বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এর জুনিয়র ইনস্ট্রাক্টর

151. আমরা যখন কথা বলি তখন শব্দশক্তি রূপান্তরিত হয় -

  • ক. তড়িৎ শক্তিতে
  • খ. যান্ত্রিক শক্তিতে
  • গ. আলোক শক্তিতে
  • ঘ. গতি শক্তিতে

152. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

  • ক. ৬.৮০ মি.মি.
  • খ. ৬.৫ কি.মি.
  • গ. ৬.১৫ কি.মি.
  • ঘ. ৫.১০ কি.মি.

155. বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে?

  • ক. আইন মন্ত্রী
  • খ. আইন সচিব
  • গ. এটর্নী জেনারেল
  • ঘ. প্রধান বিচারপতি

159. IMF এর পূর্ণ অভিব্যক্তি কী?

  • ক. International Mutual Fund
  • খ. International Matching Fund
  • গ. International Monetary Fund
  • ঘ. International Mandatory Fund

160. 'ভেটো' ক্ষমতার অধিকারী কোন কোন রাষ্ট্র ?

  • ক. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ
  • খ. জাতিসংঘের সাধারন পরিষদের সকল সদস্য রাষ্ট্র
  • গ. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্য রাষ্ট্র
  • ঘ. জাতিসংঘের মহাসচিব

161. Identify the correct sentence.

  • ক. If you had come, I would have helped you.
  • খ. If you have come, I would have helped you.
  • গ. If you have had come, I will help you.
  • ঘ. If you had come, I would help you.

162. 'হেম' শব্দের অর্থ—

  • ক. সুধাকর
  • খ. মুক্তা
  • গ. রত্ন
  • ঘ. স্বর্ণ

163. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?

  • ক. ঝরা পালক
  • খ. মহাপৃথিবী
  • গ. সাতটি তারার তিমির
  • ঘ. নিজ বাসভূমে

164. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?

  • ক. মৃত্যুক্ষুধা
  • খ. লালসালু
  • গ. আরেক ফাল্গুন
  • ঘ. ঘর মন জানালা

165. কোনটি শুদ্ধ বানান?

  • ক. ব্যকুল
  • খ. ব্যাকূল
  • গ. ব্যাকুল
  • ঘ. ব্যকূল

166. 'স্বাগত' এর সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. স+গত
  • খ. সু+আগত
  • গ. সু+গত
  • ঘ. স্বা+গত

167. 'বিষাদসিন্ধু' কোন সমাস?

  • ক. দ্বিগু
  • খ. দ্বন্দ্ব
  • গ. রূপক কর্মধারয়
  • ঘ. তৎপুরুষ

169. অভিরাম' শব্দের অর্থ কি?

  • ক. বিরামহীন
  • খ. চলমানতা
  • গ. বালিশ
  • ঘ. সুন্দর

170. 'নীড়সন্ধানী' কার রচিত উপন্যাস?

  • ক. রাজিয়া খান
  • খ. আনোয়ার পাশা
  • গ. শওকত আলী
  • ঘ. হাসান আজিজুল হক।

171. রশীদ হায়দারের 'খাঁচায়' উপন্যাসের পটভূমি হলো :

  • ক. ভাষা আন্দোলন
  • খ. মুক্তিযুদ্ধ
  • গ. স্বৈরাচার বিরোধী আন্দোলন
  • ঘ. ছাত্র আন্দোলন

172. 'প্রচ্ছদ' শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ হলো :

  • ক. প্র+ছদ
  • খ. প্রৎ+ছদ
  • গ. প্রচ্ছ+দ
  • ঘ. প্রচ্ছদ+অ

173. "তদ্ভব" শব্দের অর্থ হলো:

  • ক. সংস্কৃতের সমান
  • খ. সংস্কৃত নয়
  • গ. সংস্কৃত থেকে উদ্ভূত
  • ঘ. বিদেশি শব্দ

174. নিচের কোন শব্দটি আরবি শব্দ নয়?

  • ক. ইনসান
  • খ. ইবাদত
  • গ. মর্জি
  • ঘ. আসরফি


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics