বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী এনফোর্সমেন্ট কো অর্ডিনেটর
1. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩ ফুট থেকে বৃদ্ধি করে ৬ ফুট করা হলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে?
- ক. ২ গুণ
- খ. ৩ গুণ
- গ. ৪ গুণ
- ঘ. কোনোটিই নয়
2. দুইটি সংখ্যার অনুপাত ২.৫ : ৩.৫, প্রথমটি ১৫ হলে অপরটি কত?
- ক. ৫
- খ. ১৪
- গ. ২১
- ঘ. কোনোটিই নয়
3. একটি ত্রিভুজের ভূমি ১২ ইঞ্চি এবং উচ্চতা ৮ ইঞ্চি হলে এর ক্ষেত্রফল কত?
- ক. ৪০ বর্গ ইঞ্চি
- খ. ৪৮ বর্গ ইঞ্চি
- গ. ৪৮ ইঞ্চি
- ঘ. ৪০ ইঞ্চি
- ক. ২৫%
- খ. ২০%
- গ. ১৬%
- ঘ. ১০%
7. একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৪ ইঞ্চি এবং প্রস্থ ৩ ইঞ্চি হলে এর পরিসীমা কত?
- ক. ৭ ইঞ্চি
- খ. ১৪ বর্গ ইঞ্চি
- গ. ৭ বর্গ ইঞ্চি
- ঘ. ১৪ ইঞ্চি
9. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকাকে কি বলা হয়?
- ক. ভেঙ্গি ভেলি
- খ. সাঙ্গু ভেলি
- গ. হালদা ভেলি
- ঘ. সাজেক ভেলি
10. বাংলাদেশ ভূ-খণ্ড সৃষ্টির পূর্বে এখানে কি ছিল?
- ক. ডেল্টা বেসিন
- খ. বঙ্গ বেসিন
- গ. ভারত মহাসাগর বেসিন
- ঘ. সাগর
11. মুক্তিযুদ্ধের মোট সাব সেক্টর কতটি ছিল?
- ক. ১১টি
- খ. ৫৪টি
- গ. ৬৪টি
- ঘ. কোনোটিই নয়
12. ‘বাংলাদেশ কথা কয়’ বইটির লেখক কে?
- ক. শামসুল হুদা চৌধুরী
- খ. অ্যান্থনি মাসকারেনহাস
- গ. আব্দুল মোমেন
- ঘ. আব্দুল গাফফার চৌধুরী
13. গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?
- ক. ১২ অক্টোবর ১৯৭২
- খ. ৪ নভেম্বর ১৯৭২
- গ. ১৪ ডিসেম্বর ১৯৭২
- ঘ. কোনোটিই নয়
14. মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কার সুপারিশ আবশ্যক হয়?
- ক. মাননীয় প্রধানমন্ত্রী
- খ. এটর্নি জেনারেল
- গ. আইনমন্ত্রী
- ঘ. কারোরই নয়
15. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
- ক. বনফুল
- খ. শ্যামলী
- গ. ঝরা পালক
- ঘ. পূরবী
16. ‘তৃষ্ণার্ত’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. তৃষ্ণা + আর্ত
- খ. তৃষ্ণা + ঋত
- গ. উভয়ই
- ঘ. কোনোটিই নয়
17. অকাল কুষ্মাণ্ড ছেলেটিকে সাহায্য করতে পার। বাক্যটিতে ‘অকাল কুষ্মাণ্ড’ ব্যবহৃত হয়েছে -
- ক. যৌগিক শব্দ হিসেবে
- খ. অতিশায়ন হিসেবে
- গ. বাগধারা হিসেবে
- ঘ. কোনোটিই নয়
18. যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, তাকে বলে -
- ক. বনজ
- খ. পরগাছা
- গ. বনস্পতি
- ঘ. আগাছা
19. তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক। বাক্যটিতে ‘পুণ্য’ শব্দটি হলো -
- ক. বিশেষ্য
- খ. বিশেষণ
- গ. অব্যয়
- ঘ. ক্রিয়া
20. যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিন্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে বলে -
- ক. শিরা
- খ. ধমনি
- গ. হৃৎপিণ্ড
- ঘ. কৈশিক জালিকা
21. রক্তে কোলেস্টেরল উপকারী, যদি রক্তে বেশি থাকে -
- ক. LDL
- খ. HDL
- গ. উভয়টি (ক+খ)
- ঘ. TG
- ক. অম্লধর্মী
- খ. ক্ষারধর্মী
- গ. স্নেহধর্মী
- ঘ. শর্করা
23. টেস্টিং সল্টের রাসায়নিক নাম হলো -
- ক. সোডিয়াম ক্লোরাইড
- খ. সোডিয়াম কার্বনেট
- গ. সোডিয়াম স্টিয়ারেট
- ঘ. সোডিয়াম গ্লুটামেট
24. সুনামি সৃষ্টি হতে পারে যে কারণে -
- ক. সমুদ্র তলদেশে ভূমিকম্প
- খ. আগ্নেয়গিরির অগ্ল্যৎপাত
- গ. ভূমিধস
- ঘ. সবগুলো
25. মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে SMS সেবা চালু হয়?
- ক. প্রথম
- খ. দ্বিতীয়
- গ. তৃতীয়
- ঘ. চতুর্থ