তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
76. মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব কত সালে হারায়?
- ক. ১৯৬২ সালে
- খ. ১৯৮২ সালে
- গ. ১৯৮৬ সালে
- ঘ. ১৯৮৮ সালে
77. ইথারনেট নেটওয়ার্ক Media Access করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
- ক. CSMA/CD
- খ. CSMA/CA
- গ. Demand Priority
- ঘ. Polling
78. What kind of noun 'money' is?
- ক. countable noun
- খ. uncountable noun
- গ. collective noun
- ঘ. proper noun
80. The number of students seeking admission -
- ক. have increased
- খ. have been increased
- গ. has increased
- ঘ. is increased
81. C Programming এ address রাখার জন্য কোনটি সাধারণত ব্যবহৃত হয়?
- ক. break
- খ. pointer
- গ. char
- ঘ. float
82. 10101111 ও 00110011 এর Bitwise OR এর ফলাফল কত?
- ক. 1011 1111
- খ. 00100011
- গ. 01010101
- ঘ. 1111 1111
83. দশমিক পদ্ধতির সংখ্যা 300(10) কে hexadecimal এ রূপান্তর করলে কত হবে?
- ক. C3(16)
- খ. 12C(16)
- গ. C2(16)
- ঘ. A2C(16)
84. C programming language এ নিচের কোনটিকে 'if' দিয়ে replace করা যায়?
- ক. switch
- খ. structure
- গ. return
- ঘ. for
85. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৌতুকরসের গ্রন্থ কোনটি?
- ক. পরিব্রাজক
- খ. লোকরহস্য
- গ. নিভৃতচিন্তা
- ঘ. রত্নরহস্য
86. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ কোনখানি?
- ক. বেতারপঞ্চবিংশতি
- খ. ওরিয়েন্টাল ফেবুলিস্ট
- গ. ইংরেজি বাংলা শব্দকোষ
- ঘ. রাজা প্রতাপাদিত্য চরিত্র
87. মহান মুক্তিযুদ্ধে কতজন মহিলা বীরত্বসূচক খেতাব পান?
- ক. ১ জন
- খ. ২ জন
- গ. ৩ জন
- ঘ. ৫ জন
88. Virtual memory হিসেবে RAM এর পাশাপাশি কোনটি ব্যবহার হয়?
- ক. Cache
- খ. CPU register
- গ. CD ROM
- ঘ. Hard disk
89. C programming এ কোনটি Invalid variable name?
- ক. Average
- খ. No#of-students
- গ. Xzy
- ঘ. y23z
90. স্বতঃসিদ্ধ ‘ণ’ বসেছে কোন শব্দে?
- ক. কারণ
- খ. বারণ
- গ. আপণ
- ঘ. বারণ
91. যে বর্তনী ১-বিট ডাটা সংরক্ষণ করতে পারে তা হলো -
- ক. রেজিস্টার
- খ. এনকোডার
- গ. ডিকোডার
- ঘ. ফ্লিপ-ফ্লপ
92. উল্লিখিত কোনটি database এর Aggregate function?
- ক. where
- খ. sum
- গ. select
- ঘ. from
93. We went out - cold weather.
- ক. despite
- খ. inspite
- গ. besides
- ঘ. although
94. What is the plural form of 'it'?
- ক. ists
- খ. it's
- গ. they
- ঘ. those
95. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার কত তারিখে গঠন করা হয়?
- ক. ২৬ মার্চ ১৯৭১
- খ. ১০ এপ্রিল ১৯৭১
- গ. ১৭ এপ্রিল, ১৯৭১
- ঘ. ১০ মে ১৯৭১
98. মধুসূদন দত্ত রচিত ইতিহাস-আশ্রিত নাটক হচ্ছে -
- ক. বেণীসংহার
- খ. কীর্তিবিলাস
- গ. মালতীমাধব
- ঘ. কৃষ্ণকুমারী