অন্যান্য

326. স্টার্টিং টর্ক অত্যন্ত বেশি কোন মোটরে?

  • ক. শান্ট মোটরে
  • খ. কম্পাউন্ড মোটরে
  • গ. সিরিজ মোটরে
  • ঘ. সিনক্রোনাস মোটরে

উত্তরঃ সিরিজ মোটরে

বিস্তারিত

327. যে বিমের এক প্রান্ত আবদ্ধ এবং এক প্রান্ত মুক্ত তা -

  • ক. ঝুলন্ত বীম
  • খ. ক্যান্টিলিভার বীম
  • গ. আবদ্ধ বীম
  • ঘ. ধারাবাহিক বীম

উত্তরঃ ক্যান্টিলিভার বীম

বিস্তারিত

328. শেপার মেশিন প্রধানত ব্যবহৃত হয় -

  • ক. সমতল পৃষ্ঠ কাটার জন্য
  • খ. ছিদ্র করার জন্য
  • গ. ট্যাপিং করার জন্য
  • ঘ. নালিং করার জন্য

উত্তরঃ সমতল পৃষ্ঠ কাটার জন্য

বিস্তারিত

329. কোনো বস্তুর উপর ৬ কেজি ও ৮ কেজি বল সমকোণে কাজ করলে তাদরে লব্ধি হবে -

  • ক. ১০ কেজি
  • খ. ১৪ কেজি
  • গ. ৪৮ কেজি
  • ঘ. ২ কেজি

উত্তরঃ ১০ কেজি

বিস্তারিত

330. থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্র কী আলোচনা করে?

  • ক. তাপের রূপান্তর
  • খ. ভরের রূপান্তর
  • গ. বলের রূপান্তর
  • ঘ. শক্তির রূপান্তর

উত্তরঃ শক্তির রূপান্তর

বিস্তারিত

331. তরলের বেগ পাইপের কেন্দ্রে -

  • ক. কম
  • খ. বেশি
  • গ. সমান
  • ঘ. শূন্য

উত্তরঃ বেশি

বিস্তারিত

332. সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মানকে বলে -

  • ক. সেনসিং এলিমেন্ট
  • খ. থার্মিস্টর
  • গ. স্প্যান
  • ঘ. রেঞ্জ

উত্তরঃ স্প্যান

বিস্তারিত

333. Enthalpy এবং Entropy কিসের function?

  • ক. চাপ
  • খ. তাপমাত্রা
  • গ. আয়তন
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ তাপমাত্রা

বিস্তারিত

335. পেট্রোল ইঞ্জিনের তাপীয় দক্ষতা -

  • ক. ১২%
  • খ. ৩০%
  • গ. ৫৫%
  • ঘ. ৭২%

উত্তরঃ ৩০%

বিস্তারিত

337. ফার্নেসের ভিতরের উচ্চ তাপমাত্রা মাপা হয় কী দিয়ে?

  • ক. থার্মোমিটার
  • খ. চটমিটার
  • গ. পাইরোমিটার
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ পাইরোমিটার

বিস্তারিত

338. তরল পদার্থের তলদেশে চাপের তীব্রতা -

  • ক. সমান
  • খ. শূন্য
  • গ. কম
  • ঘ. বেশি

উত্তরঃ বেশি

বিস্তারিত

339. ইগনিশন হলো জ্বালানি বা কোনো দাহ্য পদার্থে -

  • ক. অক্সিজেন সংযোগ
  • খ. অগ্নি সংযোগ
  • গ. বাতাস সংযোগ
  • ঘ. হাইড্রোজেন সংযোগ

উত্তরঃ অগ্নি সংযোগ

বিস্তারিত

340. রিসিপ্রোকেটিং পাম্পে ব্যবহৃত হয় -

  • ক. সিরিজ মটর
  • খ. শান্ট মটর
  • গ. কম্পাউন্ড মটর
  • ঘ. যে কোনো একটি

উত্তরঃ কম্পাউন্ড মটর

বিস্তারিত

341. ট্রান্সফরমারে কী সাপ্লাই প্রয়োগ করা হয়?

  • ক. ডিসি সাপ্লাই
  • খ. সেলুলার সেল
  • গ. এসি সাপ্লাই
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ এসি সাপ্লাই

বিস্তারিত

342. কাস্ট আয়রন এবং স্টিল পাইপ তৈরিকরণ পদ্ধতি হলো -

  • ক. স্লাশ কাস্টিং
  • খ. ইনভেস্টমেন্ট কাস্টিং
  • গ. সেন্টিফিউগাল কাস্টিং
  • ঘ. ডাই কাস্টিং

উত্তরঃ সেন্টিফিউগাল কাস্টিং

বিস্তারিত

344. প্লেটের পার্শ্ব হতে সামান্য অংশ ফেলাকে কী বলে?

  • ক. ডায়িং
  • খ. নচিং
  • গ. আপসেটিং
  • ঘ. বেডিং

উত্তরঃ নচিং

বিস্তারিত

345. পেট্রোল ইঞ্জিনের স্পার্ক প্লাগ থাকে -

  • ক. সিলিন্ডার হেডে
  • খ. লাইনারে
  • গ. ব্লকে
  • ঘ. ভাল্বে

উত্তরঃ সিলিন্ডার হেডে

বিস্তারিত

346. ড্রিলিং মেশিন দ্বারা কোন অপারেশনটি সম্পাদন করা যায়?

  • ক. কাউন্টার সিংকিং
  • খ. নালিং
  • গ. ফেসিং
  • ঘ. স্লট কাটিং

উত্তরঃ কাউন্টার সিংকিং

বিস্তারিত

347. টারবাইন একটি -

  • ক. ইঞ্জিন
  • খ. প্রাইম মুভার
  • গ. যন্ত্র
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ প্রাইম মুভার

বিস্তারিত

348. অক্সিজেন কাটিং প্রসেস দ্বারা কোন মেটাল সবচেয়ে ভালো কাটা যায়?

  • ক. মাইল্ড স্টিল
  • খ. ব্রাস
  • গ. কপার
  • ঘ. অ্যালুমিনিয়াম

উত্তরঃ মাইল্ড স্টিল

বিস্তারিত

349. কোনটি সঠিক?

  • ক. পরম চাপ = গেজ চাপ + বায়ুমণ্ডলীয় চাপ
  • খ. গেজ চাপ = পরম চাপ
  • গ. বায়ুমণ্ডলীয় চাপ = পরম চাপ + গেজ চাপ
  • ঘ. পরম চাপ = গেজ চাপ - বায়ুমণ্ডলীয় চাপ

উত্তরঃ পরম চাপ = গেজ চাপ + বায়ুমণ্ডলীয় চাপ

বিস্তারিত

350. কোনটি কুল্যান্টের কাজ নয়?

  • ক. ক্ষয় রোধ করা
  • খ. তাপমাত্রা কমানো
  • গ. উৎপন্ন চিপ অপসারণ করা
  • ঘ. মেশিনের গতি বৃদ্ধি করা

উত্তরঃ উৎপন্ন চিপ অপসারণ করা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects