মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
51. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
- ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- খ. শেরে বাংলা এ কে ফজলুল হক
- গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
- ঘ. নবাব সলিমুল্লাহ
52. পদ্মা নদী বাংলাদেশের কোন স্থানে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে?
- ক. গোয়ালন্দ
- খ. বাহাদুরাবাদ
- গ. চাঁদপুর
- ঘ. ভৈরব
53. ইউনেস্কোর কতজন সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
- ক. ৩১ তম
- খ. ৩২ তম
- গ. ৩৩ তম
- ঘ. ৩৪ তম
54. ইরাটম কি?
- ক. উন্নত জাতের চা
- খ. উন্নত জাতের পাট
- গ. উন্নত জাতের ইক্ষু
- ঘ. উন্নত জাতের ধান
55. ‘দ্য গল’ কোন দেশের প্রাচীন নাম?
- ক. স্পেন
- খ. ফ্রান্স
- গ. জাপান
- ঘ. নরওয়ে
56. Fair Fax কি?
- ক. গোয়েন্দা সংস্থা
- খ. মানবাধিকার সংস্থা
- গ. সংবাদ সংস্থা
- ঘ. ইন্টারনেট প্রতিষ্ঠান
57. সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
- ক. ব্রাজিল
- খ. মিসর
- গ. ইরাক
- ঘ. স্পেন
58. আগামী পরশুর পরের দিন যদি বুধবার হয়, তাহলে গতকাল কি বার ছিল?
- ক. সোমবার
- খ. বুধবার
- গ. শনিবার
- ঘ. রবিবার
59. ‘বাংলাদেশ স্কয়ার’ কোথায় অবস্থিত?
- ক. কঙ্গো
- খ. সোমালিয়া
- গ. ভারত
- ঘ. লাইবেরিয়া
60. প্রতিবছর কোন তারিখে মীনা দিবস পালন করা হয়?
- ক. ১০ জানুয়ারি
- খ. ১০ ফেব্রুয়ারি
- গ. ২৪ সেপ্টেম্বর
- ঘ. ২৪ জুন
61. আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) কত সালে গঠিত হয়?
- ক. ১৯১১
- খ. ১৯১৯
- গ. ১৯৪৫
- ঘ. ১৯৬৪
- ক. হিমোগ্লোবিন কমে যায়
- খ. হিমোগ্লোবিন বেড়ে যায়
- গ. Platelet কমে যায়
- ঘ. Platelet বেড়ে যায়
63. মায়ের দুধে গরুর দুধের চাইতে কোন উপাদান বেশি থাকে?
- ক. ফ্যাট
- খ. প্রোটিন
- গ. কার্বোহাইড্রেট
- ঘ. মিনারেলস
65. জাতীয় টিকাদান কর্মসূচিতে মোট কয়টি প্রতিষেধক টিকা দেয়া হয়?
- ক. ৫টি
- খ. ৬টি
- গ. ৪টি
- ঘ. ৭টি
66. একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
- ক. ২০৬
- খ. ২১৬
- গ. ২২৬
- ঘ. ১০৬
67. যশোর জেলা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
- ক. গৌড়
- খ. রাঢ়
- গ. সমতট
- ঘ. হরিকেল
68. রাখাইন প্রদেশের পূর্বনাম কী ছিল?
- ক. চন্দ্রদ্বীপ
- খ. ইয়াংগুন
- গ. মগরাজ্য
- ঘ. আরাকান
69. পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত?
- ক. আংকারা
- খ. কাজাখস্তান
- গ. ইস্তাম্বুল
- ঘ. লিসবন
70. ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থের রচয়িতা কে?
- ক. শামসুর রহমান
- খ. হুমায়ন আহমেদ
- গ. শওকত ওসমান
- ঘ. জহির রায়হান
71. টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
- ক. ৫০%
- খ. ২০%
- গ. ৩০%
- ঘ. ৩৩%