প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ১২ জেলা

51. জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি?

  • ক. বিশ্বস্বাস্থ্য সংস্থা
  • খ. আর্ন্তজাতিক রেডক্রস
  • গ. বিশ্ব খাদ্য সংস্থা
  • ঘ. আর্ন্জাতিক আদালত

53. বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা পবর্তারোহী কে?

  • ক. ওয়াসফিয়া নাজনীন
  • খ. নিশাত মজুমদার
  • গ. রাবেয়া ভুইয়া
  • ঘ. নাজিয়া সুলতানা

55. ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন-

  • ক. শায়েস্তা খান
  • খ. সম্রাট আকবর
  • গ. সম্রাট জাহাঙ্গীর
  • ঘ. ইসলাম খাঁ

57. নিম্নোক্তগনের মধ্যে কে শ্রেষ্ঠ নন?

  • ক. হামিদুর রহমান
  • খ. মোস্তাফা কামাল
  • গ. মুন্সী আবদুর রহিম
  • ঘ. নূর মোহাম্মদ শেখ

60. Diamond cuts Diamonds - এর অনুবাদ কোনটি?

  • ক. সঙ্গ দেখে লোক চেনা যায়
  • খ. সত্‍সঙ্গে সঙ্গে স্বর্গবাস
  • গ. সঙ্গদোষে নষ্ট
  • ঘ. মানিকে মানিক চেনে

62. কোন বানানটি অশুদ্ধ?

  • ক. উপাদান
  • খ. উপার্জন
  • গ. উপচার্য
  • ঘ. উপাধ্যক্ষ

65. বহুব্রীহি সমাস কয় প্রকার ?

  • ক. তিন প্রকার
  • খ. আট প্রকার
  • গ. ছয় প্রকার
  • ঘ. দশ প্রকার

66. কচু বনে কাঁলাচাদ’ বাগধারাটির অর্থ কী?

  • ক. সৌখিন ব্যক্তি
  • খ. নিরীহ ব্যক্তি
  • গ. অপদার্থ
  • ঘ. সাদাসিধা লোক

67. ’প্রত্যুষ’ শব্দর সন্ধি বিচ্ছেদ করুন।

  • ক. প্রতি+ ঊষ
  • খ. প্রত্যু+ উষ
  • গ. প্রতি+উষ
  • ঘ. প্রত্যু+ উষ

68. লোক সাহিত্য কাকে বলে?

  • ক. লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বলে
  • খ. গ্রামীণ অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
  • গ. গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপখ্যানকে
  • ঘ. লোক সাধারনের কল্যাণে দেবতার প্রস্তুতিমূলক রচনাকে

69. দেশের জন সেবা কর, দেশের কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় শূন্য
  • খ. কর্মে শূন্য
  • গ. কর্মে ষষ্ঠী
  • ঘ. সম্প্র্রাদনে ষষ্ঠী

70. শৃঙ্খলাকে অতিক্রান্ত =উচ্ছৃঙ্খল‘ কোন সমাস?

  • ক. দ্বন্দ্ব
  • খ. অব্যয়ীভাব
  • গ. বহুব্রীহি
  • ঘ. তত্‍পুরুষ

71. ‘অন্বেষণ‘ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন।

  • ক. অন্ব+ এষণ
  • খ. অন+এষণ
  • গ. অন্ব+এষণ
  • ঘ. অনু+ এষণ

72. বৃষ্টি পড়ে টাপুর টুপুর‘ - এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?

  • ক. ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
  • খ. পদের দ্বিরুক্তি
  • গ. ছড়ার শব্দ
  • ঘ. শব্দের দ্বিরুক্তি

73. নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ কোনটি?

  • ক. খেলার মাঠ
  • খ. পাখির বাসা
  • গ. খড়ের ঘর
  • ঘ. বাগান

75. ‘একাদশে বৃহস্পতি‘ বচাগধারাটির অর্থ কী?

  • ক. দিনের প্রথম ভাগ
  • খ. আনন্দের বিষয়
  • গ. বিপদে পড়া
  • ঘ. সৌভাগ্যের বিষয়


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics