বাংলাদেশ নির্বাচন কমিশনের স্টোর কিপার
27. শব্দের আভিধানিক অর্থকে কী বলে?
- ক. লক্ষ্যার্থ
- খ. বাচ্যার্থ
- গ. সরলার্থ
- ঘ. গৌণার্থ
28. কচুবনের কালাচাঁদ বাগধারার অর্থ কি ?
- ক. অপদার্থ
- খ. মূর্খ
- গ. ধূর্ত
- ঘ. নিষ্ক্রিয় দর্শক
29. কোনটি ব্যাতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
- ক. চিরসুখী
- খ. দশানন
- গ. গায়ে হলুদ
- ঘ. কানাকানি
30. সৈয়দ শামসুল হক রচিত নাটক কোনটি?
- ক. কালবেলা
- খ. গণনায়ক
- গ. ক্রীতদাস
- ঘ. ঢাকা
31. বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
- ক. ভারতচন্দ্র রায়
- খ. নরহরি চক্রবর্তী
- গ. বিজগুপ্ত
- ঘ. মুকুন্দরাম
32. কাজী নরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্য গ্রন্থের অন্তর্গত?
- ক. সাম্যবাদী
- খ. ফণীমনসা
- গ. অগ্নিবীণা
- ঘ. চিত্তনামা
33. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ ?
- ক. ছড়ার শদ
- খ. ধনাত্মক শব্দ
- গ. শব্দের দ্বিরুক্তি
- ঘ. পদের দ্বিরুক্তি
34. 'লোকটি ধনী কিন্তু কৃপণ' এটি কোন ধরনের বাক্য ?
- ক. জটিল
- খ. যৌগিক
- গ. সরল
- ঘ. মিশ্র
37. মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি ?
- ক. কিত্তনখোলা
- খ. নীলদর্পণ
- গ. পায়ের আওয়াজ পাওয়া যায়
- ঘ. কবর
38. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ কার প্রার্থনা ?
- ক. চন্ডীদাস
- খ. বিদ্যাসাগর
- গ. বিদ্যাপতি
- ঘ. ঈশ্বর পাটনী
39. ‘বরখেলাপ’ শব্দে ‘বর’ কোন ধরণের উপসর্গ ?
- ক. খাঁটি বাংলা
- খ. তৎসম
- গ. আরবি
- ঘ. ফারসি
- ক. প্রণয়ন
- খ. প্রনয়ণ
- গ. প্রণয়ণ
- ঘ. প্রনয়ন
45. কোন সংখ্যার বর্গমূলের সাথে ৪ যোগ করলে ৩ এর বর্গ হবে?
- ক. ৩৬
- খ. ১৬
- গ. ২৫
- ঘ. ৯
46. ৩+৭+১১+……+৪৩ ধারাটির পদ সংখ্যা কত ?
- ক. ১০
- খ. ১২
- গ. ১১
- ঘ. ৯
48. নিচের কোন বাহুগুলো নিয়ে ত্রিভূজ আঁকা সম্ভব ?
- ক. ২,৪,৮
- খ. ৩,৬,৯
- গ. ৪,৫,৬
- ঘ. ২,৪,১০