১৭তম বিসিএস প্রিলি
76. বাংলাদেশের অতি পরিচিতি খাদ্য গোলআলু । এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -
- ক. ইউরোপের হল্যান্ড থেকে
- খ. দক্ষিণ আমেরিকার পেরু-চিলি থেকে
- গ. আফ্রিকার মিসর থেকে
- ঘ. এশিয়ার থাইল্যান্ড থেকে
77. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্রগ্রামের উপত্যকা এলাকা -
- ক. মারিস্যা ভ্যালি
- খ. খাগড়া ভ্যালি
- গ. জাবরী ভ্যালি
- ঘ. ভেঙ্গী ভ্যালি
78. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় -
- ক. সিলেটেনর মালনীছড়ায়
- খ. সিলেটের তামাবিলে
- গ. পার্বত্য চট্রগামের খাগড়াছড়িতে
- ঘ. সিলেটের জাফনায়
79. ‘স্টেপস’ ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্কর এর নাম -
- ক. নভেরা আহমেদ
- খ. হামিদুজ্জামান খান
- গ. আব্দুল্লাহ খালেদ
- ঘ. সুলতানুল ইসলাম
80. উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল -
- ক. ৪ এপ্রিল, ১৯৪৯
- খ. ৩ জানুয়ারি, ১৯৫৪
- গ. ২৬ মে, ১৯৫৫
- ঘ. ১ ফেব্রুয়ারি, ১৯৫৬
81. ওপেকভুক্ত একমাত্র অনারব এশীয় দেশ -
- ক. ইন্দোনেশিয়া
- খ. মালয়েশিয়া
- গ. থাইল্যান্ড
- ঘ. ফিলিপাইন
82. Persona - non - grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য -
- ক. রাজনীতিবিদ
- খ. ক্রীড়াবিদ
- গ. ব্যবসায়ী
- ঘ. কূটনীতিবিদ
83. যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে Uniting for peace resolution গৃহীত হয়েছিল -
- ক. সুয়েজ যুদ্ধ
- খ. কোরীয় যুদ্ধ
- গ. পাক-ভারত যুদ্ধ - ১৯৬৫
- ঘ. ফকল্যান্ড যুদ্ধ
84. কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা -
- ক. ৪৮
- খ. ৫০
- গ. ৫৪
- ঘ. ৫৫
85. ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন,তাঁর নাম-
- ক. রাজা ত্রিদিব রায়
- খ. রাজা ত্রিভুবন চাকমা
- গ. জুম্মা খান
- ঘ. জোয়ান বকস খাঁ
There are no comments yet.