প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ১৫ জেলা

1. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি - বাক্যটি কোন কালের ?

  • ক. সাধারণ অতীত
  • খ. নিত্যবৃত্ত অতীত
  • গ. ঘটমান বর্তমান
  • ঘ. পুরোঘটিত বর্তমান

2. ডাক্তার ডাক - বাক্যটিতে ' ডাক্তার ' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মকারকে শুন্য বিভক্তি
  • খ. কর্মকারকে সপ্তমী বিভক্তি
  • গ. অপাদান কারকে তৃতীয়া বিভক্তি
  • ঘ. কতৃকারকে শূন্য বিভক্তি

4. বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর মুখ দেখিতে চাই না আর - কার লেখা?

  • ক. জসিমউদ্দিন
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. জীবনানন্দ দাস
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

5. " এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি " এর রচয়িতা কে?

  • ক. সুকান্ত ভট্টাচার্য
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. সৈয়দ শামসুল হক
  • ঘ. জীবনানন্দ দাস

7. সন্ধি বিচ্ছেদ করুন - কথাচ্ছলে

  • ক. কথা + চ্ছল
  • খ. কথা + ছলে
  • গ. কোনটিই নয়
  • ঘ. কথা + চ্ছলে

11. আগুনের পরশমনি - উপন্যাসের উপজীব্য বিষয় কি?

  • ক. বঙ্গভঙ্গ
  • খ. তেভাগা আন্দোলন
  • গ. মুক্তিযুদ্ধ
  • ঘ. ভাষা আন্দোলন

12. কৈশোর - শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

  • ক. কিশোর + ষ্ণ
  • খ. কৈশো + র
  • গ. কৈ + শোর
  • ঘ. কে + শোর

16. ১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ ?

  • ক. ১/১০০০০০
  • খ. ১/১০০০০
  • গ. ১/১০০০
  • ঘ. ১/১০০০০০০

21. বরেন্দ্রভূমি নামে পরিচিত -

  • ক. সুন্দরবন
  • খ. রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ
  • গ. ময়নামতি ও লালমাই পাহাড়
  • ঘ. মধুপুর ও ভাওয়াল গড়

22. কোন বীরশ্রেষ্ঠর সমাধিস্থল পাকিস্থানে কারাচিতে ছিলো?

  • ক. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
  • খ. সিপাহী হামিদুর রহমান
  • গ. ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর
  • ঘ. সিপাহী মোস্তফা কামাল

24. গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত?

  • ক. উড্রো উইলসন
  • খ. আব্রাহাম লিংকন
  • গ. জর্জ ওয়াশিংটন
  • ঘ. ট্রুম্যান

25. ইস্ট কি?

  • ক. একটি ভাইরাস
  • খ. একটি ছত্রাক
  • গ. একটি ব্যাকটেরিয়া
  • ঘ. একটি ফার্ন


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics