স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী সিভিল
1. ৬০ মিটার দৈর্ঘ্য বাঁশকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে টুকরো গুলির আকার হবে-
- ক. ৮ মিটার, ২২ মিটার, ৩০ মিটার
- খ. ১০ মিটার, ২০ মিটার, ৩০ মিটার
- গ. ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
- ঘ. ১২ মিটার, ২০ মিটার, ২৮ মিটার
- ক. ১.২ কিমি
- খ. ২.৫ কিমি
- গ. ৪ কিমি
- ঘ. ৬ কিমি
5. ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ অংশ হলে শতকরা লাভের পরিমাণ কত?
- ক. ২০%
- খ. ২৫%
- গ. ৩৩%
- ঘ. ৩৫%
- ক. ১৩ টি
- খ. ১৪টি
- গ. ১৫টি
- ঘ. ১৬টি
8. x + y = 4, xy = 5 হলে, (x3 + y3)2 এর মান কত?
- ক. 16
- খ. 4
- গ. 8
- ঘ. 10
- ক. উইলিয়াম অটবেড
- খ. ব্রেইন প্যাসকেল
- গ. হাওয়ার্ড এইকিন
- ঘ. অ্যাবাকাস
- ক. ইনসুলিন
- খ. পেপসিন
- গ. পেনিসিলিন
- ঘ. ইথিলিন
- ক. যকৃত
- খ. কিডনি
- গ. পাকস্থলি
- ঘ. বৃহদান্ত্র
- ক. অ্যামাইনো এসিড
- খ. পলিমার
- গ. জৈব এসিড
- ঘ. অসম্পৃক্ত অ্যালকোহল
14. x + y - 1 = 0, x - y + 1 = 0 এবং y + 3 = 0 সরল রেখাদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজটি -
- ক. সমবাহু
- খ. বিষমবাহু
- গ. সমকোণী
- ঘ. সমদ্বিবাহু
15. যদি কাঁচ পানি অপেক্ষা ২.৫ গুণ বেশি ভারী হয় তবে ৪০ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত?
- ক. ১০০ গ্রাম
- খ. ২৫০ গ্রাম
- গ. ৬০০ গ্রাম
- ঘ. ১০০০ গ্রাম
17. ১ঃ২০০০ স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে। ১.২ কিমি দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে কত হবে?
- ক. ২৪ সেমি
- খ. ৬০ সেমি
- গ. ৬০ মি
- ঘ. ২৪ মি
18. তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় যে যন্ত্রের মাধ্যমে তা হলো -
- ক. অ্যামপ্লিফায়ার
- খ. জেনারেটর
- গ. লাউড স্পিকার
- ঘ. মাইক্রোফোন
- ক. ১০০ সেন্টিগ্রেড
- খ. ৫০ সেন্টিগ্রেড
- গ. ৩২ সেন্টিগ্রেড
- ঘ. ১০ সেন্টিগ্রেড
20. চলার পথে প্রতিবন্ধকের উপস্থিতি কিংবা খাদ্যবস্তুর অবস্থান নির্ণয়ে বাদুড় কি ব্যবহার করে?
- ক. শব্দের তরঙ্গ
- খ. শ্রাব্যতার তরঙ্গ
- গ. শব্দোত্তর তরঙ্গ
- ঘ. উপরের সবগুলো
21. সূর্যাস্তের সময় আমরা সূর্যকে লাল দেখি, কারণ লাল আলোর -
- ক. তরঙ্গ দৈর্ঘ্য কম
- খ. তরঙ্গ দৈর্ঘ্য বেশি
- গ. প্রতিরণ বেশি
- ঘ. কম্পাঙ্ক বেশি
22. মোটর, জেনারেটর ও ট্রান্সফরমার ইত্যাদিতে কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
- ক. অস্থায়ী চুম্বক
- খ. স্থায়ী চুম্বক
- গ. প্রাকৃতিক চুম্বক
- ঘ. সিরামিক চুম্বক
23. কোন অবস্থায় তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত হয়?
- ক. কোনো রকম প্রভাব ছাড়া স্বতঃস্ফূর্তভাবে
- খ. যখন সেটি উত্তপ্ত করা হয়
- গ. যখন কার উপর উচ্চ চাপ প্রয়োগ করা হয়
- ঘ. যখন অন্য পদার্থের সাথে সংঘর্ষ হয়
24. বাংলাদেশের কোন ব্যাংকে সর্বপ্রথম কম্পিউটার স্থাপন করে?
- ক. সোনালী ব্যাংক
- খ. রূপালি ব্যাংক
- গ. ইউনাইটেড ব্যাংক
- ঘ. জনতা ব্যাংক
25. বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয় -
- ক. কপার তার
- খ. এন্টিমনি তার
- গ. টাংস্টেন তার
- ঘ. নাইক্রোম তার