বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এর জুনিয়র ইনস্ট্রাক্টর
101. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
- ক. শামীম শিকদার
- খ. মৃণাল হক
- গ. হামিদুর রহমান
- ঘ. কামরুল হাসান
102. মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত?
- ক. কক্সবাজার
- খ. নোয়াখালী
- গ. কুমিল্লা
- ঘ. ভোলা
103. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
- ক. গৌড়
- খ. পুণ্ড্র
- গ. সমতট
- ঘ. হরিকেল
104. ইউনেস্কো কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
- ক. ২১ ফেব্রুয়ারি, ১৯৯৯
- খ. ১৯ নভেম্বর, ২০০০
- গ. ১৭ নভেম্বর, ১৯৯৯
- ঘ. ২০ নভেম্বর, ২০০০
105. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে ভর্তি হয়েছিলেন?
- ক. রাষ্ট্রবিজ্ঞান
- খ. আইন
- গ. অর্থনীতি
- ঘ. সমাজবিজ্ঞান
106. মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীন ছিল?
- ক. ১ নম্বর
- খ. ৮ নম্বর
- গ. ১০ নম্বর
- ঘ. ৫ নম্বর
107. 'জয় বাংলা, বাংলার জয়' গানটির সুরকার কে?
- ক. গাজী মাজহারুল আনোয়ার
- খ. আনোয়ার পারভেজ
- গ. আলতাফ মাহমুদ
- ঘ. সমর দাস
108. 'দারিদ্র' কবিতাটি কাজী নজরুল ইসলাম-এর কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ?
- ক. সাম্যবাদী
- খ. সিন্দুহিন্দোল
- গ. বিষের বাঁশি
- ঘ. অগ্নিবীণা
109. বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোথায়?
- ক. হবিগঞ্জ
- খ. বাখরাবাদ
- গ. হরিপুর
- ঘ. তিতাস
110. রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের সম্ভাব্য উৎপাদন কত?
- ক. ২০০০ মেগাওয়াট
- খ. ২২০০ মেগাওয়াট
- গ. ২৪০০ মেগাওয়াট
- ঘ. ২৮০০ মেগাওয়াট
- ক. ৮৮০ টাকা
- খ. ৯৪০ টাকা
- গ. ৯৬০ টাকা
- ঘ. ৯৮০ টাকা
113. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?
- ক. ৮
- খ. ১০
- গ. ১১
- ঘ. ১৭
114. কোন সংখ্যার বর্গমূলের সাথে 3 যোগ করলে 3 এর বর্গ হবে?
- ক. 35
- খ. 36
- গ. 37
- ঘ. 38
115. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে?
- ক. ১২
- খ. ১৪
- গ. ১৫
- ঘ. ৯
116. 6+12+18+24 ………… ধারাটির প্রথম 10টি পদের যোগফল কত?
- ক. 320
- খ. 325
- গ. 340
- ঘ. 330
117. x^2 - 4x + 1 = 0 হলে x/(x^2 - 3x + 1) এর মান কত?
- ক. 0
- খ. 1
- গ. 2
- ঘ. 4
118. ৬^১/৪% মুনাফা হারে কত সময়ে ৯৬ টাকার মুনাফা ১৮ টাকা হবে?
- ক. ২ বছরে
- খ. বছরে
- গ. ৩ বছরে
- ঘ. ৪ বছরে
121. নিচের কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয় তিন অবস্থাতেই পাওয়া যায়?
- ক. পারদ
- খ. কর্পূর
- গ. পানি
- ঘ. লবণ
122. ডেঙ্গুজ্বর নিচের কোন ধরনের 'মশার' মাধ্যমে ছড়ায়?
- ক. পুরুষ এডিস মশা
- খ. স্ত্রী এডিস মশা
- গ. স্ত্রী কিউলেক্স মশা
- ঘ. পুরুষ অ্যানোফিলিস মশা
123. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
- ক. ডিজেল
- খ. প্রাকৃতিক গ্যাস
- গ. বায়োগ্যাস
- ঘ. কয়লা
125. নিম্নের কোনটির মান সর্বদা ঋণাত্মক?
- ক. দহন তাপ
- খ. বিক্রিয়া তাপ
- গ. সংঘটন তাপ
- ঘ. দ্রবণ তাপ