মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী
1. x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?
- ক. x2 - y2 / xy
- খ. 2x2 - y2 / xy
- গ. y2 - x2 / xy
- ঘ. x2 - 2y2 / xy
2. গঠন অনুসারে বাক্য কত প্রকার?
- ক. দুই প্রকার
- খ. পাঁচ প্রকার
- গ. ছয় প্রকার
- ঘ. তিন প্রকার
3. আলোয় আঁধার দূর হয় বাক্যে “আলোয়” শব্দটি কোন কারকের উদাহরণ?
- ক. অপাদান
- খ. করণ
- গ. সম্প্রদান
- ঘ. অধিকরণ
4. দয়া কর- কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে সপ্তমী
- খ. কর্তায় সপ্তমী
- গ. কর্মে শূন্য
- ঘ. সম্প্রদানে সপ্তমী
5. 'ছাড়পত্র' কাব্যগ্রন্থটি কার লেখা?
- ক. সুকান্ত ভট্টাচার্য
- খ. সত্যেন্দ্রনাথ দত্ত
- গ. জীবনানন্দ দাশ
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. সংশোধনী
- খ. পরিবর্তন
- গ. পরিবর্ধন
- ঘ. কোনটিই নয়
- ক. বিদেশি ভাষা
- খ. বিশেষ ভাষা
- গ. দেশি ভাষা
- ঘ. উপজাতীয় ভাষা
11. 'সনেট' শব্দটি কোন ভাষা থেকে আগত?
- ক. জার্মানি
- খ. ইংরেজি
- গ. ইতালিয়ান
- ঘ. ফ্রেঞ্চ
- ক. সুবচন নির্বাসনে
- খ. রক্তাক্ত প্রান্তর
- গ. নুরুলদীনের সারা জীবন
- ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়।
14. সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়' উঠলে কোন ক্রিয়াপদ?
- ক. সমাপিকা
- খ. অসমাপিকা
- গ. প্রযোজক
- ঘ. প্রযোজ্য
15. “তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে ‘না’- এর ব্যবহার কি অর্থে?
- ক. না-বাচক
- খ. হ্যাঁ-বাচক
- গ. প্রশ্নবোধক
- ঘ. বিস্ময়সূচক
16. 'নিমরাজি' শব্দের 'নিম' উপসর্গ কী অর্থ নির্দেশ করে?
- ক. না
- খ. পুরো
- গ. কম
- ঘ. যথেষ্ঠ
17. 'দুর্লভ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. দুঃ+লভ
- খ. দূর+লভ
- গ. দূর+লোভ
- ঘ. কোনটিই নয়
20. 'ভোজন করার ইচ্ছা' এক কথায় কি হবে?
- ক. পেটুক
- খ. ভোজনবিলাসী
- গ. বুভুক্ষা
- ঘ. খাদক
21. 'যা বলা হয়নি' এক কথায় হবে-
- ক. অবহিত
- খ. অনুক্ত
- গ. অবাচ্য
- ঘ. অনুল্লেখ
22. The pogramme was broadcast live. Here 'live' is_.
- ক. a noun
- খ. a verb
- গ. an adjective
- ঘ. an adverb
23. The grapes are now _ enough to be picked.
- ক. ready
- খ. matured
- গ. ripe
- ঘ. advaiced
24. If you clap your hands, the crow _ on the tree branch, will fly.
- ক. is sitting
- খ. sat
- গ. sitting
- ঘ. be sitting