প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা
52. কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যরিকেন নামে অভিহিত করা হয়?
- ক. মধ্যপ্রাচ্য
- খ. দূরপ্রাচ্য
- গ. আমেরিকা
- ঘ. দক্ষিণ এশিয়া
53. জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয় -
- ক. ৪ মে
- খ. ২ এপ্রিল
- গ. ৪ এপ্রিল
- ঘ. ২ মে
54. Agomoni School is one of the best ... in the city.
- ক. school
- খ. schools
- গ. of it
- ঘ. high school
55. কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
- ক. ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
- খ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
- গ. ১৭ জানুয়ারি ১৯৬৮
- ঘ. ৫ জানুয়ারি ১৯৬৯
56. বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থল কোন জেলায়?
- ক. রাঙ্গামাটি
- খ. খাগড়াছড়ি
- গ. চট্টগ্রাম
- ঘ. ফরিদপুর
57. Choose the correct spelling -
- ক. Achievment
- খ. Acheivment
- গ. Achievement
- ঘ. Achevement
- ক. Remove
- খ. Removal
- গ. Re-movement
- ঘ. Removing
59. নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত?
- ক. আশ্রয়ন ও শিক্ষা সহায়তা
- খ. ত্রাণ ও পুনর্বাসন
- গ. নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা
- ঘ. মেট্রোরেল ও রূপপুর প্রকল্প
60. If I .... you, I would not have done this.
- ক. are
- খ. was
- গ. am
- ঘ. were
61. আমার দেখা নয়াচীন - কে লিখেছেন?
- ক. শঙ্খ ঘোষ
- খ. শেখ মুজিবুর রহমান
- গ. শওকত আলী
- ঘ. মমতাজউদ্দিন আহমেদ
- ক. Dark Westerlies
- খ. West Westerlies
- গ. North Westerlies
- ঘ. Black Westerlies
63. ‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’ - গানটির গীতিকার?
- ক. শেখ ওয়াহিদ
- খ. কিরণ রায়
- গ. শাহ আবদুল করিম
- ঘ. কাঙ্গালিনী সুফিয়া
64. কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
- ক. পদ্মগোখরা
- খ. পদ্মপুরাণ
- গ. পদ্মাবর্তী
- ঘ. পদ্মরাগ
65. UNESCO কত সালে একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
- ক. ১৯৯৭
- খ. ১৯৯৯
- গ. ২০০০
- ঘ. ২০০১
66. ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?
- ক. ৩২
- খ. ৫৬
- গ. ৬০
- ঘ. কোনটিই নয়
67. Which of the following is the correct sentence?
- ক. He has said which is right
- খ. What has he said is right
- গ. What he has said is right
- ঘ. He has said that what is right
68. BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. ব্যাংকক
- খ. থিম্পু
- গ. ঢাকা
- ঘ. দিল্লী
- ক. Toonida
- খ. Tunioda
- গ. Tonada
- ঘ. Tornada
70. একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
- ক. ৫৫৫০
- খ. ৪৭৫০
- গ. ৫০০০
- ঘ. ৫২৫০
72. Change the voice : 'Where did you see him?'
- ক. Where he was seen by you?
- খ. Where was he seen by you?
- গ. Where did he seen by you?
- ঘ. Where was he see by you?
73. জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়?
- ক. ২০১৩
- খ. ২০১০
- গ. ২০১১
- ঘ. ২০১২
- ক. ২১ মিটার
- খ. ৫৬ মিটার
- গ. ৭ মিটার
- ঘ. ১৪ মিটার
75. Choose the correctly spelt word -
- ক. Buro
- খ. Beauro
- গ. Bureau
- ঘ. Burough