স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী পুর
1. সর্বোচ্চ কত dB পর্যন্ত noise level সহনীয়?
- ক. 95
- খ. 50
- গ. 65
- ঘ. 80
- ক. অনূদিত অন্ধকার
- খ. চাঁদের অমাবস্যা
- গ. কুলায় কালস্রোত
- ঘ. ক্রীতদাসের হাসি
3. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদেসমূহে মৌলিক অধিকার গুলো সন্নিবেশিত আছে?
- ক. ৩১ থেকে ৫২
- খ. ১ থেকে ১০
- গ. ১১ থেকে ২০
- ঘ. ২১ থেকে ৩০
5. Welding এ ব্যবহৃত E70 electrode এর allowable shear capacity কত?
- ক. 21 ksi
- খ. 70 ksi
- গ. 42 ksi
- ঘ. 35 ksi
6. নিচের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা?
- ক. সারেং বউ
- খ. সূর্যদীঘল বাড়ী
- গ. আরেক ফাল্গুন
- ঘ. চাঁদের অসাবস্যা
7. Runa wants to go home and ----
- ক. so we are
- খ. so want we
- গ. so do we
- ঘ. we do so
8. দ্রুত এবং উচ্চ শক্তিসম্পন্ন কনক্রিটের জন্য কোনট ধরনের curing সবচেয়ে উপযোগী?
- ক. Spreading with water
- খ. Flooding with water
- গ. Covering with wet jute cloth
- ঘ. Steam chamber
9. দুই Lane এর একটি National Highway এর Width কত হবে?
- ক. 3.65 meter
- খ. 7.30 meter
- গ. 14.60 meter
- ঘ. 5.50 meter
11. ‘দস্তখত’ শব্দের অর্থ কোনটি?
- ক. সাক্ষর
- খ. আদ্যাক্ষর
- গ. স্বাক্ষর
- ঘ. অঙ্গীকার
12. ‘উত্তমাশা অন্তরীপ’ কোন দেশে অবস্থিত?
- ক. ডেনমার্ক
- খ. ইয়েমেন
- গ. দক্ষিণ আফ্রিকা
- ঘ. সুদান
13. The professor wanted me to send my email address and :
- ক. so send I
- খ. so do I
- গ. so did I
- ঘ. so I send
14. Of the two girls, Ushoshi is - intelligent, (Fill up the gap)
- ক. far
- খ. most
- গ. as
- ঘ. more
15. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ কোন ধরনের রচনা?
- ক. ছোটগল্প
- খ. কাব্য
- গ. নাটক
- ঘ. উপন্যাস
16. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে তফসিল সম্পর্কে বলা হয়েছে?
- ক. ৪৮ অনুচ্ছেদ
- খ. ৮০ অনুচ্ছেদ
- গ. ৪২ অনুচ্ছেদ
- ঘ. ১৫৩ অনুচ্ছেদ
17. ‘হাতেম তাই’ গ্রন্থের অনুবাদক কে?
- ক. ফকির গরিবুল্লাহ্
- খ. সৈয়দ হামজা
- গ. আলাওল
- ঘ. সাবিরিদ খান
18. ‘লোকরহস্য’ প্রবন্ধের রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. রামমোহন রায়
20. একটি বিপদজনক কাঠামেরা ভারবহনের জন্য যে অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে কী বলে?
- ক. Jacking
- খ. Shoring
- গ. Underpining
- ঘ. Scoffolding
21. 10 কাঠা জমির ক্ষেত্রফল কত বর্গফুট?
- ক. 7350
- খ. 7000
- গ. 7200
- ঘ. 7400
22. Concrete slump test এ ASTM cone এর উচ্চতা কত?
- ক. 12 inch
- খ. 4 inch
- গ. 6 inch
- ঘ. 8 inch
23. Choose the right preposition : He did everything - pursuit of happiness.
- ক. at
- খ. for
- গ. in
- ঘ. with
- ক. Garulous
- খ. Freight
- গ. Gallery
- ঘ. Gratitude