তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
51. Congestion Control কোন layer এ করা হয়?
- ক. Physical
- খ. Data link
- গ. Network
- ঘ. Transport
52. কোন সুলতানের রাজত্বকালে হযরত শাহজালাল (র) সিলেটে ধর্ম প্রচারর জন্য আগমন করেন?
- ক. শামসুদ্দিন ফিরোজ শাহ
- খ. ফকর উদ্দিন মুবারক শাহ
- গ. ইব্রাহিম শাহ
- ঘ. ইলিয়াস শাহ
53. Neither of the books - interesting.
- ক. were
- খ. are
- গ. have
- ঘ. was
54. কোনটি দিয়ে database Table এ uniqueness নিশ্চিত করা হয়?
- ক. Primary key
- খ. Foreign key
- গ. Entity
- ঘ. Relation
55. বাংলাদেশের ই-পাসপোর্টে কত ধরনের নিরাপত্তা ফিচার সংযুক্ত করা হয়?
- ক. ৪০
- খ. ৩৫
- গ. ৩৮
- ঘ. ৪১
56. Object oriented programming এর বৈশিষ্ট্য কোনটি?
- ক. Polymorphism
- খ. Friend function
- গ. Structure
- ঘ. Loop
57. নিচের কোনটি ইমেইল প্রটোকল ?
- ক. SMTP
- খ. IOT
- গ. USB
- ঘ. OTB
58. কোন Routing Protocol এ Dijkstra Algorithm ব্যবহৃত করা হয়?
- ক. ASP
- খ. OSPF
- গ. RIP
- ঘ. IGRP
59. FTP Protocol নিচের কোনটি ব্যবহার করে?
- ক. IP
- খ. TCP
- গ. UDP
- ঘ. SMTP
60. START : MOV AX, BX একটি assembly language instruction। এখানে MOV হলো -
- ক. লেবেল
- খ. সোর্স
- গ. Opcode
- ঘ. ডেসটিনেশন
61. কোনটি Cloud computing এর সাথে সম্পৃক্ত নয়?
- ক. Fog computing
- খ. Paas
- গ. Key board
- ঘ. Saas
62. Change the narration: He said, 'Thank to me'.
- ক. He thanked me.
- খ. He had thanked me.
- গ. He told me that thank you.
- ঘ. He widhed thank to me.
63. C programming Language এ কোনো loop থেকে তৎক্ষণাৎ বের করার জন্য উল্লিখিত কোনটি ব্যবহৃত হয়?
- ক. break
- খ. if
- গ. switch
- ঘ. conitnue
64. ‘স্পষ্ট’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
- ক. গ্রাহ্য
- খ. উহ্য
- গ. সহ্য
- ঘ. গুহ্য
65. কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ?
- ক. দুধভাতে উৎপাত
- খ. নামহীন গোত্রহীন
- গ. অরক্ষিত জনপদ
- ঘ. অবিনাশী আয়োজন
66. নৃত্য-কলায় শিল্পকলা পদক ২০১৮ কে পেয়েছেন?
- ক. রানী সরকার
- খ. রওশন জামিল
- গ. শুকলা সরকার
- ঘ. জুনু খান
67. কোনটি UDP protocol ব্যবহার করে?
- ক. HTTP
- খ. DNS
- গ. SMTP
- ঘ. FTP
69. ‘নারী’ বা ‘মহিলা’ র সমার্থক শব্দ হচ্ছে -
- ক. অঞ্জনা
- খ. কঙ্কণা
- গ. অঙ্গনা
- ঘ. বঙ্গনা
70. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সাব-সেক্টরে ভাগ করা হয়েছিল?
- ক. ৭টি
- খ. ১১টি
- গ. ৬৪টি
- ঘ. ৬৯টি
71. নিচের কোনটি Genetic algorithm এর একটি operator?
- ক. Mutation
- খ. Population
- গ. Gene
- ঘ. Individual
72. নিচের কোনটি সবচেয়ে দ্রুত data transfer করতে পারে?
- ক. RAM
- খ. Hard disk
- গ. CD ROM
- ঘ. Cache Memory
73. Which of the following words can be used as both masculine and feminine?
- ক. actor
- খ. gander
- গ. spinster
- ঘ. spouse
74. চাঁদে অভিযানকারী চতুর্থ দেশ কোনটি?
- ক. চীন
- খ. রাশিয়া
- গ. ইসরাইল
- ঘ. ভারত
75. Array data structure এ কোন ধরনের data রাখা যায়?
- ক. ভিন্ন ধরনের কতগুলো ডাটা
- খ. শুধু pointer ধরনের ডাটা
- গ. Class এর ডাটা
- ঘ. একই ধরনের অনেকগুলো ডাটা