অন্যান্য

301. পরিত্যক্ত ফ্লো গ্যাসের তাপকে কাজে লাগানোর জন্য কী ব্যবহার করা হয়?

  • ক. এয়ার ফ্রি-হিটার
  • খ. সুপার হিটার
  • গ. ফিড পাম্প
  • ঘ. ইকোনোমাইজার

উত্তরঃ ইকোনোমাইজার

বিস্তারিত

302. ভেপার কম্পেশন রেফ্রিজারেশন সিস্টেমে সর্বনিম্ন তাপমাত্রা হয় -

  • ক. কম্প্রেশনে
  • খ. এক্সপানশনে
  • গ. কনডেনশনে
  • ঘ. ইভাপরেশনে

উত্তরঃ ইভাপরেশনে

বিস্তারিত

303. কোনটি কাটিং টুলস মেটেরিয়ালস নয়?

  • ক. ডায়মন্ড
  • খ. সিলিকন কার্বাইড
  • গ. সিমেন্টেড কার্বাইড
  • ঘ. মাইল্ড স্টিল

উত্তরঃ মাইল্ড স্টিল

বিস্তারিত

304. গলিত ধাতুর অপদ্রব্য দ্বারা সৃষ্ট ক্রটিকে কী বলা হয়?

  • ক. ব্লো-হোল
  • খ. কোর-রো
  • গ. সংকোচন
  • ঘ. স্লাগ-হোল

উত্তরঃ স্লাগ-হোল

বিস্তারিত

305. মোমেন্ট অব ফোর্স এর সূত্র হলো -

  • ক. বল + লম্ব দূরত্ব
  • খ. বল * লম্ব দূরত্ব
  • গ. বল * কৌণিক দূরত্ব
  • ঘ. বল + কৌণিক দূরত্ব

উত্তরঃ বল * লম্ব দূরত্ব

বিস্তারিত

306. স্টীম ইঞ্জিন একটি -

  • ক. অন্তর্দহন ইঞ্জিন
  • খ. বহির্দহন ইঞ্জিন
  • গ. গ্যাস ইঞ্জিন
  • ঘ. সব ইঞ্জিন

উত্তরঃ বহির্দহন ইঞ্জিন

বিস্তারিত

307. বয়লারে চেক ভালভ কয়টি থাকে?

  • ক. ৪টি
  • খ. ৬টি
  • গ. ১টি
  • ঘ. ২টি

উত্তরঃ ২টি

বিস্তারিত

308. ইনটেক ও এগজস্ট ভাল্ব একই সময় খোলা থাকাকে বলা হয় -

  • ক. ভাল্ব ওভারল্যাপিং
  • খ. পাওয়ার ওভারল্যাপিং
  • গ. কম্প্রেশন ওভারল্যাপিং
  • ঘ. ইনটেক ও এগজস্ট স্ট্রোক ওভারল্যাপিং

উত্তরঃ ভাল্ব ওভারল্যাপিং

বিস্তারিত

309. হাইড্রোলিক প্রেস কোন সূত্রের উপর কাজ করে?

  • ক. বার্নোলির
  • খ. প্যাসক্যালের
  • গ. নিউটনের
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ প্যাসক্যালের

বিস্তারিত

310. তাপমাত্রা বৃদ্ধিতে নিচের কোনটিতে আদ্র্রতা বাড়ে?

  • ক. গ্যাস
  • খ. পানি
  • গ. তেল
  • ঘ. ফ্লুইড

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

311. কোনটি হাইড্রোলিক মেশিন?

  • ক. ইঞ্জিন
  • খ. পাম্প
  • গ. মোটর
  • ঘ. কম্প্রেসর

উত্তরঃ পাম্প

বিস্তারিত

312. সাধারণত পরীক্ষাগারে ক্যালিব্রেশনের জন্য ব্যবহৃত হয় -

  • ক. বার্ডন টিউব
  • খ. ডেড ওয়েট প্রেসার, গেজ
  • গ. ওয়েল গিজ
  • ঘ. ডায়াফ্রেম গেজ

উত্তরঃ ডেড ওয়েট প্রেসার, গেজ

বিস্তারিত

313. টারবাইন একটি -

  • ক. ইঞ্জিন
  • খ. যন্ত্র
  • গ. প্রাইম মুভার
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ প্রাইম মুভার

বিস্তারিত

314. বিপজ্জনক সেকশনে বেল্ডিং মোমেন্টের মান -

  • ক. সর্বনিম্ন
  • খ. সর্বোচ্চ
  • গ. পরিবর্তনশীল
  • ঘ. অপরিবর্তনশীল

উত্তরঃ সর্বোচ্চ

বিস্তারিত

315. ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান -

  • ক. সর্বোচ্চ
  • খ. সর্বনিম্ন
  • গ. শূন্য
  • ঘ. সবকয়টি

উত্তরঃ শূন্য

বিস্তারিত

316. যে সিস্টেমে তাপ, কাজ, ভর ইত্যাদি সীমানা অতিক্রম করতে পারে তাকে কী বলে ?

  • ক. আইসোলেটেড সিস্টেম
  • খ. ওপেন সিস্টেম
  • গ. ক্লোজ সিস্টেম
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ ওপেন সিস্টেম

বিস্তারিত

317. এমন কিছু ডিভাইস যা বয়লারের দক্ষতা বৃদ্ধির জন্য বয়লারের সাথে যুক্ত করা হয় তাকে তী বলে?

  • ক. বয়লার মাউন্টিংস
  • খ. বয়লার এক্সেসরিজ
  • গ. দুটিই একসাথে
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ বয়লার এক্সেসরিজ

বিস্তারিত

318. গতির বেগ বৃদ্ধি হলে, ঘর্ষণ বল -

  • ক. বৃদ্ধি ায়
  • খ. হ্রাস পায়
  • গ. একই থাকে
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ হ্রাস পায়

বিস্তারিত

319. থার্মোডাইনামিক্স পেট্রোল ইঞ্জিন কোন সাইকেলে কার্য সম্পাদন করে?

  • ক. জুল সাইকেল
  • খ. অটো সাইকেল
  • গ. রেংকিন সাইকেল
  • ঘ. স্টারলিং সাইকেল

উত্তরঃ অটো সাইকেল

বিস্তারিত

320. দীর্ঘ পাইপের প্রবাহের ক্ষেত্রে নিচের কোন বাধা সবচেয়ে বেশি?

  • ক. ঘষর্ণজনিত
  • খ. প্রবেশের কারণে
  • গ. চাপজনিত
  • ঘ. বেগজনিত

উত্তরঃ ঘষর্ণজনিত

বিস্তারিত

321. পেট্রোল ইঞ্জিনের জন্য কম্প্রেশন রেশিও -

  • ক. ৩ থেকে ৬
  • খ. ১৫ থেকে ২০
  • গ. ৫ থেকে ৮
  • ঘ. ২০ থেকে ৩০

উত্তরঃ ৫ থেকে ৮

বিস্তারিত

322. কোন ইঞ্জিনে স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়?

  • ক. স্টীম ইঞ্জিনে
  • খ. পেট্রোল ইঞ্জিনে
  • গ. ডিজেল ইঞ্জিনে
  • ঘ. রেলওয়ে ইঞ্জিনে

উত্তরঃ পেট্রোল ইঞ্জিনে

বিস্তারিত

323. কোনটিতে মরিচা পড়ে না?

  • ক. ঢালাই লোহা
  • খ. টুল স্টিল
  • গ. স্টেইনলেস স্টিল
  • ঘ. মাইল্ড স্টিল

উত্তরঃ স্টেইনলেস স্টিল

বিস্তারিত

324. ডিফারেনসিয়াল ম্যানোমিটার দ্বারা পরিমাপ করা যায় -

  • ক. উচ্চ চাপ
  • খ. এক বিন্দুর চাপ
  • গ. দুই বিন্দুর চাপ
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ দুই বিন্দুর চাপ

বিস্তারিত

325. ডিজেল ইঞ্জিন একটি -

  • ক. অন্তর্দহন ইঞ্জিন
  • খ. বহির্দহন ইঞ্জিন
  • গ. গ্যাস ইঞ্জিন
  • ঘ. উভয় ইঞ্জিন

উত্তরঃ অন্তর্দহন ইঞ্জিন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects