স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী তড়িৎ
51. স্কিন Effect এর জন্য দায়ী কে?
- ক. capacitur
- খ. Inductor
- গ. resistor
- ঘ. সবকটি
52. একটি Transformer এ কী কী ধরনের Power loss হয়?
- ক. Hysteresis loss
- খ. Iron loss
- গ. Iron loss ও copper loss
- ঘ. Eddy current loss
54. একটি 3-phase AC সার্কিট Power মাপার জন্য কমপক্ষে কয়টি Wattmeter প্রয়োজন?
- ক. 1
- খ. 2
- গ. 3
- ঘ. 4
55. The doctor who treats cancer is a/an -
- ক. cardiologist
- খ. neurologist
- গ. oncologist
- ঘ. nephrologist
56. বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী কবে পালিত হবে?
- ক. ২০২১ সালে
- খ. ২০২০ সালে
- গ. ২০১৯ সালে
- ঘ. ২০২২ সালে
57. বাংলা ভাষায় আগত ইংরেজি শব্দ কোনটি?
- ক. পিস্তল
- খ. সিনেমা
- গ. তোয়ালে
- ঘ. ইস্পাত
58. একটি silicon NPN transistor কে ON করার জন্য Base এ কত voltage প্রয়োজন?
- ক. -0.7v
- খ. +0.7v
- গ. +0.3v
- ঘ. -0.3v
59. ‘ণ-ত্ব’ বিধির বাইরে স্বতঃসিদ্ধভাবে ‘ণ’ বসেছে কোন শব্দে?
- ক. অর্পণ
- খ. রাবণ
- গ. কঙ্কণ
- ঘ. বরণ
60. Who of the following is a novelist?
- ক. P.B Shelley
- খ. Mathew Amold
- গ. Charles Dickens
- ঘ. Francis Bacon
61. ‘উপসর্গ’ বাসে -
- ক. শব্দের পরে
- খ. বাক্যের পূর্বে
- গ. বাক্যের মধ্যে
- ঘ. শব্দের পূর্বে
62. শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস -
- ক. খাঁচায়
- খ. ওঙ্কার
- গ. জলাঙ্গী
- ঘ. চৌচির
63. Choose the word that is closest in meaning The affluent society -
- ক. evil
- খ. wealthy
- গ. organised
- ঘ. modern
64. একটি AC series সার্কিটে xc = 10 ohm, xL = 10 ohm এবং R = 10 ohm, Power factor কত?
- ক. 1.0
- খ. 0.8
- গ. 0.5
- ঘ. 0.6
65. বেনামে রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থ কোনটি?
- ক. বোধেদয়
- খ. ভ্রান্তিবিলাস
- গ. ব্রজবিলাস
- ঘ. জীবনচরিত
- ক. Iron
- খ. Cattle
- গ. Studio
- ঘ. Poetry
67. ন্যাটোর (NATO) সদর দপ্তর কোথায়?
- ক. ব্রাসেলস
- খ. জেনেভা
- গ. প্যারিস
- ঘ. হেগ
68. The bestows favours on whoever he likes. Here 'bestows' means
- ক. receives
- খ. despises
- গ. collects
- ঘ. gives
69. The past tense of the word 'Spring' is -
- ক. Spring
- খ. Sprang
- গ. Sprung
- ঘ. Springed
70. একটি ব্রীজ রেক্টিফায়ারের রিপল ফ্যাক্টর কত?
- ক. 0.406
- খ. 0.812
- গ. 1.21
- ঘ. 1.11
- ক. কুয়েতি দিনার
- খ. কুয়েতি ডলার
- গ. রীয়াল
- ঘ. রুপিয়া
72. ইউরোপের সর্ব উত্তরের দেশ কোনটি?
- ক. নরওয়ে
- খ. ডেনমার্ক
- গ. সুইডেন
- ঘ. স্পেন
73. Choose the correct sentence.
- ক. She dyed her black hair
- খ. She dyed her hair black.
- গ. She died her hair black.
- ঘ. She dye her black hair
74. শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ হচ্ছে -
- ক. সাত সাগরের মাঝি
- খ. একচক্ষু হরিণ
- গ. রাজা যায় রাজা আসে
- ঘ. নিরালোকে দিব্যরথ
75. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
- ক. সোনার তরী
- খ. প্রভাতসঙ্গীত
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. গীতাঞ্জলি