স্বাস্থ্য অধিদপ্তর এর মেডিকেল টেকনোলজিস্ট
76. "Quarterly' শব্দের অর্থ কি?
- ক. ত্রৈমাসিক
- খ. সাপ্তাহিক
- গ. পাক্ষিক
- ঘ. বার্ষিক
77. গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কি?
- ক. বেশি কথা বলা
- খ. পুর্নচন্দ্র
- গ. অর্ধচন্দ্র
- ঘ. ভূমিকা
79. "আজকে নগদ কালকে বাকী- কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপদানে দ্বিতীয়া
- খ. করণে তৃতীয়া
- গ. অধিকরণে পঞ্চমী
- ঘ. কর্মে শূন্য
81. "কিন্ডারগার্টেন' শব্দটি কোন ভাষা থেকে আগত?
- ক. তুর্কি
- খ. পর্তুগিজ
- গ. জার্মান
- ঘ. ফরাসি
82. জ্যামিতিতে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ও রম্বস আসলে বিভিন্ন ধরনের-
- ক. চতুর্ভুজ
- খ. সামন্তরিক
- গ. বহুভূজ
- ঘ. ট্রপিজিয়াম
83. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত ?
- ক. ২৫%
- খ. ২৮%
- গ. ৩০%
- ঘ. ৩২%
84. ২, ৩ , ৪, ৭, ১১, ১৩, ১৫ ও ১৯ এ সংখ্যা গুলোর median কত?
- ক. ৭
- খ. ১১
- গ. ৯
- ঘ. ১৩
85. আলমের বয়স কমলের বয়সের ৮০% হলে কমলের বয়স আলমের বয়সের -
- ক. ১২৫%
- খ. ১১৫%
- গ. ৮০%
- ঘ. ২০%
- ক. ১ টি
- খ. ২ টি
- গ. ৩ টি
- ঘ. প্রান্তবিন্দু নেই
88. ঘড়িতে যখন ৮টা বাজে, ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো—
- ক. ১৫০ ডিগ্রি
- খ. ১৬০ ডিগ্রি
- গ. ৯০ ডিগ্রি
- ঘ. ১২০ ডিগ্রি
89. এক বাক্তি সপ্তাহে ২২০০ টাকা আয় করেন এবং ১৬০০ টাকা ব্যয় করেন। তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত?
- ক. ২ : ৩
- খ. ৩ : ৪
- গ. ৪ : ৫
- ঘ. ১ : ৪
90. একটি বর্গক্ষেত্রের পরিসীমা 400 মিটার। এর ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার ?
- ক. 0.02
- খ. 1.00
- গ. 0.01
- ঘ. 0.10
91. ১৭ দিন আগে রুবেল বলেছিল তার জন্মদিন আগামীকাল। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন-
- ক. ৭ তারিখ
- খ. ৮ তারিখ
- গ. ৯ তারিখ
- ঘ. ১০ তারিখ