প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা
- ক. সূর্য পূর্বদিকে উদয়মান হয়।
- খ. সূর্য পূর্বদিকে উদিয়ামান হয়।
- গ. সূর্য পূর্বদিকে উদয় হয়।
- ঘ. সূর্য পূর্বদিকে উদিত হয়।
29. There is .... milk in the bottle.
- ক. very little
- খ. small
- গ. very few
- ঘ. a litte
30. ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?
- ক. ১৭, আগস্ট, ২০১৭
- খ. ২৭ জানুয়ারি, ২০১৯
- গ. ১৭ জুন, ২০২১
- ঘ. ১৭ নভেম্বর, ২০১৬
31. এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি শিক্ষার সাথে সম্পর্কিত?
- ক. ৪
- খ. ৫
- গ. ৬
- ঘ. ৭
32. যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না’ - বাক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?
- ক. অজ্ঞাতকুলশীল
- খ. বংশপরিচয়হীন
- গ. কুলবংশহীন
- ঘ. অজ্ঞাতকুলীন
33. পানিতে কোন রাসায়নিক উপাদানের অধিক্যে শ্যাওলা জন্মে?
- ক. সালফেট ও নাইট্রেট
- খ. ফসফেট ও নাইট্রোজেন
- গ. পটাশিয়াম ও ক্যালসিয়াম
- ঘ. ম্যাগনেশিয়াম ও ফসফরাস
- ক. ৭২০
- খ. ১২০০
- গ. ৫০০
- ঘ. ৬০০
35. ‘অনিবর্চনীয়’ শব্দটির অর্থ -
- ক. সুনিশ্চিত
- খ. নির্বাচনযোগ্য নয়
- গ. বর্ণনাতীত
- ঘ. অনিশ্চিত
36. ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
- ক. গমনের পশ্চাৎ
- খ. গমনের অগ্র
- গ. অনুরূপ গমন
- ঘ. পরস্পর গমন
37. 'To break the ice' means -
- ক. to end the hostility
- খ. to end up partnership
- গ. to start quarreling
- ঘ. to start a conversation
38. ‘মেধাবী’ শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি?
- ক. মেধা + বিন
- খ. মেধা + বি
- গ. মেধা + বী
- ঘ. মেধা + আবী
39. The correct spelling is ....
- ক. Assignment
- খ. Assignement
- গ. Asignment
- ঘ. Asignmment
40. কল কল রবে নদী বইছে। এখানে কল কল কোন অব্যয়?
- ক. সমুচ্চয়ী
- খ. অনুসর্গ
- গ. অনন্বয়ী
- ঘ. অনুকার
41. ‘রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়” - কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?
- ক. রূপসী ডিঙা
- খ. রূপসী বাংলা
- গ. রূপসা নদী
- ঘ. গ্রামবাংলার নদী
42. খনার বচনে প্রাধান্য পেয়েছে -
- ক. শিল্প
- খ. কৃষি
- গ. সাহিত্য
- ঘ. বিজ্ঞান
43. ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?
- ক. ষষ্ঠ
- খ. সপ্তম
- গ. চতুর্থ
- ঘ. পঞ্চম
44. ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’ - উক্তিটি কার?
- ক. মুনীর চৌধুরী
- খ. হুমায়ুন আজাদ
- গ. মীর মশাররফ হোসেন
- ঘ. স্বর্ণকুমারী দেবী
45. বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক মাত্রা -
- ক. IQ>90
- খ. IQ>100
- গ. IQ>130
- ঘ. IQ>150
46. Are you doing anything special .... the weekend?
- ক. by
- খ. in
- গ. at
- ঘ. on
47. x + y = 2 এবং x - y = 2 হলে xy এর মান কত?
- ক. ৪৫
- খ. ৩০
- গ. ৪০
- ঘ. ৩৫
48. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
- ক. ভূবন
- খ. শূণ্য
- গ. ত্রিভুজ
- ঘ. পূন্য
49. ‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি?
- ক. আবাহন
- খ. মিলন
- গ. বিসর্জন
- ঘ. স্নান