মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
- ক. শ্রদ্ধাঞ্জলি
- খ. উদ্র্ধ
- গ. উপযোগিতা
- ঘ. দরিদ্রতা
3. কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
- ক. পরাকাষ্ঠা
- খ. অভিব্যক্তি
- গ. পরিশ্রান্ত
- ঘ. অনাবৃষ্টি
4. নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
- ক. খণ্ডিত
- খ. প্রলয়
- গ. নিঃশ্বাস
- ঘ. অনুপম
5. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
- ক. ব + ন্ + ধ + ন
- খ. ব + ন্ধ + ন
- গ. বান্ + ধন
- ঘ. বন্ + ধন্
6. নিচের কোন পদে ণত্ব বিধি অনুসারে ‘ণ’ ব্যবহার হয়েছে?
- ক. প্রবণ
- খ. কল্যাণ
- গ. নিক্বণ
- ঘ. বিপণি
7. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
- ক. উপর্যুক্ত
- খ. মিথস্ক্রিয়া
- গ. একত্রিত
- ঘ. ধসপ্রাপ্ত
8. দক্ষিণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
- ক. উত্তর
- খ. পূর্ব
- গ. বাম
- ঘ. উপহার
10. ‘যে নারীর পতি নেই, পুত্রও নেই’ - এক কথায় কী হবে?
- ক. বিধবা
- খ. অবীরা
- গ. কাকবন্ধ্যা
- ঘ. পতিপুত্রহীনা
11. ‘বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা’। এটি কোন শ্রেণির বাক্য?
- ক. ব্যাসবাক্য
- খ. সরল বাক্য
- গ. যৌগিক বাক্য
- ঘ. জটিল বাক্য
13. ‘রাজার দুয়ারে হাতি বাধাঁ’ দুয়ারে পদটি কোন কারক?
- ক. অপাদান
- খ. অধিকরণ
- গ. সম্প্রদান
- ঘ. করণ
14. ‘শৈশব’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. শিশু + ষ্ণা
- খ. শিশু + ঞ
- গ. শিশু + ষ্ণ
- ঘ. শিশু + ঞা
15. নিদাঘ শব্দে ‘নি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. আতিশয্য
- খ. বিশেষ
- গ. নিশ্চয়
- ঘ. সম্যক
17. ‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ করুন।
- ক. দ্বীপ + আয়ন
- খ. দ্বীপ + অয়ন
- গ. দ্বিপ + অনট
- ঘ. দ্বীপ + অনট
18. ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো -
- ক. সংক্ষেপন
- খ. মিলন
- গ. বিশেষভাবি বিশ্লেষণ
- ঘ. ভাবের বিনিময়
19. ‘সে নাকি আসবে না’ - বাক্যে ‘না’ অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. প্রশ্ন
- খ. সংশয়
- গ. বিস্ময়
- ঘ. অনুমান
20. ‘মা শিশুকে খাওয়াচ্ছেন’ বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়া পদের উদাহরণ?
- ক. ধ্বনাত্মক
- খ. দ্বিকর্মক
- গ. যৌগিক
- ঘ. ণিজন্ত
21. A synonym of the word 'Anguish' is -
- ক. Thrill
- খ. Suffering
- গ. Conflict
- ঘ. Anxiety
22. My parents always stand - my decision.
- ক. at
- খ. on
- গ. by
- ঘ. along
23. Despite his wealth he remains -
- ক. Humble
- খ. Angry
- গ. Irritable
- ঘ. Stupid
24. How did he come - this expensive watch?
- ক. along
- খ. to
- গ. with
- ঘ. by
25. An antonym of the word 'Tedious' is -
- ক. Boring
- খ. Refreshing
- গ. Tiresome
- ঘ. Dull