১৭তম বিসিএস প্রিলি
51. টুথপেস্টের প্রধান উপাদান -
- ক. জেলি ও মসলা
- খ. ভোজ্যতেল ও সোডা
- গ. সাবান ও পাউডার
- ঘ. ফ্লোরাইড ও ক্লোরোফিল
52. পানির ছোট ফোঁটা পানির যে গুনের জন্য গোলাকৃতি হয় -
- ক. সান্দ্রতা
- খ. স্থিতিস্থাপকতা
- গ. প্লবতা
- ঘ. পৃষ্ঠটান
- ক. জমাট হরমোন
- খ. প্রহাহের ফল
- গ. খোলসের টুকরা
- ঘ. চোখের মণি
- ক. পর্বতারোহণ সামগ্রী
- খ. ছোট কুকুর
- গ. বাদ্যযন্ত্র
- ঘ. ছোট কম্পিউটার
55. বাংলাদেশের পাহাড় শ্রেণির ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে -
- ক. প্লাইস্টোসিন যুগের
- খ. টারশিয়ারী যুগের
- গ. মায়োসিন যুগের
- ঘ. ডেবোনিয়ান যুগের
56. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম -
- ক. তেঁতুলিয়া
- খ. পঞ্চগড়
- গ. বাংলাবান্ধা
- ঘ. নকশালবাড়ী
57. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ এর মানে -
- ক. একটি খেলার মাঠ
- খ. একটি প্লাবন ভূমির নাম
- গ. বঙ্গোপসাগরের একটি খাদের নাম
- ঘ. ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
58. নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?
- ক. দ্বিতীয়
- খ. তৃতীয়
- গ. পঞ্চম
- ঘ. ষষ্ঠ
59. ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম -
- ক. রাজা ত্রিদিব রায়
- খ. রাজা ত্রিভুবন চাকমা
- গ. জুম্মা খান
- ঘ. জান বকস খাঁ
60. মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম -
- ক. তাজিকিস্তান
- খ. কাজাখস্তান
- গ. উজবেকিস্তান
- ঘ. কিরগিজস্তান
61. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
- ক. হারারে, ১৯৮৯ সালে
- খ. বেলগ্রেড, ১৯৬১ সালে
- গ. হাভানা, ১৯৭৩ সালে
- ঘ. কায়রো, ১৯৭০ সালে
62. ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু করেছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম -
- ক. ইতালি মিলান শহর, মালদিনীয়ানি
- খ. জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা
- গ. স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোডিল
- ঘ. ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাসে
63. ‘সিরাজুম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম -
- ক. তালিম হোসেন
- খ. ফররুখ আহমদ
- গ. গোলাম মোস্তফা
- ঘ. আবুল হোসেন
64. দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা ( SAARC) -এ ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -
- ক. মালেতে
- খ. দিল্লিতে
- গ. কলম্বো
- ঘ. কাঠমান্ডুতে
- ক. Budennovsk
- খ. Keldavisk
- গ. Dasanova
- ঘ. Gariev
66. বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতদানকারী দ্বিতীয় দেশের নাম -
- ক. ভারত
- খ. রাশিয়া
- গ. ভুটান
- ঘ. নেপাল
67. কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্রসৈকত -
- ক. নোয়াখালীর ছাগলানাইয়া
- খ. চট্রগ্রামের বাঁশখালী
- গ. খুলনার মংলা
- ঘ. পটুয়াখালীর কুয়াকাটা
68. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম -
- ক. সাঁওতাল
- খ. মাওরি
- গ. মুরং
- ঘ. গারো
69. লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম -
- ক. পরীবিবি
- খ. ইরান দুখত
- গ. জাহানারা
- ঘ. মরিয়ম
70. ১৯৯৪ সালের ১লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালে ঐ একই তারিখে হবে -
- ক. বৃহস্পতিবার
- খ. শুক্রবার
- গ. রবিবার
- ঘ. শনিবার
71. ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ প্রতিপালিত হয় প্রতি বছরের -
- ক. ৩১ জানুয়ারি
- খ. ৩০ মার্চ
- গ. ৩০ এপ্রিল
- ঘ. ৩১ মে
72. মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় যে রাষ্ট্র -
- ক. যুক্তরাজ্য
- খ. ফ্রান্স
- গ. জাপান
- ঘ. জার্মান
73. নিচের যে দেশটি জাতিসংঘের সদস্য নয় -
- ক. নামিবিয়া
- খ. সুইজারল্যান্ড
- গ. কিউবা
- ঘ. পানামা
74. আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক -
- ক. বেডেন পাওয়েল
- খ. ব্যরন পিয়ারে দ্য কুবার্তা
- গ. প্যারেজ দ্য কুয়েলার
- ঘ. জুয়ান এন্টনিও সামারাঞ্চ
75. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল?
- ক. ব্রিটেন
- খ. ফ্রান্স
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. নিউজিল্যান্ড