স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী সিভিল
51. মাথাপিছু আয়ের দিক হতে বাংলাদেশ কী ধরনের দেশ?
- ক. উন্নত আয়ের
- খ. উচ্চমধ্যম আয়ের
- গ. নিম্নমধ্যম আয়ের
- ঘ. নিম্ন আয়ের
52. কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
- ক. বৃষ্টিপাত
- খ. সাগর
- গ. বিলের পানি
- ঘ. নদী
53. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- ক. মাটি আর অশ্রু
- খ. হাঙর নদী গ্রেনেড
- গ. সারেং বৌ
- ঘ. ক্রীতদাসের হাসি
54. জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে?
- ক. মালদ্বীপ
- খ. মালয়েশিয়া
- গ. ফিজি
- ঘ. ভিয়েতনাম
55. কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
- ক. UNESCO
- খ. UNICEF
- গ. UNIFEM
- ঘ. ILO
56. বাংলাদশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
- ক. জয়নুল আবেদিন
- খ. হামিদুর রহমান
- গ. কামরুল হাসান
- ঘ. হাশেম খান
57. বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
- ক. ডেনমার্ক
- খ. নিউজিল্যান্ড
- গ. সুইডেন
- ঘ. সিঙ্গাপুর
58. আরব বসন্তের সূচনা কোথায় হয়?
- ক. মিশর
- খ. তিউনিশিয়া
- গ. ইরান
- ঘ. সিরিয়া
59. সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
- ক. চীন
- খ. কানাডা
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. রাশিয়া
60. নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন?
- ক. ধীরেন্দ্র
- খ. জ্ঞানেন্দ্র
- গ. বীরেন্দ্র
- ঘ. মহেন্দ্র
61. মধ্যপ্রাচ্যের কোন দেশে সংবিধান বা সংসদ নেই?
- ক. ইরাক
- খ. ইরান
- গ. সৌদি আরব
- ঘ. ওমান
62. নিচের কোন সংস্থা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে?
- ক. United Nations
- খ. APEC
- গ. European Union
- ঘ. OPEC
64. বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
- ক. চারটি
- খ. পাঁচটি
- গ. দুইটি
- ঘ. তিনটি
65. ‘সন্তানের প্রতি মাতৃস্নেহ আন্তরিক।’ নিম্নরেখ পদের নাম -
- ক. বিশেষ্য
- খ. ক্রিয়া
- গ. বিশেষণ
- ঘ. অব্যয়
- ক. যুদ্ধের ময়দান
- খ. ঘন অরণ্য
- গ. গতিশীল
- ঘ. গুপ্ত
68. ‘উত্তপ্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ -
- ক. শীতল
- খ. শৈত্য
- গ. বরফ
- ঘ. শীত
70. ‘কাকনিদ্রা’ বাগধারার অর্থ -
- ক. অনিষ্ট চিন্তা
- খ. কপট নিদ্রা
- গ. অগভীর সতর্ক নিদ্রা
- ঘ. অলস নিদ্রা
71. চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়?
- ক. নেপালের ধর্মশালা থেকে
- খ. বাঁকুড়ার এক গোয়াল ঘর থেকে
- গ. তিব্বতের ধর্মশালা থেকে
- ঘ. নেপালের রাজ গ্রন্থশালা থেকে
72. কোন সময়কে বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ’ বলা হয়?
- ক. ৬০০ - ৯৫০ খ্রি.
- খ. ১২০১ - ১৩৫০ খ্রি.
- গ. ১৩৫১ - ১৪৫০ খ্রি.
- ঘ. ৯৫০ - ১২০০ খ্রি.
73. শ্রীচৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনি কাব্য রচনা করেন -
- ক. লোচন দাস
- খ. গোবিন্দ দাস
- গ. জয়ানন্দ দাস
- ঘ. বৃন্দাবন দাস
74. ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজার সভাকবি ছিলেন?
- ক. রাজা চন্দ্রগুপ্তের
- খ. রাজা বিক্রমাদিত্যের
- গ. লক্ষ্মণসেনের
- ঘ. রাজা কৃষ্ণচন্দ্রের
75. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করে?
- ক. সংস্কৃত কলেজ
- খ. প্রেসিডেন্সী কলেজ
- গ. ফোর্ট উইলিয়াম কলেজ
- ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়