বিভিন্ন মন্ত্রণালয়ের উপ সহকারী প্রকৌশলী সিভিল
51. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
- ক. ১৯১১
- খ. ১৯১২
- গ. ১৯১৩
- ঘ. ১৯১৪
52. কান্তজীউ মন্দির কোথায় অবস্থিত?
- ক. কুমিল্লা
- খ. রাজশাহী
- গ. খুলনা
- ঘ. দিনাজপুর
53. কোন দেশটি BIMSTEC এর সদস্য নয়?
- ক. ভারত
- খ. বাংলাদেশ
- গ. থাইল্যান্ড
- ঘ. মালয়েশিয়া
54. The antonym for 'Cruelty' is -
- ক. sympathy
- খ. kindness
- গ. affection
- ঘ. compassion
56. একটি বাঁশের উপরি প্রস্থ ৬ মি. উচ্চতা ২ মি. এবং ঢাল ১ঃ২ হলে বাঁধের নিচের প্রস্থ কত?
- ক. ১৬ মিটার
- খ. ১০ মিটার
- গ. ১২ মিটার
- ঘ. ১৪ মিটার
57. OPEC এর প্রধান কার্যালয় কোথায়?
- ক. জেনেভা
- খ. বার্ন
- গ. ভিয়েনা
- ঘ. তিউনিস
58. বাংলা ও সাহিত্যের আদি নিদর্শন কী?
- ক. মহাভারত
- খ. শূন্যপুরাণ
- গ. চর্যাপদ
- ঘ. শ্রীকৃষ্ণকীর্তন
59. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীর সদস্য ছিলেন?
- ক. পুলিশ
- খ. ইপিআর
- গ. সেনাবাহিনী
- ঘ. বিমান বাহিনী
60. ‘অবরোধবাসিনী’ গ্রন্থটি কার রচনা?
- ক. সেলিনা হোসেন
- খ. বেগম রোকেয়া
- গ. কামিনী রায়
- ঘ. কুসুমকুমারী দাশ
61. যে দেয়াল মাটির Lateral Pressure বহন করে -
- ক. Boundary wall
- খ. Vertical wall
- গ. Shear wall
- ঘ. Retaining wall
62. ‘আগুনের পরশমণি’ উপন্যাসটির ঔপন্যাসিক কে?
- ক. রশীদ করীম
- খ. সৈয়দ শামসুর হক
- গ. হুমায়ূন আহমেদ
- ঘ. শওকত ওসমান
63. জিব্রাল্টার সংলগ্ন দেশ কোনটি?
- ক. ইতালি
- খ. মরক্কো
- গ. স্পেন
- ঘ. গ্রিস
64. একটি Optical Square এর দুটি Mirror এর মধ্যকার কোণ কত?
- ক. 40
- খ. 90
- গ. 180
- ঘ. 120
- ক. 7 to 8
- খ. 5 to 9
- গ. 6.5 to 8.5
- ঘ. 8 to 12
66. ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।’ - কোন কবির রচনা?
- ক. রজনী কান্ত সেন
- খ. দ্বিজেন্দ্রলাল রায়
- গ. কামিনী রায়
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
67. 6N ও 8N দুটি বল পরস্পর 90 কোণে কাজ করছে, উহাদের লব্ধি বল কত হবে?
- ক. 7N
- খ. 9N
- গ. 10N
- ঘ. 11N
68. ধারাবাহিক বদ্ধ কন্টুর রেখার মান যদি বাইরের দিকে বেশিহয়, তবে তা কী নির্দেশ করে?
- ক. উঁচু-নিচু
- খ. পাহাড় বা ঢিলা
- গ. সমতল
- ঘ. পুকুর বা জলাশয়
69. ট্রানজিট থিওডোলাইট কত ডিগ্রি পর্যন্ত কোণ পরিমাপ করতে পারে?
- ক. 360
- খ. 90
- গ. 180
- ঘ. 270
70. কোনো চ্যানেলের মধ্য দিয়ে তরল পদার্থ প্রবাহের সময় উহার Flow Velocity কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?
- ক. Voltmeter`
- খ. manometer
- গ. Current meter
- ঘ. All of these
71. কোন ধরনের সার্ভে কাজে Field Work ও Plotting এক সাথে করা হয়?
- ক. Compass Surveying
- খ. Levelling
- গ. Plane Table Surveying
- ঘ. Chain surveying
72. এক ঘনমিটার Reinforced Cement Concrete এর ওজন কত?
- ক. 2000 kg
- খ. 2200 kg
- গ. 2400 kg
- ঘ. 2500 kg
73. একটি বিমের যে point এ Bending moment sign পরিবর্তন করে তার -
- ক. Netural point
- খ. Dangerous point
- গ. Inflection point
- ঘ. Insert point
74. RCC Circular Column এ কমপক্ষে কয়টি Longitudinal bar ব্যবহার করা হয়?
- ক. 4
- খ. 5
- গ. 6
- ঘ. 8
- ক. mythological
- খ. legal
- গ. meteorological
- ঘ. political