15. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -
- ক. কম হয়
- খ. খুব কম হয়
- গ. বেশি হয়
- ঘ. একই থাকে
16. The greater the demand - the price.
- ক. the higher
- খ. higher
- গ. the high
- ঘ. high
17. বাংলা ভাষার রচিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
- ক. সমাচার দর্পণ
- খ. সংবাদ প্রভাকর
- গ. দিগদর্শন
- ঘ. ঢাকা প্রকাশ
18. বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ এর নাম কী?
- ক. শাপলা
- খ. বিজয়
- গ. দোয়েল
- ঘ. অ্যাপল
19. যদি A = {১, ২, ৩}, B = {২, ৩, ৫} হয় তবে A\B = কত?
- ক. {২, ৩}
- খ. {৫}
- গ. {১}
- ঘ. {৩, ৫}
20. বাংলা গদ্য সাহিত্য কোন লেখকের রচনা রীতিকে “আলালি ভাষা” আখ্যা দেয়া হয়?
- ক. প্যারীচাঁদ মিত্র
- খ. রাজনারায়ণ বসু
- গ. কালীপ্রসন্ন সিংহ
- ঘ. মাইকেল মধুসূদন দত্ত
- ক. ahead of time
- খ. very quickly
- গ. at the best of times
- ঘ. in good time
22. ‘দত্তা’ উপন্যাসটি কার লেখা?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. রবীন্দ্রনাথ দত্ত
- গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. সুরেন্দ্র পাল
23. বাংলা বর্ণমালাকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়?
- ক. ২ ভাগে
- খ. ৪ ভাগে
- গ. ৩ ভাগে
- ঘ. ৫ ভাগে
24. নিচে উল্লেখিত শব্দজুটির মধ্যে কোনটিকে দ্বিরুক্ত শব্দ বলে?
- ক. কল কাকলি
- খ. মুগ্ধ নয়নে
- গ. পথে প্রান্তরে
- ঘ. হাতে হাতে
25. 'Few and far between' means -
- ক. in between
- খ. long distance
- গ. rarely
- ঘ. short distance