বিভিন্ন মন্ত্রণালয়ের উপ সহকারী প্রকৌশলী সিভিল
1. SPT test Hammer Fall -এর উচ্চতা কত?
- ক. 24 inch
- খ. 30 inch
- গ. 28 inch
- ঘ. 36 inch
2. Sunshade এর নিচে পানি গড়ানো ঠেকাতে সিমেন্টের যে ব্যান্ড দেয়া হয় তার নাম -
- ক. Drop Course
- খ. Water Course
- গ. Rain Course
- ঘ. Dip Course
3. 1 : 2 : 4 অনুপাতে 50 ঘনফুট কংক্রিট তৈরি করতে সিমেন্ট লাগে কত ব্যাগ?
- ক. 5 ব্যাগ
- খ. 9 ব্যাগ
- গ. 7.5 ব্যাগ
- ঘ. 11 ব্যাগ
5. বঙ্গবন্ধু কখন স্বাধীন দেশে আগমন করেন?
- ক. ৭ জানুয়ারি ১৯৭২
- খ. ১০ জানুয়ারি ১৯৭২
- গ. ৭ মার্চ ১৯৭২
- ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭২
7. ঈসা খাঁ নামের সাথে কোন স্থানটি জড়িত?
- ক. জঙ্গলবাড়ী
- খ. ময়নামতি
- গ. লাঙ্গলবন্দ
- ঘ. দূর্গাপুর
8. ভবনের ছাদে পানি চুয়ানো বন্ধের জন্য ও তাপ প্রতিরোধ করার জন্য নিচের কোনটি ব্যবহার হয়?
- ক. সিমেন্ট কংক্রিট
- খ. বিটুমিনাস কংক্রিট
- গ. লাইম কংক্রিং
- ঘ. কোনোটিই নয়
9. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কবিতাটির রচয়িতা কে?
- ক. শামসুর রাহমান
- খ. আবুল হাসান
- গ. নির্মলেন্দু গুণ
- ঘ. হেলাল হাফিজ
10. পানির মধ্যে নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য ব্যবহৃত হয় -
- ক. পাইল
- খ. ওয়েল
- গ. কেইসন
- ঘ. কফার ড্যাম
12. কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
- ক. জার্মানি
- খ. জাপান
- গ. ফ্রান্স
- ঘ. ব্রাজিল
13. I have a laptop computer. Here 'laptop' is a/an -
- ক. noun
- খ. adverb
- গ. verb
- ঘ. adjective
14. বাংলাবান্ধা স্থলবন্দর কোন জেলায়?
- ক. কুড়িগ্রাম
- খ. যশোর
- গ. পঞ্চগড়
- ঘ. সিলেট
15. এক বর্গমিটার জায়গা হেরিং বোন বন্ড করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত?
- ক. 31 টি
- খ. 52 টি
- গ. 42 টি
- ঘ. 62 টি
17. Choose the correct spelling :
- ক. privilege
- খ. previlege
- গ. privilage
- ঘ. prevelege
18. একটি Highway road এর maximum super elevation কত?
- ক. 6.7%
- খ. 7.5%
- গ. 10%
- ঘ. 12.5%
19. I could not sleep - very tired.
- ক. though I was
- খ. despite
- গ. in spite of
- ঘ. althought
20. Choose the correct article : he is - MBBS.
- ক. a
- খ. the
- গ. an
- ঘ. no article
22. গাঁথুনিতে ব্যবহারের পূর্বে ইটকে পানিতে ভিজানো হয় কেন?
- ক. ইটকে পরিষ্কার করার জন্য
- খ. ইট ঠাণ্ডা করার জন্য
- গ. ইট যাতে মসলায় ব্যবহৃত পানি শোষণ করতে না পারে
- ঘ. কোনোটিই নয়
- ক. patiently
- খ. complain
- গ. tolerate
- ঘ. hate
24. মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
- ক. সৈয়দ নজরুল ইসলাম
- খ. তাজউদ্দীন আহমদ
- গ. এম মনসুর আলী
- ঘ. এ এইচ এম কামরুজ্জামান