জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর ওয়াচার কনস্টেবল
26. ‘অপচয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
- ক. উপচয়
- খ. সঞ্চয়
- গ. ব্যয়
- ঘ. জমা
28. নিচের কোনটি ‘অন্বেষণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
- ক. অণু + এষণ
- খ. অনু + এষণ
- গ. অণু + এষন
- ঘ. অনু + এষন
29. প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল -।
- ক. বনফুল
- খ. যাযাবর
- গ. বীরবল
- ঘ. ভানুসিংহ
30. ‘হাজার বছর ধরে’ কোন ধরনের রচনা?
- ক. উপন্যাস
- খ. ছোটগল্প
- গ. আত্মজীবনী
- ঘ. রেজনামচা
31. ‘অনিন্দ্য’ শব্দের অর্থ কোনটি?
- ক. নিন্দার অযোগ্য
- খ. নিন্দার যোগ্য
- গ. নন্দিত
- ঘ. নিন্দিত
32. ‘উপযুক্ত মিলন’ বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
- ক. মণিকাঞ্চন যোগ
- খ. মন না মতি
- গ. সোনার সোহাগা
- ঘ. ক ও খ উভয়ই
33. ‘হস্তি’ শব্দটির বহুবচন কোনটি?
- ক. হস্তিসকল
- খ. হস্তিযূথ
- গ. হস্তিবর্গ
- ঘ. হস্তিসব
34. বাংলা ব্যাকরণে পদ রয়েছে - প্রকার।
- ক. ৩
- খ. ৪
- গ. ৫
- ঘ. ৬
35. ‘লিখিতেছিলেন’ শব্দটির চলিত রূপ কোনটি?
- ক. লিখতেছিলেন
- খ. লিখছিলেন
- গ. লিখেছিলেন
- ঘ. লিখছিলাম
36. ‘কাছা ঢিলা’ বাগধারাটির অর্থ কী?
- ক. দুর্বল ব্যক্তি
- খ. অসাবধান
- গ. অলস
- ঘ. মজার বিষয়
37. ‘বন্ধন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
- ক. মুক্ত
- খ. ছিন্ন
- গ. মুক্তি
- ঘ. আসক্তি
38. ‘পোকা-মাকড়’ কোন সমাস যোগে গঠিত শব্দ?
- ক. দ্বন্দ্ব
- খ. দ্বিগু
- গ. কর্মধারয়
- ঘ. অব্যয়ীভাব
39. ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
- ক. দুশ্চেষ্ট
- খ. দুর্ভাগ্য
- গ. নিশ্চেষ্ট
- ঘ. দুর্লভ
40. নিচের কোনটি ‘ষড়ানন’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
- ক. ষড় + আনন
- খ. ষটা + আনন
- গ. ষড় + আনন
- ঘ. কোনোটিই নয়
41. একটি সংখ্যার ৩০% যদি ১৩৫ হয়, তবে সংখ্যাটির ১৫০% কত হবে?
- ক. ৬০০
- খ. ৬৭৫
- গ. ৭৫০
- ঘ. ৮৯০
43. এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে - বলা হয়।
- ক. সূক্ষ্মকোণ
- খ. সমকোণ
- গ. স্থুলকোণ
- ঘ. প্রবৃদ্ধকোণ
45. একটি ত্রিভুজের তিনটি বাহুর কোণের অনুপাত ৫ঃ৬ঃ৭ হলে, বৃহত্তম কোণের পরিমাপ কত ডিগ্রী?
- ক. ৩০
- খ. ৫০
- গ. ৬০
- ঘ. ৭০
- ক. ১২ বছর
- খ. ১৩ বছর‘
- গ. ১৪ বছর
- ঘ. ২৫ বছর
48. দুটি সংখ্যার অনুপাত ৩ঃ৪। তাদের ল.সা.গু. ১০৮। সংখ্যা দুটির যোগফল কত?
- ক. ৫৫
- খ. ৫৬
- গ. ৬০
- ঘ. ৬৩
50. ১৫ জন চাষীর একটি জমির ফসল কাটতে ২১ দিন লাগল। ৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কত দিন লাগবে?
- ক. ৫ দিন
- খ. ৬ দিন
- গ. ৭ দিন
- ঘ. ৮ দিন