১৭তম বিসিএস প্রিলি

51. টুথপেস্টের প্রধান উপাদান -

  • ক. জেলি ও মসলা
  • খ. ভোজ্যতেল ও সোডা
  • গ. সাবান ও পাউডার
  • ঘ. ফ্লোরাইড ও ক্লোরোফিল

53. মুক্তা হলো ঝিনুকের -

  • ক. জমাট হরমোন
  • খ. প্রহাহের ফল
  • গ. খোলসের টুকরা
  • ঘ. চোখের মণি

54. ল্যাপটপ হলো একধরনের -

  • ক. পর্বতারোহণ সামগ্রী
  • খ. ছোট কুকুর
  • গ. বাদ্যযন্ত্র
  • ঘ. ছোট কম্পিউটার

57. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ এর মানে -

  • ক. একটি খেলার মাঠ
  • খ. একটি প্লাবন ভূমির নাম
  • গ. বঙ্গোপসাগরের একটি খাদের নাম
  • ঘ. ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম

61. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

  • ক. হারারে, ‍১৯৮৯ সালে
  • খ. বেলগ্রেড, ‍১৯৬১ সালে
  • গ. হাভানা, ‍১৯৭৩ সালে
  • ঘ. কায়রো, ‍১৯৭০ সালে

62. ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু করেছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম -

  • ক. ইতালি মিলান শহর, মালদিনীয়ানি
  • খ. জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা
  • গ. স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোডিল
  • ঘ. ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাসে

63. ‘সিরাজুম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম -

  • ক. তালিম হোসেন
  • খ. ফররুখ আহমদ
  • গ. গোলাম মোস্তফা
  • ঘ. আবুল হোসেন

67. কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্রসৈকত -

  • ক. নোয়াখালীর ছাগলানাইয়া
  • খ. চট্রগ্রামের বাঁশখালী
  • গ. খুলনার মংলা
  • ঘ. পটুয়াখালীর কুয়াকাটা

74. আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক -

  • ক. বেডেন পাওয়েল
  • খ. ব্যরন পিয়ারে দ্য কুবার্তা
  • গ. প্যারেজ দ্য কুয়েলার
  • ঘ. জুয়ান এন্টনিও সামারাঞ্চ


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics