জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর ওয়াচার কনস্টেবল

28. নিচের কোনটি ‘অন্বেষণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ?

  • ক. অণু + এষণ
  • খ. অনু + এষণ
  • গ. অণু + এষন
  • ঘ. অনু + এষন

30. ‘হাজার বছর ধরে’ কোন ধরনের রচনা?

  • ক. উপন্যাস
  • খ. ছোটগল্প
  • গ. আত্মজীবনী
  • ঘ. রেজনামচা

31. ‘অনিন্দ্য’ শব্দের অর্থ কোনটি?

  • ক. নিন্দার অযোগ্য
  • খ. নিন্দার যোগ্য
  • গ. নন্দিত
  • ঘ. নিন্দিত

32. ‘উপযুক্ত মিলন’ বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

  • ক. মণিকাঞ্চন যোগ
  • খ. মন না মতি
  • গ. সোনার সোহাগা
  • ঘ. ক ও খ উভয়ই

33. ‘হস্তি’ শব্দটির বহুবচন কোনটি?

  • ক. হস্তিসকল
  • খ. হস্তিযূথ
  • গ. হস্তিবর্গ
  • ঘ. হস্তিসব

35. ‘লিখিতেছিলেন’ শব্দটির চলিত রূপ কোনটি?

  • ক. লিখতেছিলেন
  • খ. লিখছিলেন
  • গ. লিখেছিলেন
  • ঘ. লিখছিলাম

36. ‘কাছা ঢিলা’ বাগধারাটির অর্থ কী?

  • ক. দুর্বল ব্যক্তি
  • খ. অসাবধান
  • গ. অলস
  • ঘ. মজার বিষয়

38. ‘পোকা-মাকড়’ কোন সমাস যোগে গঠিত শব্দ?

  • ক. দ্বন্দ্ব
  • খ. দ্বিগু
  • গ. কর্মধারয়
  • ঘ. অব্যয়ীভাব

39. ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. দুশ্চেষ্ট
  • খ. দুর্ভাগ্য
  • গ. নিশ্চেষ্ট
  • ঘ. দুর্লভ

40. নিচের কোনটি ‘ষড়ানন’ শব্দের সন্ধিবিচ্ছেদ?

  • ক. ষড় + আনন
  • খ. ষটা + আনন
  • গ. ষড় + আনন
  • ঘ. কোনোটিই নয়


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics