১৬তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুল পর্যায় ২
51. x2 - 11x + 30 এবং x3 - 4x2 - 2x - 15 এর গ.সা.গু. কত?
- ক. x - 5
- খ. x - 6
- গ. x2 + x + 3
- ঘ. x2 - x - 3
52. a : b = 2 : 3 এবং b : c = 6 : 7 হলে a : b : c = কত?
- ক. 2 : 6
- খ. 3 : 7
- গ. 2 : 7
- ঘ. 4 : 7
53. টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?
- ক. ১৫%
- খ. ২০%
- গ. ২৫%
- ঘ. ৩০%
54. x2 - y (y - 2) - 1 এর উৎপাদক নিচের কোনটি?
- ক. (x - y - 1)(x - y + 1)
- খ. (x - y + 1)(x + y - 1)
- গ. (x + y + 1)(x - y - 1)
- ঘ. (x - y)(x + y + 1)
57. 4(x+y), 10(x-y) এবং 12(x2 - y2) এর গ.সা.গু.কত?
- ক. x - y
- খ. x + y
- গ. 12(x2 - y2)
- ঘ. 2
58. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OD, AB জ্যা-এর উপর লম্ব। AD = 3 সেমি হলে AB = কত সেমি?
- ক. 3 সেমি
- খ. 4 সেমি
- গ. 5 সেমি
- ঘ. 6 সেমি
59. ২৮ কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?
- ক. ৬০
- খ. ৪০
- গ. ৭৬
- ঘ. ৩১
61. শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 500 টাকার কত বছরের সরল মুনাফা 360 টাকা হবে?
- ক. 5 বছর
- খ. 6 বছর
- গ. 3 বছর
- ঘ. 2 বছর
62. 3 + 6 + 9 +..... ধারাটির কততম পদ 33?
- ক. 10
- খ. 12
- গ. 11
- ঘ. 13
63. একটি কলম 10% লাভে বিক্রয় করা হলো। কলমটির বিক্রয়মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত?
- ক. 11 : 10
- খ. 9 : 10
- গ. 10 : 11
- ঘ. 10 : 9
64. ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?
- ক. ১৭৫
- খ. ১৬০
- গ. ১৫০
- ঘ. ১০০
67. ABCD সামান্তরিকের DC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হলো।
- ক. ১০০
- খ. ৯০
- গ. ৮০
- ঘ. ৬৫
- ক. ২০ সেকেন্ড
- খ. ২৪ সেকেন্ড
- গ. ২০ মিনিট
- ঘ. ২৪ মিনিট
70. সর্বপ্রথম ‘বঙ্গ’ নাম পাওয়া যায় যে গ্রন্থে -
- ক. আইন-ই-আকবরী
- খ. বাঙালির ইতিহাস
- গ. ঐতরেয় আরণ্যক
- ঘ. রঘুবংশ
71. চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় -
- ক. সাংগ্রেন
- খ. বিজু
- গ. তনচংগা
- ঘ. নও উৎসব
72. মহান মুক্তিযদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল?
- ক. ১নং
- খ. ৩নং
- গ. ২নং
- ঘ. ১০নং
73. জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কী?
- ক. জাইকা
- খ. ডিএফআইডি
- গ. ডানিডা
- ঘ. ওসিডি
74. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিডিউট কোথায় অবস্থিত?
- ক. মানিকগঞ্জ
- খ. রংপুর
- গ. ঢাকা
- ঘ. পাবনা
75. SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন?
- ক. শিল্প মন্ত্রণালয়
- খ. শিক্ষা মন্ত্রণালয়
- গ. পরিবেশ মন্ত্রণালয়
- ঘ. প্রতিরক্ষা মন্ত্রণালয়